‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম প্রকাশিত কবিতা কোনটি?
A
বিদ্রোহী
B
প্রলয়োল্লাস
C
ধূমকেতু
D
কামাল পাশা
উত্তরের বিবরণ
‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে
প্রলয়োল্লাস।
• 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ:
- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- এই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'।
- 'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত তিনি 'বিদ্রোহী কবি'
হিসাবে পরিচিত হন।
- কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস।
- 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
• অগ্নিবীণা কাব্যে মোট ১২টি কবিতা রয়েছে। কবিতাগুলো হলো:
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বর-ধারিণী মা,
- আগমণী,
- ধূমকেতু,
- কামাল পাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী,
- মহররম।

0
Updated: 11 hours ago
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ কে সম্পাদনা করেন?
Created: 2 weeks ago
A
আবদুল গাফফার চৌধুরী
B
হাসান হাফিজুর রহমান
C
সৈয়দ মুজতবা আলী
D
হুমায়ূন আজাদ
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ হাসান হাফিজুর রহমান সম্পাদনা করেন।
হাসান হাফিজুর রহমান:
- হাসান হাফিজুর রহমান কবি, সমালোচক ও সাংবাদিক হিসেবে খ্যাত।
- হাসান হাফিজুর রহমান জন্মগ্রহণ করেন ১৯৩২ সালের ১৪ জুন, জামালপুর শহরে।
- তাঁর পৈতৃক নিবাস জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রামে।
- সাহিত্যকর্মে তিনি জনজীবনের প্রত্যাশা, যন্ত্রণা, প্রতিবাদ ও ন্মানুষের সংগ্রামী জীবনচেতনার প্রকাশ ঘটিয়েছে।
- ১৯৫৩ সালে তিনি সম্পাদনা করেন ভাষা আন্দোলনের ওপর প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’।
প্রধান সাহিত্যকর্ম:
কবিতা: আর্ত শব্দাবলী, যখন উদ্যত সঙ্গীন, দক্ষিণের জানালা, প্রতিবিম্ব, শোকার্ত তরবারী, ইত্যাদি।
প্রবন্ধগ্রন্থ: আধুনিক কবি ও কবিতা, মূল্যবোধের জন্যে, সাহিত্য প্রসঙ্গ।
গল্পগ্রন্থ: আরও দুটি মৃত্যু।

0
Updated: 2 weeks ago
নিম্নের কোন গ্রন্থটি কাশীরাম দাস অনুবাদ করেছেন?
Created: 1 week ago
A
রামায়ণ
B
মহাভারত
C
ভাগবত
D
গীতা
মহাভারতের শ্রেষ্ঠ বাংলা অনুবাদক হিসেবে কাশীরাম দাস বিশেষভাবে স্বীকৃত। তিনি মহাভারত অনুবাদ করে বাংলা সাহিত্যে অমূল্য সংযোজন ঘটান। তাঁর অনুবাদকৃত মহাভারত ‘ভারত পাঁচালী’ নামে পরিচিত।
• কাশীরাম দাস
-
কাশীরাম দাসের অনুবাদকৃত মহাভারতের নাম ছিল ‘ভারত পাঁচালী’। যোগেশচন্দ্র বিদ্যানিধির মতে, এর রচনাকাল প্রায় ১৬০২-০৪ খ্রিষ্টাব্দের মধ্যে।
-
তিনি সম্পূর্ণ মহাভারত রচনা শেষ করতে পারেননি। কেবল আদি, সভা, বন ও বিরাট পর্ব রচনা করার পরই তিনি মৃত্যুবরণ করেন।
-
প্রচলিত মতে, কবির অসমাপ্ত কাব্য পরবর্তীতে তাঁর পুত্র, ভ্রাতুষ্পুত্র ও শিষ্যরা সমাপ্ত করেন।
• মহাভারত
-
মহাভারত সংস্কৃত ভাষায় রচিত এক মহাকাব্য, যার মূল রচয়িতা ছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব।
-
বাংলায় প্রথম অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর।
-
তিনি পরাগল খাঁর অনুরোধে অনুবাদ করেছিলেন বলে তাঁর অনুবাদকৃত সংস্করণটি পরাগলী মহাভারত নামে পরিচিত হয়।
-
কবীন্দ্র পরমেশ্বর অনুবাদকৃত গ্রন্থটির নাম ছিল বিজয়পান্ডবকথা অথবা ভারতপাঁচালী।
-
তবে মহাভারতের বাংলা অনুবাদে সর্বাধিক সার্থকতা অর্জন করেন কাশীরাম দাস, যিনি শ্রেষ্ঠ অনুবাদক হিসেবে খ্যাত।
-
তাঁর অনুবাদে মহাভারতের আদি, সভা, বন ও বিরাট পর্ব পাওয়া যায়, যা বাংলা সাহিত্যে এক অনন্য সংযোজন।

0
Updated: 1 week ago
কোন কাব্যটি লৌকিক ধারার অন্তর্গত?
Created: 1 month ago
A
চণ্ডিকামঙ্গল
B
গৌরীমঙ্গল
C
গঙ্গামঙ্গল
D
মনসামঙ্গল
লৌকিক শ্রেণি বা ধারা
এটি লোকায়ত ধারা বা খাঁটি মঙ্গলকাব্যের ধারা নামে পরিচিত। এই ধারায় রচিত কাব্যগুলো হলো—
-
মনসামঙ্গল
-
চণ্ডীমঙ্গল
-
কালিকামঙ্গল (বিদ্যাসুন্দর)
-
সারদামঙ্গল
-
শিবমঙ্গল
-
শীতলামঙ্গল
-
রায়মঙ্গল
-
ষষ্ঠীমঙ্গল
-
সূর্যমঙ্গল
পৌরাণিক শ্রেণি বা ধারা
এটি বিশুদ্ধ পুরাণকেন্দ্রিক মঙ্গলকাব্যের ধারা। এই ধারায় রচিত কাব্যগুলো হলো—
-
অন্নদামঙ্গল
-
গৌরীমঙ্গল
-
ভবানীমঙ্গল
-
দুর্গামঙ্গল
-
গঙ্গামঙ্গল
-
চণ্ডিকামঙ্গল

0
Updated: 1 month ago