Which mythical blind prophet unifies the poem "The Waste Land"’s episodes?
A
Tiresias
B
Teiresias
C
Oedipus
D
Calchas
উত্তরের বিবরণ
Tiresias–কেই Eliot Waste Land–এর কেন্দ্রে রেখেছেন। সে অন্ধ হলেও সব দেখতে পায়। পুরুষ ও নারীর অভিজ্ঞতার মধ্য দিয়ে সে আধুনিক জীবনের পতন বোঝে। তার চরিত্র বিভিন্ন দৃশ্যকে একসূত্রে বাঁধে।

0
Updated: 10 hours ago
What figure says “London Bridge is falling” in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
A nursery rhyme singer
B
A prophet
C
A sailor
D
A monk
“London Bridge is falling down” আসলে একটি শিশুতোষ গান থেকে নেওয়া। Eliot এটি ব্যবহার করেছেন প্রতীকীভাবে। শহরের ভিত্তি ভেঙে পড়ছে, যেমন ভেঙে পড়ছে আধুনিক সভ্যতার আধ্যাত্মিক ভিত্তি। Nursery rhyme–এর সরল সুর আধুনিক সমাজের পতনকে আরও ভৌতিক করে তোলে।

1
Updated: 1 week ago
Which river goddess is invoked in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
The Thames
B
The Rhine
C
The Ganges
D
The Nile
কবিতার শেষ অংশে ভারতীয় উপাদান আসে, যেখানে গঙ্গার উল্লেখ আছে। Eliot সংস্কৃত ও হিন্দু ধর্মগ্রন্থ থেকে প্রভাব নিয়েছিলেন। গঙ্গা এখানে পবিত্রতা, আধ্যাত্মিক শক্তি আর ধ্বংসের পর পুনর্জন্মের প্রতীক।
আধুনিক ইউরোপের Waste Land–এর বিপরীতে গঙ্গা এক ভিন্ন সভ্যতার আধ্যাত্মিক আশা প্রকাশ করে। Eliot দেখিয়েছেন, পূর্বের সংস্কৃতিতে এখনো ধর্মীয় শক্তি আছে।

1
Updated: 1 week ago
What sound concludes the poem "The Waste Land" with spiritual hope?
Created: 2 days ago
A
“Shantih shantih shantih”
B
“Amen amen amen”
C
“Peace peace peace”
D
“Silence silence silence”
শেষ লাইনে তিনবার “Shantih” বলা হয়েছে। এটি উপনিষদ থেকে নেওয়া, যার অর্থ শান্তি। Eliot এটি ব্যবহার করেছেন আধ্যাত্মিক আশার প্রতীক হিসেবে। যদিও Waste Land ধ্বংসে ভরা, শেষে শান্তির এই প্রার্থনা কবিতাকে পরিত্রাণের সম্ভাবনা দেয়। Eliot আধুনিক পশ্চিমের শূন্যতার বিপরীতে প্রাচ্যের আধ্যাত্মিক জ্ঞানের দিক দেখিয়েছেন।

0
Updated: 2 days ago