বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? 

Edit edit

A

কুসুম্বা মসজিদ 

B

বড় সোনা মসজিদ

C

 ষাট গম্বুজ মসজিদ 

D

সাত গম্বুজ মসজিদ

উত্তরের বিবরণ

img

ষাটগম্বুজ মসজিদ

বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে সবচেয়ে বিশাল এবং মুসলিম স্থাপত্যকলার এক অপূর্ব নিদর্শন হলো ষাটগম্বুজ মসজিদ। এটি কেবল বাংলাদেশেই নয়, বরং সমগ্র ভারতীয় উপমহাদেশে এক অনন্য স্থাপত্যসৌন্দর্যের প্রতীক হিসেবে স্বীকৃত।

এই ঐতিহাসিক মসজিদটি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। বর্তমানে বাগেরহাট শহর থেকে প্রায় তিন মাইল পশ্চিমে গড়াদীঘির পূর্বপাড়ে মসজিদটি দাঁড়িয়ে আছে। যদিও এটি “ষাটগম্বুজ” নামে পরিচিত, প্রকৃতপক্ষে এর গম্বুজের সংখ্যা ৮১টি

মসজিদটি নির্মাণ করেন সুলতানি আমলের বিখ্যাত শাসক ও স্থপতি খান জাহান আলী (উলুঘ খান)। ধারণা করা হয়, এটি নির্মিত হয়েছিল পঞ্চদশ শতাব্দীতে, অর্থাৎ ১৫০০ সালের আশেপাশে

ষাটগম্বুজ মসজিদ শুধু ধর্মীয় উপাসনালয় হিসেবেই নয়, সেই সময় এটি খান জাহান আলীর দরবার হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে সেটিই পরিণত হয় বৃহৎ মসজিদে। ইতিহাস থেকে জানা যায়, সুলতান নাসিরউদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫–৫৯) শাসনামলে খান আল-আজম উলুঘ খান জাহান সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় খলিফাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। সেই রাজ্যের অন্যতম কেন্দ্র ছিল এই মসজিদ।

বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ১৯৮৩ সালে ইউনেস্কো ষাটগম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। এটি এখন বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, বাংলাদেশ পর্যটন করপোরেশন (parjatan.gov.bd)

Unfavorite

0

Updated: 1 week ago

Related MCQ

গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?

Created: 5 days ago

A

 ফখরুদ্দিন মোবারক শাহ 

B

হোসেন শাহ্‌ 

C

শায়েস্তা খাঁ 

D

ঈশা খাঁ

Unfavorite

0

Updated: 5 days ago

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD