What figure is addressed with “Son of man” in the poem "The Waste Land"?
A
The reader
B
Christ
C
Tiresias
D
Fisher King
উত্তরের বিবরণ
“Son of man” লাইনটি পাঠককেই সম্বোধন করে। এটি বাইবেলের ধাঁচে বলা হলেও Eliot সরাসরি পাঠককে Waste Land–এর নিস্তেজতায় টেনে আনে। পাঠককেও মরুভূমির অভিজ্ঞতার মধ্যে অংশ নিতে বাধ্য করা হয়।
0
Updated: 1 month ago
What symbol reflects Prufrock’s habit of postponement in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“There will be time”
B
“The world ends tomorrow”
C
“The door is forever closed”
D
“The night is without end”
Prufrock বারবার মনে করিয়ে দেয় নিজেকে — “There will be time।” এই লাইন তার দ্বিধা আর কালক্ষেপণের প্রতীক। সে মনে করে, ভালোবাসা প্রকাশ করার, কাজ করার বা সাহস দেখানোর জন্য প্রচুর সময় আছে।
কিন্তু এই অজুহাতই তাকে স্থবির করে রাখে। Eliot এখানে আধুনিক মানুষের অভ্যাস দেখিয়েছেন — কাজ ফেলে রাখা, পরে করার অজুহাত খোঁজা। কিন্তু শেষ পর্যন্ত সময় ফুরিয়ে যায়, আর কিছুই করা হয় না।
0
Updated: 1 month ago
What bird cry appears at the end of “The Fire Sermon” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The cock crowing
B
The owl hooting
C
The nightingale singing
D
The raven calling
The Waste Land" কবিতায় শেষে মোরগের ডাক আসে — যা সাধারণত সকাল বা জাগরণের প্রতীক। Eliot এখানে আধ্যাত্মিক জাগরণ বা মুক্তির সম্ভাবনা ইঙ্গিত করেছেন। কিন্তু সেই আশাও Waste Land–এর প্রেক্ষাপটে দুর্বল হয়ে পড়ে। তবু মোরগের ডাক পাঠককে নতুন সূচনার সম্ভাবনা মনে করিয়ে দেয়।
0
Updated: 1 month ago
What insect-like image conveys Prufrock’s humiliation in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“Pinned and wriggling on the wall”
B
“Flying away into the night”
C
“Caught in the spider’s web”
D
“Buried beneath the leaves”
Prufrock নিজেকে এমন এক পতঙ্গের সাথে তুলনা করেছেন, যাকে পিন দিয়ে দেয়ালে আটকানো হয়েছে। এই চিত্র তার অসহায়তা ও লজ্জা প্রকাশ করে। অন্যদের চোখের সামনে সে কুঁকড়ে যায়, পালাতে পারে না।
Eliot এখানে দেখিয়েছেন, সমাজের সমালোচনার সামনে আধুনিক মানুষ কেমনভাবে পরাধীন ও ভীত হয়ে পড়ে। পতঙ্গের মতো অসহায় অবস্থায় Prufrock নিজেকে দেখে, যা তার আত্মবিশ্বাসহীনতা ও আত্ম-সন্দেহকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলে।
0
Updated: 1 month ago