What city is described as “Unreal City” with a brown fog in the poem "The Waste Land"?
A
London
B
Rome
C
Berlin
D
Vienna
উত্তরের বিবরণ
Eliot “Unreal City”–তে লন্ডনের কুয়াশা ও ধোঁয়ার কথা বলেছেন। Brown fog শহরের দূষণ ও ক্লান্তি প্রকাশ করে। শহরটা বাস্তব হলেও যেন কল্পনার মতো ফাঁপা। Eliot আধুনিক নগরজীবনের যান্ত্রিকতা তুলে ধরেছেন "The Waste Land" কবিতায়।

0
Updated: 10 hours ago
What does “bee-loud glade” suggest?
Created: 9 hours ago
A
Silence of death
B
Joy of city life
C
Busy activity of nature
D
Political protest
“The Lake Isle of Innisfree” কবিতায় bee-loud glade” বোঝায় একটি মাঠ বা প্রান্তর যেখানে মৌমাছির গুঞ্জন শোনা যায়। এটি প্রকৃতির সক্রিয়তা, শ্রম এবং আনন্দের প্রতীক।
এখানে শান্তি মানে নিস্তব্ধতা নয়, বরং প্রকৃতির স্বাভাবিক কর্মচঞ্চলতা। মৌমাছির শব্দ শান্তির সঙ্গে এক ধরণের সুর মেলায়। Yeats এখানে প্রকৃতির জীবনবোধ ও সক্রিয়তাকে তুলে ধরেছেন।

0
Updated: 9 hours ago
Which poet is known for “The Waste Land”?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson

0
Updated: 1 month ago
What refrain in a pub scene shows women’s chatter in the poem "The Waste Land"?
Created: 10 hours ago
A
“We shall drink all night”
B
“Bring another glass of wine”
C
“Sing for us loudly again”
D
“Hurry up please it’s time”
"The Waste Land" কবিতায় “A Game of Chess” অংশে মহিলারা পাবের ভেতর বারবার বলে — “Hurry up please it’s time।” এটি কেবল দোকান বন্ধের সময়ের ঘোষণা হলেও Eliot এটিকে প্রতীক করেছেন আধুনিক সমাজের যান্ত্রিক পুনরাবৃত্তির।
জীবনের প্রতিটি মুহূর্ত সময়ের চাপে বেঁধে দেওয়া, কোনো আবেগ নেই। এটি আধুনিক জীবনের শূন্যতা ও ক্লান্তি প্রকাশ করে।

0
Updated: 10 hours ago