কার সময় থেকে বাংলায় নবাবী আমলের সূচনা হয়?
A
মির জাফর
B
মীর কাসিম
C
শুজা‑উদ‑দীন
D
মুর্শিদকুলী খান
উত্তরের বিবরণ
সম্রাট আওরঙ্গজেবের সময়কালের পর বাংলায় রাজনীতিকভাবে কিছুটা স্বায়ত্তশাসন শুরু হয়, যা মুর্শিদকুলী খানের সময় থেকে নবাবি আমলের সূচনা করে। তিনি দক্ষ প্রশাসন ও যুগোপযোগী রাজস্ব ব্যবস্থার মাধ্যমে বাংলার অর্থনৈতিক ভিত্তি মজবুত করেন। নিচে তাঁর সম্পর্কে মূল তথ্য দেওয়া হলো।
-
সম্রাট আওরঙ্গজেবের পর কিছু সুবা স্বাধীন হওয়ার পর বাংলাও এর ব্যতিক্রম ছিল না।
-
মুর্শিদকুলী খানের সময় থেকেই বাংলায় নবাবী আমল শুরু হয়।
-
১৭০০ খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেব তাঁকে ‘করতলব খান’ উপাধি দিয়ে বাংলার দেওয়ান নিযুক্ত করেন। পরে তিনি সুবেদার হন।
-
মুর্শিদকুলী খানের রাজস্ব ব্যবস্থা যুগোপযোগী ছিল।
-
তিনি অতিরিক্ত রাজস্ব ধার্য না করে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্বের পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হন।

0
Updated: 11 hours ago
কার সময় থেকে বাংলায় নবাবী আমলের সূচনা হয়?
Created: 1 hour ago
A
মির জাফর
B
মীর কাসিম
C
শুজা‑উদ‑দীন
D
মুর্শিদকুলী খান
সম্রাট আওরঙ্গজেবের সময়কালের পর বাংলায় রাজনীতিকভাবে কিছুটা স্বায়ত্তশাসন শুরু হয়, যা মুর্শিদকুলী খানের সময় থেকে নবাবি আমলের সূচনা করে। তিনি দক্ষ প্রশাসন ও যুগোপযোগী রাজস্ব ব্যবস্থার মাধ্যমে বাংলার অর্থনৈতিক ভিত্তি মজবুত করেন। নিচে তাঁর সম্পর্কে মূল তথ্য দেওয়া হলো।
-
সম্রাট আওরঙ্গজেবের পর কিছু সুবা স্বাধীন হওয়ার পর বাংলাও এর ব্যতিক্রম ছিল না।
-
মুর্শিদকুলী খানের সময় থেকেই বাংলায় নবাবী আমল শুরু হয়।
-
১৭০০ খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেব তাঁকে ‘করতলব খান’ উপাধি দিয়ে বাংলার দেওয়ান নিযুক্ত করেন। পরে তিনি সুবেদার হন।
-
মুর্শিদকুলী খানের রাজস্ব ব্যবস্থা যুগোপযোগী ছিল।
-
তিনি অতিরিক্ত রাজস্ব ধার্য না করে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্বের পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হন।

0
Updated: 1 hour ago
বাংলায় নবাবি শাসনের প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
আলীবর্দী খান
B
সুজাউদ্দিন খান
C
সরফরাজ খান
D
মুর্শিদ কুলি খান
মুর্শিদ কুলি খান: নবাবি শাসন প্রতিষ্ঠা
-
মুর্শিদ কুলি খান (১৭০০–১৭২৭): বাংলায় নবাবি শাসনের প্রতিষ্ঠাতা।
-
অল্পবয়সে দাক্ষিণাত্যের শায়েস্তা খানের দিওয়ান হাজী শফী ইস্পাহানী ইসলাম ধর্মে দীক্ষিত করেন এবং নাম রাখেন মুহাম্মদ হাদী।
-
১৭০০ খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেব তাঁকে করতলব খান উপাধি দিয়ে বাংলার দিওয়ান নিযুক্ত করেন।
-
১৭০৩ খ্রিস্টাব্দে সম্রাটের সঙ্গে সাক্ষাতের পর ‘মুর্শিদ কুলি খান’ উপাধি লাভ করেন।
পদোন্নতি ও মর্যাদা
-
১৭১৬ খ্রিস্টাব্দে নাজিম পদে উন্নীত।
-
১৭১৭ সালের আগস্টে বাংলার পূর্ণ সুবাদার মর্যাদা লাভ।
-
উপাধি: প্রথমে জাফর খান, পরে মুতামিন-উল-মুলক আলা-উদ-দৌলা জাফর খান নাসিরী নাসির জঙ্গ বাহাদুর।
-
সাত হাজারি মনসব প্রদান।
-
১৭২৭ খ্রিস্টাব্দের ৩০ জুন মৃত্যু।
প্রশাসনিক অবদান
-
বাংলার প্রথম স্বাধীন নবাব।
-
রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর।
-
অতিরিক্ত রাজস্ব ধার্য না করে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্ব বৃদ্ধি।

0
Updated: 1 month ago