What German expression begins the poem "The Waste Land"’s second speaker?
A
“Guten Morgen”
B
“Bin gar keine Russin”
C
“Ich liebe dich”
D
“Nein, mein Herr”
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় Marie নিজের পরিচয় দিতে গিয়ে বলে — “Bin gar keine Russin, stamm’ aus Litauen, echt deutsch.” এর মাধ্যমে Eliot দেখিয়েছেন ইউরোপের বহুভাষিকতা আর বিভক্তি। আধুনিকতার জটিলতাকে ফুটিয়ে তুলতে তিনি ভাষার মিশ্রণ ব্যবহার করেছেন।

0
Updated: 10 hours ago
What season is indirectly suggested through fog and smoke imagery in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
Autumn
B
Winter
C
Spring
D
Summer
কবিতায় হলুদ কুয়াশা ও ধোঁয়ার উল্লেখ আছে। Eliot এই চিত্রকল্পে শরৎ–ঋতুর পরিবেশ বোঝাতে চেয়েছেন। শরতে শহরের আকাশে কুয়াশা আর ধোঁয়া জমে থাকে, যা একধরনের ক্লান্তি আর অস্পষ্টতা তৈরি করে। Prufrock–এর মনের অবস্থাও ঠিক তেমন — ঝাপসা, অস্থির এবং অন্ধকারাচ্ছন্ন। Eliot ঋতুর এই চিত্র ব্যবহার করে Prufrock–এর মানসিক আবহাওয়া ফুটিয়ে তুলেছেন, যা হতাশা ও অনিশ্চয়তায় ভরা।

0
Updated: 1 week ago
What phrase shows Prufrock’s concern with outward appearance in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“My morning coat, my collar mounting firmly to the chin”
B
“My voice echoing across the hollow night”
C
“My shoes polished bright with silver light”
D
“My hat shading the weary eyes within”
Prufrock তার পোশাক ও সাজসজ্জা নিয়ে অতি সচেতন। সে ভাবে, তার morning coat আর collar মানুষ কীভাবে লক্ষ্য করবে। এই ক্ষুদ্র বাহ্যিকতা নিয়ে তার চিন্তা আসলে তার গভীর অনিশ্চয়তার প্রতীক।
জীবনের বড় প্রশ্ন থেকে দূরে সরে, সে ক্ষুদ্র বাহ্যিকতা নিয়েই ব্যস্ত হয়ে থাকে। Eliot এই চিত্র দিয়ে আধুনিক মানুষের ভেতরের ভঙ্গুরতা ও আত্মবিশ্বাসের অভাব তুলে ধরেছেন।

0
Updated: 1 week ago
What occupation is associated with Mr. Eugenides in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Smyrna merchant
B
German banker
C
French soldier
D
English lawyer
“The Fire Sermon” অংশে Mr. Eugenides নামের একজন ব্যবসায়ীর উল্লেখ আছে, যিনি Smyrna থেকে আসা। সে প্রলোভন আর ব্যবসার প্রতীক। Eliot তাকে ব্যবহার করেছেন আধুনিক জীবনের ভোগবাদ আর বাণিজ্যকেন্দ্রিক মানসিকতা বোঝাতে। সে আর্ট বা আধ্যাত্মিকতার সাথে যুক্ত নয়, বরং শুধু ব্যবসা ও যৌন আকাঙ্ক্ষায় ব্যস্ত।

0
Updated: 1 week ago