What is the function of Alt + F4?
A
The current window closes
B
Microsoft Word opens
C
The computer restarts
D
The desktop refreshes
উত্তরের বিবরণ
কিবোর্ডে থাকা ফাংশন কী (F1–F12) হলো বিশেষ ধরনের কী, যা ভিন্ন ভিন্ন সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হয়। প্রতিটি কী-এর আলাদা আলাদা ফাংশন রয়েছে এবং এগুলো ব্যবহারকারীর কাজকে আরও দ্রুত ও সহজ করে তোলে।
-
F1 সাধারণত Help মেনু খুলে।
-
F2 নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
-
F3 দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
-
F4 এর সঙ্গে Alt চাপলে (Alt + F4) বর্তমান উইন্ডো বন্ধ হয়। তাই সঠিক উত্তর হলো: ক) The current window closes।
-
F5 ব্রাউজার বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
-
F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
-
F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
-
F8 উইন্ডোজ চালুর সময় Safe Mode চালু করার জন্য ব্যবহৃত হয়।
-
F9 কোয়ার্ক এক্সপ্রেসে Measurement Toolbar চালু করার জন্য ব্যবহার করা হত।
-
F10 মেনু বার চালু করে।
-
F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
-
F12 সাধারণত Save As অপশন খুলে (কিছু সফটওয়্যারে ভাষা পরিবর্তনের জন্যও ব্যবহার হয়)।
0
Updated: 1 month ago
কিবোর্ডে ফাংশন কী কতটি থাকে?
Created: 2 months ago
A
১২ টি
B
১৫ টি
C
১৫০ টি
D
১২০ টি
কি-বোর্ডের ফাংশন কী (F1–F12)
-
কি-বোর্ডে মোট ১০৫টি কী থাকে।
-
এর মধ্যে ১২টি ফাংশন কী থাকে, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়।
-
সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।
F1–F12 ফাংশন কী-এর কাজ:
-
F1: সাধারণত Help মেনু খুলে।
-
F2: নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহার হয়।
-
F3: দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
-
F4: Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
-
F5: ব্রাউজার বা ডেস্কটপে Refresh করার জন্য।
-
F6: ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
-
F7: মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
-
F8: উইন্ডোজ চালুর সময় Safe Mode চালুর জন্য।
-
F9: কোয়ার্ক এক্সপ্রেসে Measurement Toolbar চালু করার জন্য।
-
F10: Menu bar চালু করে।
-
F11: Fullscreen Mode চালু বা বন্ধ করে।
-
F12: ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি পরিবর্তনের জন্য।
উৎস:
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
-
ব্রিটানিকা
0
Updated: 2 months ago
ফাংশন কী গুলো সাধারণত কত পর্যন্ত থাকে?
Created: 2 months ago
A
F1 থেকে F6
B
F1 থেকে F12
C
F1 থেকে F24
D
F1 থেকে F10
ফাংশন কী (F1–F12):
কিবোর্ডের বিশেষ কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করে।
F1–F12 এর ব্যবহার:
-
F1 : Help মেনু খোলা
-
F2 : নির্বাচিত ফাইল/ফোল্ডার Rename করা
-
F3 : দ্রুত সার্চ চালু করা
-
F4 : Alt + F4 দিয়ে বর্তমান উইন্ডো বন্ধ করা
-
F5 : Refresh করা (ব্রাউজার/ডেস্কটপ)
-
F6 : ব্রাউজারে Address bar সিলেক্ট করা
-
F7 : MS Word-এ Spelling ও Grammar Check
-
F8 : Windows সেফ মোড চালু করা
-
F9 : QuarkXpress-এর মেজারমেন্ট টুলবার চালু করা
-
F10 : মেনু বার খোলা
-
F11 : ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করা
-
F12 : ইনপুট ভাষা পরিবর্তন (ইংরেজি ↔ বাংলা)
0
Updated: 2 months ago
নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তনের জন্য কোন ফাংশন কী ব্যবহার করা হয়?
Created: 2 months ago
A
F2
B
F4
C
F5
D
F6
ফাংশন কী (Function Key)
সংজ্ঞা:
কিবোর্ডে থাকা বিশেষ কী যা সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করে। সাধারণত F1 থেকে F12 পর্যন্ত থাকে।
F1–F12 মূল কাজ:
F1 – Help মেনু খোলে
F2 – নির্বাচিত ফাইল/ফোল্ডার Rename করে
F3 – দ্রুত সার্চ চালু করে
F4 – Alt + F4 → বর্তমান উইন্ডো বন্ধ করে
F5 – Refresh করে
F6 – ব্রাউজারে Address Bar সিলেক্ট করে
F7 – MS Word এ Spelling & Grammar Check
F8 – Windows Safe Mode চালু
F9 – Quark Express Measurement Tool চালু
F10 – Menu Bar চালু
F11 – Fullscreen Mode চালু/বন্ধ
F12 – ইংরেজি ↔ বাংলা রূপান্তর
সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago