A
Jolly
B
Gay
C
Jealous
D
Happy
উত্তরের বিবরণ
• Jovial এর synonym তিনটিই হয়, তাই একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• Jovial (Adjective)English Meaning: Cheerful and friendly
Bangla Meaning: হাসিখুশি; আমুদে; আনন্দপূর্ণ
Option,
- Jolly: happy and smiling: হাসিখুশি; প্রফুল্ল; কিঞ্চিৎ মাতাল; সুন্দর; বলিষ্ঠ।
- Happy: feeling, showing, or causing pleasure or satisfaction: ভাগ্যবান; সুখী; তৃপ্ত
- Gay: happy: লঘুচেতা; হাসিখুশি; উচ্ছল।
- Jealous: অধিকার বা প্রণয়ের প্রকৃত বা সম্ভাব্য হানির জন্য শঙ্কিত বা বিদ্বেষপূর্ণ, ঈর্ষাকাতর, ঈর্ষাপরায়ণ।

0
Updated: 2 months ago
Choose the correct sentence.
Created: 1 day ago
A
Everybody have gone there.
B
Everybody are gone there.
C
Everybody has gone there.
D
Everybody has went there.
সঠিক বাক্য: Everybody has gone there.
🔹 "Everybody" একটি singular (একবচন) subject।
🔹 যেমন: Everybody, Nobody, Anybody — এগুলো একবচন হিসেবে ধরা হয়।
🔹 তাই এসব subject থাকলে verb-ও singular হবে।
🔹 এখানে "has" হলো singular verb, যা "everybody" এর সাথে ব্যবহার করা ঠিক।
🔹 বাক্যটি Present Perfect Tense-এ করা হয়েছে।
🔹 এই Tense-এ has/have + verb-এর past participle form হয়।
🔹 তাই go-এর past participle হলো "gone" — সেটা ব্যবহার হয়েছে।
🔹 সবশেষে, Subject-Verb Agreement অনুযায়ী "has gone" একবচন subject "everybody"-এর সাথে মিল রেখেছে।

0
Updated: 1 day ago
Identify the correct passive form of 'He is going to open a shop.'
Created: 1 day ago
A
He is being gone to open a shop
B
A shop is being gone opened by him
C
A shop will be opened by him
D
A shop is going to be opened by him
✅ সঠিক উত্তর
-
Active: He is going to open a shop.
-
Passive: A shop is going to be opened by him.
ব্যাখ্যা
‘Be going to’ একটি modal রূপ, তাই এটি passive voice-এ গেলেও going এর কোনো পরিবর্তন হয় না।
Passive voice করার নিয়ম:
যখন ‘going to’ যুক্ত বাক্য passive করতে হয়, তখন গঠনের নিয়ম হয়:
be going to + be + মূল verb-এর past participle (V3)
Active থেকে Passive করার সহজ নিয়ম
-
Active-এর object → Passive-এর subject হয়।
-
বাক্যের tense অনুযায়ী auxiliary verb বসে।
-
তারপর মূল verb-এর past participle (V3) বসে।
-
Active-এর subject → Passive-এর object হয়।
-
তার আগে by, with, at, to, in এর মতো প্রিপজিশন বসে।
উদাহরণটি দিয়ে মনে রাখুন:
He is going to open a shop. → A shop is going to be opened by him.
এখানে "a shop" হলো object → subject
"going to open" → "going to be opened"
"he" → "by him"

0
Updated: 1 day ago
Choose the sentence where the gerund is the subject:
Created: 3 months ago
A
She likes painting landscapes.
B
They were painting landscapes.
C
Painting landscapes is relaxing.
D
She has painted landscapes.
Gerund হলো কোনো Verb-এর (ক্রিয়া) -ing রূপ, যা noun-এর মতো ব্যবহৃত হয়।
এখানে Painting landscapes — পুরো অংশটি একটি noun-এর মতো ব্যবহার হয়েছে এবং subject হিসেবে কাজ করছে।
বাক্যটি বোঝাচ্ছে: "চিত্রাঙ্কন করা (painting landscapes) হচ্ছে একধরনের আরামদায়ক কাজ।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
ক) She likes painting landscapes.
→ এখানে "painting" Gerund হলেও Subject নয়, Object (She কী পছন্দ করে? — painting landscapes)।
খ) They were painting landscapes.
→ এখানে "painting" হলো Main Verb (Past Continuous Tense)।
ঘ) She has painted landscapes.
→ এখানে "painted" Past Participle, Gerund নয়।
সুতরাং উত্তর: গ) Painting landscapes is relaxing.

0
Updated: 3 months ago