‘সবুজপত্র’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক কে ছিলেন?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
প্রমথ চৌধুরী
C
কাজী নজরুল ইসলাম
D
শামসুর রহমান
উত্তরের বিবরণ
সবুজপত্র ছিল একটি প্রভাবশালী সাহিত্যপত্রিকা, যার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। এটি বাংলা গদ্যের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ স্থান অধিকার করে।
-
প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক সবুজপত্র প্রথম প্রকাশিত হয়।
-
বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
-
বাংলা গদ্যের বিকাশে পত্রিকাটির অবদান ছিল অনন্য।
-
এটি সাধু গদ্যরীতি পরিহার করে চলিত গদ্যরীতি প্রতিষ্ঠা করে।
-
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকায় লেখার মাধ্যমে চলিত গদ্যের স্বাচ্ছন্দ্য উপলব্ধি করেন এবং পরবর্তী সময়ে তা চর্চা শুরু করেন।
-
সাহিত্যচর্চার ধারায় সবুজপত্র একটি নতুন গোষ্ঠী তৈরি করে, যা পরিচিত হয় ‘সবুজপত্র গোষ্ঠী’ নামে।
অতিরিক্ত তথ্য: সবুজপত্র-এর লেখকদের মধ্যে প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মোহিতলাল মজুমদার, সজনীকান্ত দাস প্রমুখ ছিলেন। এটি বাংলা সাহিত্যে চলিত ভাষা আন্দোলনের পথিকৃৎ হিসেবে গণ্য হয়।
0
Updated: 1 month ago
ভুল বানান কোনটি?
Created: 1 month ago
A
নতিপত্র
B
মুহূর্ত
C
সর্বস্বান্ত
D
ত্রিনয়ন
বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা অভিধান অনুসারে, ’নতিপত্র’ শব্দটি অশুদ্ধ এবং এর শুদ্ধ রূপ হলো নথিপত্র।
অর্থ:
-
কোনো বিষয়ে একসঙ্গে সংরক্ষিত কাগজপত্র; দলিল বা দস্তাবেজ।
উৎস:
0
Updated: 1 month ago
অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?
Created: 1 month ago
A
পদ্মাবতী
B
তিলোত্তমাসম্ভব কাব্য
C
মেঘনাদবধ কাব্য
D
ব্রজাঙ্গনা কাব্য
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন তাঁর রচিত পদ্মাবতী নাটকে (দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্কে)। তবে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ হলো তিলোত্তমাসম্ভব কাব্য।
মাইকেল মধুসূদন দত্ত:
-
তিনি একজন খ্যাতিমান মহাকবি ও নাট্যকার।
-
জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, যশোর জেলার কপোতাক্ষ নদ তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে।
-
তিনি বাংলা ভাষায় সনেট প্রবর্তনকারী কবি।
-
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন তিনিই।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি, যা ইংরেজি ভাষায় রচিত।
তাঁর প্রধান কাব্যসমূহ:
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
তাঁর রচিত নাটক:
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
-
মায়াকানন
তাঁর রচিত প্রহসন:
-
একে কি বলে সভ্যতা
-
বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
অতিরিক্ত তথ্য: মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে পাশ্চাত্য কাব্যরীতি ও ধ্রুপদি কাব্যধারার সমন্বয় ঘটান। বিশেষ করে তাঁর মেঘনাদবধ কাব্য বাংলা মহাকাব্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে স্বীকৃত।
0
Updated: 1 month ago
প্রমথ চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
Created: 2 months ago
A
বর্ধমান
B
হুগলি
C
যশোর
D
বরিশাল
প্রমথ চৌধুরী (১৮৬৮–১৯৪৬)
-
জন্ম: ৭ আগস্ট, ১৮৬৮; যশোরে।
-
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল।
-
অবদান:
-
বাংলা ভাষার সাধু ও চলিত রূপ নিয়ে তুলনামূলক গবেষণা।
-
বাংলা কাব্যে প্রথম ইতালীয় সনেট প্রবর্তন।
-
১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত বীরবলের হালখাতা তার উল্লেখযোগ্য প্রবন্ধ।
-
নির্বাচিত প্রবন্ধ
-
তেল-নুন-লকড়ী
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
ভাষার কথ
-
আমাদের শিক্ষা
-
নানাচর্চা
নির্বাচিত গল্পগ্রন্থ
-
চার-ইয়ারী কথা
-
নীলোহিত
-
ঘোষালে ত্রিকথা
0
Updated: 2 months ago