একটি ঘরের দৈর্ঘ্য ৬ মিটার, প্রস্থ ৪ মিটার এবং উচ্চতা ২ মিটার হলে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে?
A
৪০ বর্গ মিটার
B
৩০ বর্গ মিটার
C
৪৫ বর্গ মিটার
D
৪৮ বর্গ মিটার
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য ৬ মিটার, প্রস্থ ৪ মিটার
এবং উচ্চতা ২ মিটার হলে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে?
সমাধান:
ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল = ২(দৈর্ঘ্য + প্রস্থ) × উচ্চতা
= ২ × (৬ + ৪) × ২ বর্গ মিটার
= ২ × ১০ × ২ বর্গ মিটার
= ৪০ বর্গ মিটার
∴
ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল = ৪০ বর্গ মিটার।
0
Updated: 1 month ago
The
equation 2x2 + kx + 8 = 0 has
two equal roots, then the value of k is-
Created: 1 month ago
A
± 10
B
± 8
C
± 2√2
D
± √3
Question: The equation 2x2 + kx + 8 = 0 has two equal roots, then the value of k is-
Solution:
Here
a = 2, b = k and c = 8
Since the equation has two equal roots
: b2 - 4ac = 0
⇒ (k)2 - 4 × 2 × 8 = 0
⇒ k2 = 64
⇒ k = ± √(64)
k = ± 8
0
Updated: 2 weeks ago
যদি x - (1/x) = 11 এবং x > 0 হয় তবে x2 - (1/x)2 এর মান কত?
Created: 1 month ago
A
11√5
B
60√5
C
125
D
55√5
প্রশ্ন: যদি x - (1/x) = 11 এবং x > 0 হয় তবে x2 - (1/x)2 এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
x - (1/x) = 11
আমরা জানি,
{x + (1/x)}2 = {x - (1/x)}2 + 4 . x . (1/x)
⇒ {x + (1/x)}2 = (11)2 + 4
⇒ {x + (1/x)}2 = 121 + 4 = 125
∴ x + (1/x) = √125 = 5√5
আমরা জানি,
x2 - (1/x)2 = {x + (1/x)}{x - (1/x)} = 11 × 5√5
∴ x2 - (1/x)2 = 55√5
0
Updated: 1 month ago
|x + 2| < 7 অসমতাটির সমাধান কোনটি?
Created: 2 months ago
A
S = {x ∈ R: - 5 < x < 7}
B
S = {x ∈ R: 5 < x < - 5}
C
S = {x ∈ R: - 9 < x < 5}
D
S = {x ∈ R: 9 < x < - 5}
প্রশ্ন: |x + 2| < 7 অসমতাটির সমাধান কোনটি?
সমাধান:
প্রদত্ত অসমতাটি হলো,
|x + 2| < 7
⇒ - 7 < x + 2 < 7
⇒ (- 7 - 2) < (x + 2 - 2) < (7 - 2) [উভয়পক্ষে (- 2) যোগ করে]
⇒ - 9 < x < 5
∴ অসমতাটির সমাধান, S = {x ∈ R: - 9 < x < 5}
0
Updated: 2 months ago