ইয়াং বেঙ্গল মুভমেন্টের নেতৃত্বে ছিলেন কে?
A
কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
B
ডেভিড হেয়ার
C
রাজা রামমোহন রায়
D
হেনরি লুইস ডিরোজিও
উত্তরের বিবরণ
উনিশ শতকের প্রথমার্ধে বাংলার নবজাগরণে ডিরোজিও ও ইয়াং বেঙ্গল আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজা রামমোহন রায়ের সংস্কার আন্দোলনের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হিন্দু কলেজের তরুণ প্রজন্ম বিশেষ অবদান রাখে। তাঁদের নেতৃত্ব দেন প্রতিভাবান শিক্ষক হেনরি লুইস ডিরোজিও। নিচে এ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো।
-
উনিশ শতকের প্রথমভাগে রাজা রামমোহন রায়ের সংস্কার আন্দোলনের ধারাকে এগিয়ে রাখে হিন্দু কলেজের প্রতিভাবান ছাত্ররা, যারা ‘ইয়াং বেঙ্গল আন্দোলন’ শুরু করে।
-
এ আন্দোলনের নেতা ছিলেন হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুইস ডিরোজিও।
-
তিনি তাঁর ছাত্র-অনুসারীদের স্বাধীনভাবে মতামত প্রকাশের শিক্ষা দেন।
-
১৮০৯ খ্রিস্টাব্দে ডিরোজিও কলকাতায় জন্মগ্রহণ করেন।
-
তাঁর স্কুল শিক্ষক ডেভিড ড্রামন্ডের প্রগতিবাদী, অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চিন্তাধারার দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হন।
-
বাংলার নবজাগরণের প্রতিভাবান এই তরুণ মাত্র ২৩ বছর বয়সে ১৮৩১ সালে মৃত্যুবরণ করেন।
-
মৃত্যুর পরও তাঁর গড়ে তোলা ছাত্র ও অনুসারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেন।
-
তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন: রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, প্যারিচাঁদ মিত্র, কৃষ্ণমোহন ব্যানার্জি প্রমুখ।

0
Updated: 10 hours ago
ইয়াং বেঙ্গল মুভমেন্টের নেতৃত্বে ছিলেন কে?
Created: 1 hour ago
A
কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
B
ডেভিড হেয়ার
C
রাজা রামমোহন রায়
D
হেনরি লুইস ডিরোজিও
উনিশ শতকের প্রথমার্ধে বাংলার নবজাগরণে ডিরোজিও ও ইয়াং বেঙ্গল আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজা রামমোহন রায়ের সংস্কার আন্দোলনের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হিন্দু কলেজের তরুণ প্রজন্ম বিশেষ অবদান রাখে। তাঁদের নেতৃত্ব দেন প্রতিভাবান শিক্ষক হেনরি লুইস ডিরোজিও। নিচে এ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো।
-
উনিশ শতকের প্রথমভাগে রাজা রামমোহন রায়ের সংস্কার আন্দোলনের ধারাকে এগিয়ে রাখে হিন্দু কলেজের প্রতিভাবান ছাত্ররা, যারা ‘ইয়াং বেঙ্গল আন্দোলন’ শুরু করে।
-
এ আন্দোলনের নেতা ছিলেন হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুইস ডিরোজিও।
-
তিনি তাঁর ছাত্র-অনুসারীদের স্বাধীনভাবে মতামত প্রকাশের শিক্ষা দেন।
-
১৮০৯ খ্রিস্টাব্দে ডিরোজিও কলকাতায় জন্মগ্রহণ করেন।
-
তাঁর স্কুল শিক্ষক ডেভিড ড্রামন্ডের প্রগতিবাদী, অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চিন্তাধারার দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হন।
-
বাংলার নবজাগরণের প্রতিভাবান এই তরুণ মাত্র ২৩ বছর বয়সে ১৮৩১ সালে মৃত্যুবরণ করেন।
-
মৃত্যুর পরও তাঁর গড়ে তোলা ছাত্র ও অনুসারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেন।
-
তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন: রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, প্যারিচাঁদ মিত্র, কৃষ্ণমোহন ব্যানার্জি প্রমুখ।

0
Updated: 1 hour ago