মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘দুই সৈনিক’ কে লিখেছেন?
A
শওকত আলী
B
শওকত ওসমান
C
সৈয়দ শামসুর রহমান
D
মুনির চৌধুরী
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধভিত্তিক
উপন্যাস ‘দুই সৈনিক’ লিখেছেন শওকত ওসমান।
শওকত
ওসমান
- তিনি
১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ
করেন।
- তাঁর
প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; 'শওকত ওসমান' তাঁর সাহিত্যিক নাম।
তাঁর
উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো:
- জননী,
- ক্রীতদাসের
হাসি,
- সমাগম,
- চৌরসন্ধি,
- রাজা
উপাখ্যান,
- জাহান্নাম
হইতে বিদায়,
- দুই
সৈনিক,
- নেকড়ে
অরণ্য,
- পতঙ্গ
পিঞ্জর,
- আর্তনাদ,
- রাজপুরুষ।

0
Updated: 11 hours ago
"ঢল ঢল কাঁচা
অঙ্গের লাবণি
অবনী বহিয়া যায়।"- পঙ্ক্তির রচয়িতা কে?
Created: 1 week ago
A
ভারতচন্দ্র রায়
B
জ্ঞানদাস
C
বিদ্যাপতি
D
গোবিন্দদাস
গোবিন্দদাস শ্রীচৈতন্য ও চৈতন্যোত্তরকালে খ্যাতি অর্জন করা বৈষ্ণবপদ রচয়িতা। তিনি বিদ্যাপতির ভাবশিষ্য এবং দ্বিতীয় বিদ্যাপতি নামে পরিচিত।
-
আসল পদবি: সেন
-
গোবিন্দদাসের নামে প্রায় সাড়ে চারশত বৈষ্ণবপদ পাওয়া যায়।
-
তাঁর কাব্যগুরু ছিলেন মিথিলার কবি বিদ্যাপতি।
-
রচিত সংস্কৃত নাটক: সংগীতমাধব
উপাধি:
-
শ্রীজীব গোস্বামী তাকে কবিরাজ উপাধি দেন।
-
জীব গোস্বামী তাকে কবীন্দ্র উপাধি প্রদান করেন।
বিখ্যাত পঙ্ক্তি:
"ঢল ঢল কাঁচা
অঙ্গের লাবণি
অবনী বহিয়া যায়।
ঈষত হাসির তরঙ্গ- হিল্লোলে
মদন মুরুছা পায়।।"

0
Updated: 1 week ago
'ফেরদৌসি চরিত' গদ্যগ্রন্থের লেখক কে?
Created: 1 month ago
A
আব্দুল মান্নান সৈয়দ
B
আবু জাফর ওবায়দুল্লাহ
C
মোহাম্মদ মোজাম্মেল হক
D
আবু ইসহাক
✦ ফেরদৌসি চরিত
-
লেখক: মোহাম্মদ মোজাম্মেল হক
-
ধরণ: গদ্যগ্রন্থ
✦ মোহাম্মদ মোজাম্মেল হক (১৮৭৩–১৯৫৪)
-
জন্মস্থান: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রাম।
-
পরিচয়: সাহিত্যিক, সমাজসংস্কারক।
-
ভূমিকা:
-
মুসলিম সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস, গোঁড়ামি, পশ্চাৎপদতা ও আত্মবিস্মৃতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
-
লেখনী ও সংগঠনের মাধ্যমে সমাজ সংস্কারে উল্লেখযোগ্য অবদান রাখেন।
-
-
উপাধি: বঙ্গীয় সাহিত্য পরিষৎ তাঁকে “কাব্যকণ্ঠ” উপাধিতে ভূষিত করে।
✦ রচনা সমূহ
উপন্যাস
-
জোহরা
-
দরাফ খান গাজী
কাব্যগ্রন্থ
-
কুসুমাঞ্জলি
-
অপূর্ব দর্শন
-
প্রেমহার
-
জাতীয় ফোয়ারা
-
ইসলাম সংগীত
-
হযরত মুহম্মদ

0
Updated: 1 month ago
'হানিফা-কয়রাপরী' রোমান্টিক প্রণয়োপাখ্যানটি কার রচনা?
Created: 1 week ago
A
আবদুল হাকিম
B
নওয়াজিস খান
C
সাবিরিদ খান
D
সৈয়দ সুলতান
হানিফা-কয়রাপরী সাবিরিদ খানের রচিত একটি উল্লেখযোগ্য কাব্য, যা জঙ্গনামাজাত্মক যুদ্ধকাব্য হলেও প্রেমকাহিনির কারণে রোমান্টিক প্রণয়োপাখ্যানের অন্তর্ভুক্ত।
-
কাব্যটি খণ্ডিত আকারে পাওয়া গেছে, ফলে নামকরণে ভিন্নতা দেখা দিয়েছে।
-
ড. আহমদ শরীফ: হানিফার দিগ্বিজয়
-
আবদুল করিম সাহিত্যবিশারদ: মোহাম্মদ হানিফা ও কয়রাপরী
-
ড. মুহম্মদ এনামুল হক: হানিফা ও কযরাপরী
-
-
কাহিনির উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য জানা যায়নি।
-
মূল চরিত্র: হযরত আলীর পুত্র মুহম্মদ হানিফা।
-
কাহিনির সারমর্ম:
-
হানিফা ও জয়গুন পরিণয় লাভ করে।
-
দুজনই দিগ্বিজয়ী হিসেবে বহু রাজাকে পরাজিত করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেন।
-
হানিফা ও কয়রাপরীর প্রণয়কাহিনি কাব্যে বর্ণিত।
-
-
বৈশিষ্ট্য:
-
প্রেমকাহিনিভিত্তিক হলেও যুদ্ধমুখী কাব্য।
-
প্রণয়কাহিনি দ্রুতগতিতে অগ্রসর হয় এবং রোমান্সের পর্যায়ে পৌঁছায়।
-
সাবিরিদ খানের অন্যান্য কাব্যের তুলনায় এখানে গাম্ভীর্য কম, তবে প্রাঞ্জল ভাষারীতি ব্যবহৃত হয়েছে।
-

0
Updated: 1 week ago