জহির রায়হানের রচিত ‘সূর্যগ্রহণ’ কোন ধরনের রচনা?
A
নাটক
B
গল্পগ্রন্থ
C
উপন্যাস
D
প্রবন্ধ
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্য ও চলচ্চিত্র জগতে জহির রায়হান ছিলেন এক অনন্য নাম। তিনি যেমন একজন প্রখ্যাত কথাশিল্পী, তেমনি ছিলেন দক্ষ চলচ্চিত্র পরিচালকও। তাঁর রচিত ‘সূর্যগ্রহণ’ একটি সুপরিচিত গল্পগ্রন্থ, যা তাঁকে সাহিত্যের জগতে বিশেষভাবে প্রতিষ্ঠিত করে।
জহির রায়হান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:
-
জন্ম: ১৯৩৫ সালে, ফেনী জেলায়।
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ।
-
তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক ছিলেন।
-
সুপরিচিত গল্পগ্রন্থ: সূর্যগ্রহণ।
-
পরিচালিত প্রথম চলচ্চিত্র: কখনো আসেনি।
-
প্রথম রঙিন চলচ্চিত্র: সঙ্গম।
-
প্রথম সিনেমাস্কোপ ছবি: বাহানা।
-
তাঁর নির্মিত চলচ্চিত্র ‘কাঁচের দেয়াল’ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নিগার পুরস্কার অর্জন করে।
-
উপন্যাস ‘হাজার বছর ধরে’-এর জন্য তিনি আদমজি সাহিত্য পুরস্কার লাভ করেন।
রচিত উপন্যাসসমূহ:
-
আরেক ফাল্গুন
-
হাজার বছর ধরে
-
বরফ গলা নদী
-
আর কতদিন
-
তৃষ্ণা
-
শেষ বিকেলের মেয়ে
-
কয়েকটি মৃত্যু
পরিচালিত চলচ্চিত্রসমূহ:
-
জীবন থেকে নেয়া
-
কখনো আসেনি
-
Stop Genocide
-
সোনার কাজল
-
কাঁচের দেয়াল
-
বেহুলা
-
আনোয়ারা
-
সঙ্গম
-
বাহানা
0
Updated: 1 month ago
'মনসামঙ্গল' কাব্যের কবি নন কে?
Created: 1 month ago
A
মাণিক দত্ত
B
বিপ্রদাস পিপিলাই
C
বিজয় গুপ্ত
D
কেতকাদাস ক্ষেমানন্দ
মনসামঙ্গল বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ লৌকিক মঙ্গলকাব্য, যা সাপের দেবী মনসা-এর স্তুতি, স্তব ও কাহিনীকে কেন্দ্র করে রচিত। এটি পদ্মাপুরাণ নামেও পরিচিত।
-
কাব্যের কবি: নন-নারায়ণ দেব।
-
আদি কবি: কানা হরিদত্ত।
-
অন্যান্য রচয়িতা: বিজয় গুপ্ত, নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ প্রমুখ।
-
কাব্যের প্রধান চরিত্রগুলো:
-
সাপের দেবী মনসা
-
চাঁদ সওদাগর
-
বেহুলা
-
লখিন্দর
-
সনকা
-
অন্যদিকে, ষোলশ শতকের চণ্ডীমঙ্গল কাব্যের কবি ছিলেন মাণিক দত্ত।
0
Updated: 1 month ago
'বিশ শতকের মেয়ে' - নীলিমা ইব্রাহীম রচিত কোন ধরনের রচনা?
Created: 2 months ago
A
কাব্যগ্রন্থ
B
প্রবন্ধ
C
নাটক
D
উপন্যাস
'বিশ শতকের মেয়ে' উপন্যাস
-
লেখক: নীলিমা ইব্রাহীম
-
ধরন: উপন্যাস
নীলিমা ইব্রাহীম
-
জন্ম: ১৯২১, ফকিরহাট, বাগেরহাট
-
পেশা: শিক্ষাবিদ
-
কার্যক্রম:
-
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক নারী-উন্নয়ন, সমাজকল্যাণ ও বুদ্ধিবৃত্তিক সংস্থার সঙ্গে যুক্ত
-
উল্লেখযোগ্য গ্রন্থ ও প্রবন্ধ রচনা
-
রচিত সাহিত্যকর্ম
উপন্যাস:
-
বিশ শতকের মেয়ে
-
এক পথ দুই বাঁক
-
কেয়াবন সঞ্চারিণী
-
বহ্নিবলয়
নাটক:
-
দুয়ে দুয়ে চার
-
যে অরণ্যে আলো নেই
-
রোদ জ্বলা বিকেল
-
সূর্যাস্তের পর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'চরিত্রহীন' উপন্যাসের চরিত্র কোনটি?
Created: 1 month ago
A
পার্বতী
B
অচলা
C
কিরণময়ী
D
বিজয়া
চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বহুল আলোচিত উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৯১৭ সালে। প্রথা-বহির্ভূত প্রেম ও নারী-পুরুষ সম্পর্কের জটিলতা এতে গভীরভাবে ফুটে উঠেছে। শিরোনামের মতোই উপন্যাসটি মূলত সমাজের দৃষ্টিভঙ্গি ও "চরিত্র" শব্দের প্রচলিত ব্যাখ্যাকে প্রশ্নবিদ্ধ করেছে।
-
উপন্যাসে চারটি নারী চরিত্র রয়েছে: সাবিত্রী, কিরণময়ী, সুরবালা ও সরোজিনী।
-
প্রধান দুই নারী চরিত্র সাবিত্রী ও কিরণময়ী—দুজনের বিরুদ্ধেই ‘চরিত্রহীন’ হওয়ার অভিযোগ আনা হয়েছে।
-
উপন্যাসের বৈশিষ্ট্য হলো প্রতিটি নারী চরিত্রের স্বভাব, মানসিকতা ও জীবনধারা সম্পূর্ণ ভিন্ন।
চরিত্রগুলোর সংক্ষিপ্ত বর্ণনা:
-
সাবিত্রী: বিশুদ্ধ চরিত্রের প্রতীক। সতীশের প্রতি অনুগত ও একনিষ্ঠ প্রেমিকা।
-
সুরবালা: উপেন্দ্রনাথের তরুণী স্ত্রী। ধর্মগ্রন্থে অন্ধবিশ্বাসী হওয়ায় তার ব্যক্তিত্ব বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত।
-
সরোজিনী: পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, অগ্রসরচিন্তার অধিকারী। কিন্তু পরিবার ও কঠোর মায়ের কারণে জীবনে দমবন্ধ অবস্থা। শেষপর্যন্ত সে সতীশকে বিয়ে করে।
-
কিরণময়ী: উপন্যাসের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র। তরুণ, সুন্দরী ও বুদ্ধিমতী। তার আবেগ-আকাঙ্ক্ষা সবসময় দমন করা হয় স্বামী ও শাশুড়ির দ্বারা।
অন্যদিকে:
-
গৃহদাহ উপন্যাসের চরিত্র: অচলা, মহিম, সুরেশ।
-
দত্তা উপন্যাসের চরিত্র: বিজয়া, নরেন, রাসবিহারী, বনমালী।
-
দেবদাস উপন্যাসের চরিত্র: দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী, চুনিলাল, ধর্মদাস।
0
Updated: 1 month ago