What type of sound contrasts with silence in “The Burial of the Dead” in the poem "The Waste Land"?
A
Thunder of spring rain
B
Murmur of children
C
Cry of wild animals
D
Chant of priests
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় Spring rain এলেও Eliot সেটিকে আনন্দিত নয়, বরং দুঃখের প্রতীক করেছেন। বৃষ্টি শিকড়কে জাগায়, কিন্তু তার সাথে পুরোনো স্মৃতি আর আকাঙ্ক্ষা ফিরে আসে। ফলে বৃষ্টি হয়ে ওঠে স্মৃতি আর যন্ত্রণার শব্দ, যা নীরবতার বিপরীতে দাঁড়ায়।
0
Updated: 1 month ago
What small gesture symbolises Prufrock’s nervous hesitation in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“The dropping of a question on your plate”
B
“The writing of a letter on the wall”
C
“The whispering of a word in the wind”
D
“The waving of a hand in the air”
Prufrock ভাবে, যদি সে কারো সামনে প্রশ্ন রাখে, সেটি হবে যেন কারো প্লেটে হঠাৎ কিছু ফেলে দেওয়ার মতো। এটি তার নার্ভাসনেস ও ভয় প্রকাশ করে। Eliot এই ছোট অঙ্গভঙ্গির মাধ্যমে দেখিয়েছেন, Prufrock–এর দ্বিধা কতটা তীব্র। তার কাছে ভালোবাসার প্রকাশও হয়ে ওঠে এক অস্বস্তিকর অঙ্গভঙ্গি।
0
Updated: 1 month ago
What phrase describes the state of the Earth in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
“A heap of broken images”
B
“A field of golden flowers”
C
“A stream of endless joy”
D
“A garden of eternal spring”
"The Waste Land" কবিতায় Eliot জমিকে বর্ণনা করেছেন — “A heap of broken images।” আধুনিক সভ্যতা জ্ঞানের ভাঙা টুকরোয় ভরে গেছে। ঐক্য নেই, অর্থ নেই। কেবল ভাঙা প্রতীক, ভাঙা স্মৃতি। এই লাইন Waste Land–এর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক শূন্যতাকে গভীরভাবে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago
What section of the poem "The Waste Land" contains the line “Unreal City”?
Created: 1 month ago
A
The Burial of the Dead
B
A Game of Chess
C
The Fire Sermon
D
What the Thunder Said
“Unreal City” লাইনটি লন্ডনের বর্ণনায় এসেছে প্রথম অংশে। Eliot এখানে যুদ্ধ-পরবর্তী লন্ডনকে বর্ণনা করেছেন এক মৃত শহর হিসেবে। মানুষ সকালবেলায় দলে দলে অফিসে যাচ্ছে, কিন্তু তারা যেন জীবিত নয়, বরং মৃতদেহের মতো চলছে। এই দৃশ্য আধুনিক সভ্যতার যান্ত্রিকতা ও আত্মাহীনতাকে প্রতীকীভাবে প্রকাশ করে।
0
Updated: 1 month ago