Which company developed the Android operating system?
A
Apple
B
C
Microsoft
D
IBM
উত্তরের বিবরণ
Google হলো একটি আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি, যা ১৯৯৮ সালে সার্গেই ব্রিন ও ল্যারি পেইজ প্রতিষ্ঠা করেন। ২০১৫ সাল থেকে Google Alphabet Inc. নামক হোল্ডিং কোম্পানির অধীনে কাজ করছে। Google ২০০৫ সালে Android Inc. অধিগ্রহণের মাধ্যমে অ্যান্ড্রয়েড OS তৈরি করেছে, যা Linux-এর উপর ভিত্তি করে তৈরি একটি ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম। Google বিশ্বব্যাপী ৭০% এর বেশি অনলাইন সার্চ পরিচালনা করে এবং সদর দপ্তর অবস্থিত মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে। ২০১২ সালে Motorola Mobility অধিগ্রহণের মাধ্যমে Google হার্ডওয়্যার বিক্রেতা হিসেবেও পরিচিত হয়েছে।
শুরুতে কেবল অনলাইন সার্চ ফার্ম হিসেবে কাজ করলেও বর্তমানে Google ৫০টিরও বেশি ইন্টারনেট পরিষেবা ও পণ্য সরবরাহ করে, যেমন:
-
Gmail – ইমেইল পরিষেবা
-
Google Docs – অনলাইন ডকুমেন্ট তৈরি ও শেয়ারিং
-
মোবাইল ফোন ও ট্যাবলেটের জন্য সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন
0
Updated: 1 month ago
গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম কোনটি?
Created: 2 months ago
A
PC DOS
B
CP/M
C
Windows 7
D
MS-DOS
Windows 7 – গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম
চিত্র-ভিত্তিক (Graphical User Interface - GUI) অপারেটিং সিস্টেম:
-
এই ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং, ফাইল ব্যবস্থাপনা, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল কাজ করা হয় বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল-ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে।
-
আইকন এবং মেন্যু কমান্ড নির্বাচন, ব্যবহার ও কার্যকর করা হয় মাউসের সাহায্যে।
-
কম্পিউটার চালু করার পর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতিকী চিত্র দেখা যায়।
-
প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর ডাবল-ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
-
চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড মুখস্থ করার প্রয়োজন নেই।
উদাহরণ (চিত্রভিত্তিক/গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম):
-
Windows 95/98/XP/2000/7
-
Mac OS
বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ:
-
MS-DOS, PC DOS, CP/M
উৎস:
-
বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা
-
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল
0
Updated: 2 months ago
নিচের কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়?
Created: 1 month ago
A
ফাইল ডিলিট করা
B
ফাইল কপি করা
C
ফাইল এনক্রিপশন করা
D
ফাইল তৈরি করা
ফাইল এনক্রিপশন হলো অপারেটিং সিস্টেমের কাজ নয়। এটি সাধারণত বিশেষায়িত সফটওয়্যার বা নিরাপত্তা প্রোগ্রামের মাধ্যমে সম্পন্ন হয়।
• অপারেটিং সিস্টেম:
-
অপারেটিং সিস্টেম হলো একটি প্রোগ্রামসমষ্টি যা ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের কার্যক্রম সমন্বয় করে এবং সমগ্র কার্যপ্রক্রিয়া পরিচালনা করে।
• অপারেটিং সিস্টেমের কাজ:
-
ফাইল তৈরি, অ্যাক্সেস, কপি, ডিলিট ইত্যাদি কাজ করা।
-
প্রধান মেমোরিতে ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আনা এবং কার্যকরভাবে চালানো।
0
Updated: 1 month ago
আইওএস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
Created: 2 months ago
A
অ্যাপেল
B
গুগল
C
মাইক্রোসফট
D
আইবিএম
অ্যাপল ইনকর্পোরেটেড
অ্যাপল ইনকর্পোরেটেড হলো একটি প্রসিদ্ধ আমেরিকান প্রযুক্তি কোম্পানি, যা মূলত ব্যবহারকারীদের জন্য ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার সফটওয়্যার এবং অনলাইন সেবা তৈরি ও বিক্রি করে। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত।
অ্যাপল প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালের ১ এপ্রিল। কোম্পানির প্রতিষ্ঠাতারা হলেন স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েইন। বর্তমানে টিম কুক কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যাপল iOS নামক মোবাইল অপারেটিং সিস্টেম বাজারে নিয়ে এসেছে, যা বিশ্বব্যাপী জনপ্রিয়।
উৎস: apple.com
0
Updated: 2 months ago