What city is described as “Unreal City” with a brown fog in the poem "The Waste Land"?
A
London
B
Rome
C
Berlin
D
Vienna
উত্তরের বিবরণ
Eliot “Unreal City”–তে লন্ডনের কুয়াশা ও ধোঁয়ার কথা বলেছেন। Brown fog শহরের দূষণ ও ক্লান্তি প্রকাশ করে। শহরটা বাস্তব হলেও যেন কল্পনার মতো ফাঁপা। Eliot আধুনিক নগরজীবনের যান্ত্রিকতা তুলে ধরেছেন "The Waste Land" কবিতায়।
0
Updated: 1 month ago
What is the meter of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Iambic pentameter
B
Iambic tetrameter
C
Trochaic tetrameter
D
Free rhythm
“The Lake Isle of Innisfree” কবিতাটি মূলত Iambic tetrameter-এ লেখা, অর্থাৎ প্রতিটি লাইনে চারটি মাত্রার (foot) iambic ধ্বনি আছে। Iambic ধ্বনি হলো এক অপ্রধান শব্দাংশের পরে এক প্রধান শব্দাংশ (da-DUM)। এই ছন্দ কবিতাকে মসৃণ ও সংগীতধর্মী করেছে।
প্রকৃতির শান্তি, পানির ঢেউয়ের মৃদু শব্দ, মৌমাছির গুঞ্জন—সবকিছু এই ছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। Yeats ইচ্ছাকৃতভাবে এমন ছন্দ ব্যবহার করেছেন যাতে পাঠক শহরের কোলাহল ভুলে গিয়ে ধ্যানমগ্ন এক জগতে প্রবেশ করে।
0
Updated: 1 month ago
What role does Prufrock imagine for himself instead of being Hamlet in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
An attendant lord
B
A wandering poet
C
A humble priest
D
A forgotten soldier
সে ভাবে, সে কেবল এক “attendant lord।” মানে হলো এমন একজন, যে নাটকে মূল চরিত্র নয়, কেবল পার্শ্বচরিত্র। তার কাজ হলো সাহায্য করা বা পাশে দাঁড়ানো। Eliot এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন, Prufrock নিজেকে তুচ্ছ এবং গুরুত্বহীন মনে করে। তার জীবনে কোনো বীরত্ব নেই।
0
Updated: 1 month ago
What is the main theme of The Love Song of J. Alfred Prufrock?
Created: 2 months ago
A
Anxiety and hesitation
B
Love and passion
C
War and peace
D
Nature and beauty
0
Updated: 2 months ago