Where is data stored in Dynamic RAM (DRAM)?
A
Flash memory
B
Capacitor
C
Hard disk
D
Processor
উত্তরের বিবরণ
ডাইনামিক র্যাম (Dynamic RAM) হলো এমন একটি মেমোরি যেখানে বাইনারি ০ ও ১ তথ্য ক্যাপাসিটরে বৈদ্যুতিক চার্জ হিসেবে সংরক্ষিত থাকে। ক্যাপাসিটরে চার্জ থাকলে ১ বোঝায়, না থাকলে ০। যেহেতু বিদ্যুৎ সরবরাহ থাকলেও ক্যাপাসিটরের চার্জ ধীরে ধীরে ক্ষয় হয়, তাই প্রতি কয়েক মিলিসেকেন্ডে র্যাম কন্ট্রোলার মেমোরি কোষের তথ্য পুনরায় লিখে, যা মেমোরি রিফ্রেশিং নামে পরিচিত। মাইক্রোকম্পিউটারের প্রধান মেমোরি হিসেবে ডাইনামিক র্যাম ব্যবহৃত হয়।
র্যামের শ্রেণি
-
স্ট্যাটিক র্যাম (Static RAM): ফ্লিপ-ফ্লপ সার্কিট ব্যবহার করে ০ ও ১ সংরক্ষণ করে। বিদ্যুৎ সরবরাহ থাকা পর্যন্ত তথ্য মেমোরিতে থাকে, বিদ্যুৎ বন্ধ হলে তথ্য মুছে যায়। এটি অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন এবং সাধারণত ভিডিও র্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদিতে ব্যবহৃত হয়।
-
ডাইনামিক র্যাম (Dynamic RAM): ক্যাপাসিটর ও রেজিস্টর ব্যবহার করে তথ্য সংরক্ষণ করে। প্রতি কয়েক মিলিসেকেন্ডে তথ্য পুনরায় লেখা হয় (রিফ্রেশিং)।
0
Updated: 1 month ago
RAM সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?
Created: 1 month ago
A
RAM SSD থেকে দ্রুত
B
RAM মাল্টিটাস্কিং উন্নত করে
C
RAM ভোলাটাইল
D
RAM স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে
RAM (Random Access Memory) হলো কম্পিউটারের অস্থায়ী স্মৃতি, যা চলমান প্রোগ্রাম এবং তথ্য সাময়িকভাবে সংরক্ষণ করে। এটি কখনোই স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে না; বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ হলে সব তথ্য মুছে যায়।
RAM-এর মূল বৈশিষ্ট্য:
-
কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত একাধিক চিপের সমন্বয়ে RAM তৈরি হয়।
-
RAM-এ সব ধরনের তথ্য লেখা ও পড়া যায়, এবং তথ্য ইলেকট্রনিকভাবে সংরক্ষিত থাকে।
-
RAM-এর অস্থায়ী প্রকৃতির কারণে এটি কম্পিউটারের ভোলাটাইল মেমোরি হিসেবে পরিচিত।
-
RAM-এর ধারণক্ষমতা বেশি হলে কম্পিউটারের কার্যক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পায়।
-
কাজের গতি বাড়ানোর জন্য RAM-এর ক্যাশ মেমোরি (RAM Cache) ব্যবহার করা হয়, যা RAM-এর একটি দ্রুতগতির অংশ।
RAM-এর প্রধান দুই ধরন:
-
DRAM (Dynamic RAM): নিয়মিত রিফ্রেশের মাধ্যমে তথ্য ধরে রাখে।
-
SRAM (Static RAM): রিফ্রেশের প্রয়োজন নেই এবং দ্রুততর।
উৎস:
0
Updated: 1 month ago
What type of storage is RAM?
Created: 1 month ago
A
Secondary storage
B
Primary storage
C
Tertiary storage
D
Cache storage
সঠিক উত্তর: খ) Primary storage
Random Access Memory (RAM)
-
যে স্মৃতিতে কোনো তথ্য মুছে ফেলে সেই স্থানে নতুন তথ্য লেখা যায় এবং তা প্রয়োজনে ব্যবহার করা যায়, তাকে Random Access Memory (RAM) বলা হয়।
-
বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করলে এর তথ্য মুছে যায়।
-
Primary storage বা প্রাথমিক মেমোরি সাধারণত RAM বোঝায়, কারণ এটি ডেটা ও ইনস্ট্রাকশন সরাসরি সংরক্ষণ এবং পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়।
-
মেমোরির প্রতিটি আলাদা লোকেশন সহজে এক্সেসযোগ্য এবং একই সময়ে এক ধরনের অ্যাক্সেস হয়।
-
এটি রিড/রাইট মেমোরি, অর্থাৎ এ থেকে তথ্য পড়া এবং তাতে লেখা উভয়ই সম্ভব।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
RAM - কোথায় লাগানো থাকে?
Created: 2 months ago
A
এক্সপানশন বোর্ডে
B
এক্সটার্নাল ড্রাইভে
C
মাদার বোর্ডে
D
সবগুলো
RAM হলো কম্পিউটারের প্রধান মেমোরি, যেখানে ডেটা সাময়িকভাবে রাখা হয়, যাতে CPU দ্রুত অ্যাক্সেস করতে পারে।
এক্সপানশন বোর্ডে → Expansion board মানে আলাদা কার্ড, যেমন গ্রাফিক্স কার্ড বা সাউন্ড কার্ড। এদের ভেতরেও ছোট RAM চিপ থাকতে পারে (যেমন GPU RAM), কিন্তু সেটা সিস্টেমের মূল RAM নয়।
এক্সটার্নাল ড্রাইভে → এক্সটার্নাল ড্রাইভে RAM থাকে না, ওটা শুধু স্টোরেজ (HDD/SSD)।
মাদার বোর্ডে → মূল RAM (যেটা আমরা DDR3, DDR4, DDR5 হিসেবে লাগাই) সবসময় মাদারবোর্ডের RAM slot-এ বসানো থাকে।
সবগুলো → উপরের ব্যাখ্যা অনুযায়ী মূল উত্তর হবে না "সবগুলো", কারণ এক্সটার্নাল ড্রাইভে RAM থাকে না।
সঠিক উত্তর: মাদার বোর্ডে
0
Updated: 2 months ago