নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ নয়?
A
সবিতা
B
সন্ধিক্ষণ
C
দেয়াল
D
বেণু ও বীণা
উত্তরের বিবরণ
সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত কবি ও ছন্দবিদ। তাঁর সাহিত্যকীর্তি মূলত ছন্দ ও ধ্বনির অভিনব ব্যবহারকে ঘিরে। এ কারণে তিনি বাংলা কবিতায় “ছন্দের জাদুকর” ও “ছন্দোরাজ” হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর কোনো কাব্যগ্রন্থের নাম দেয়াল নয়। দেয়াল হলো বাংলাদেশের বিখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের শেষ রচিত উপন্যাস।
সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:
-
তিনি একজন কবি ও ছন্দবিদ ছিলেন।
-
জন্ম: ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি, কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে।
-
পিতা: রজনীনাথ দত্ত (বিশিষ্ট ব্যবসায়ী)।
-
পিতামহ: অক্ষয়কুমার দত্ত (তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক)।
-
তিনি ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম প্রধান কবি ছিলেন।
-
বাংলা ভাষার স্বতন্ত্র ছন্দ ও ধ্বনির ভিত্তিতে নতুন ছন্দ সৃষ্টিই ছিল তাঁর প্রধান কীর্তি।
-
তিনি নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ ও কলমগীর প্রভৃতি ছদ্মনামে কবিতা লিখতেন।
-
মৃত্যু: ১৯২২ সালের ২৫ ফেব্রুয়ারি।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
সবিতা
-
সন্ধিক্ষণ
-
বেণু ও বীণা
-
কুহু ও কেকা
-
অভ্র আবীর
-
হসন্তিকা
-
বেলা শেষের গান
-
বিদায় আরতি
-
কাব্যসঞ্চয়ন
অনুবাদকাব্য:
-
তীর্থরেণু
-
মণি মঞ্জুষা
0
Updated: 1 month ago
‘চন্দ্রাবতী' কাব্যের লেখক কে?
Created: 1 month ago
A
দ্বিজ কানাই
B
চন্দ্রাবতী
C
কেরেশী মাগন ঠাকুর
D
নয়ানচাঁদ ঘোষ
চন্দ্রাবতী কাব্য বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, যা কাব্যরচনার ক্ষেত্রে প্রাচীন ধারার পরিচয় বহন করে। এর রচয়িতা ও প্রেক্ষাপট সম্পর্কে কিছু তথ্য নীচে দেওয়া হলো।
-
কাব্যের একমাত্র রচয়িতা: কেরেশী মাগন ঠাকুর
-
কাব্যের একটি খণ্ডিত পুথি পাওয়া গেছে।
-
রচনাকাল নিয়ে সংশয় আছে, তবে ধারণা করা হয় এটি সতের শতকের।
-
মাগন ঠাকুর আরাকান রাজ্যের মন্ত্রী এবং আলাওলের পৃষ্ঠপোষক ছিলেন।
-
কাব্যের প্রাচীন উৎস জানা যায় না; মনে করা হয় এটি কবির স্বাধীন কল্পনা।
অতিরিক্ত তথ্য
-
ময়মনসিংহের এক মহিলা গীতিকারও ছিলেন চন্দ্রাবতী, যিনি প্রথম রামায়ণ বাংলা অনুবাদ করেছিলেন।
-
চন্দ্রাবতীকে নিয়ে মৈমনসিংহ-গীতিকায় নয়ানচাঁদ ঘোষ নামের একজন কবির পালা রচিত হয়েছে।
-
এই পালাটি বিভিন্ন নামে পরিচিত: ‘জয়-চন্দ্রাবতী’, ‘চন্দ্রাবতী চরিত’, ‘চন্দ্রাবতী উপাখ্যান’।
0
Updated: 1 month ago
'চন্দ্রাবতী' কাব্যের রচয়িতা কে?
Created: 3 months ago
A
কোরেশী মাগন ঠাকুর
B
মুহম্মদ খান
C
আমির হামজা
D
সৈয়দ সুলতান
‘চন্দ্রাবতী’ কাব্য
‘চন্দ্রাবতী’ কাব্যের রচয়িতা হলেন কোরেশী মাগন ঠাকুর। মধ্যযুগে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চার সূচনা ঘটে, যার প্রধান উজির ছিলেন কোরেশী মাগন ঠাকুর।
তাঁর পৃষ্ঠপোষকতায় আরাকান বা রোসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য বিকাশ লাভ করে। তিনি কবি আলাওল-কে ‘পদ্মাবতী’ ও ‘সয়ফুলমুলুক বদিউজ্জামান’ কাব্য রচনায় পৃষ্ঠপোষকতা করেন।
আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবিদের মধ্যে—
-
আলাওল
-
দৌলত কাজী
-
কোরেশী মাগন ঠাকুর
0
Updated: 3 months ago
বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলা হয় -
Created: 2 months ago
A
১২০১ - ১৫০০ সাল
B
৯৫০ - ১৩৫০ সাল
C
১২০১-১৩৫০ সাল
D
১২০১-১৪৫০ সাল
বাংলা সাহিত্যের মধ্যযুগ
-
সময়কাল: প্রায় চার শতাব্দী
-
ভাগ:
-
প্রাকচৈতন্য যুগ: ১২০১ - ১৫০০
-
চৈতন্য যুগ: ১৫০১ - ১৬০০
-
চৈতন্য পরবর্তী যুগ: ১৬০১ - ১৮০০
-
-
বিশেষ উল্লেখ:
-
১২০১-১৩৫০ সাল পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়
-
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
0
Updated: 2 months ago