অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?
A
পদ্মাবতী
B
তিলোত্তমাসম্ভব কাব্য
C
মেঘনাদবধ কাব্য
D
ব্রজাঙ্গনা কাব্য
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন তাঁর রচিত পদ্মাবতী নাটকে (দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্কে)। তবে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ হলো তিলোত্তমাসম্ভব কাব্য।
মাইকেল মধুসূদন দত্ত:
-
তিনি একজন খ্যাতিমান মহাকবি ও নাট্যকার।
-
জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, যশোর জেলার কপোতাক্ষ নদ তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে।
-
তিনি বাংলা ভাষায় সনেট প্রবর্তনকারী কবি।
-
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন তিনিই।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি, যা ইংরেজি ভাষায় রচিত।
তাঁর প্রধান কাব্যসমূহ:
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
তাঁর রচিত নাটক:
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
-
মায়াকানন
তাঁর রচিত প্রহসন:
-
একে কি বলে সভ্যতা
-
বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
অতিরিক্ত তথ্য: মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে পাশ্চাত্য কাব্যরীতি ও ধ্রুপদি কাব্যধারার সমন্বয় ঘটান। বিশেষ করে তাঁর মেঘনাদবধ কাব্য বাংলা মহাকাব্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে স্বীকৃত।
0
Updated: 1 month ago
'এর উপায় কি?' প্রহসনটির রচয়িতার নাম কী?
Created: 1 month ago
A
দীনবন্ধু মিত্র
B
মীর মশাররফ হোসেন
C
মাইকেল মধুসূদন দত্ত
D
প্যারীচাঁদ মিত্র
‘এর উপায় কী’ – প্রহসন
-
রচয়িতা: মীর মশাররফ হোসেন
-
প্রকাশ: প্রথম ১৮৭৫, দ্বিতীয় প্রকাশ ১৮৯২
-
বিষয়: উনিশ শতকের এক শ্রেণির লোকের নৈতিক অবক্ষয়—স্ত্রীর প্রতি অবহেলা, মদ ও পতিতাবৃত্তিতে আকর্ষণ—লেখক প্রহসনের মাধ্যমে একটি ঘটনাকে তুলে ধরেছেন
-
উল্লেখযোগ্য চরিত্র:
-
রাধাকান্ত
-
মুক্তকেশী
-
নয়নতারা
-
ইয়ার মদন
-
মীর মশাররফ হোসেন
-
জীবন: জন্ম ১৮৪৭ সালের ১৩ নভেম্বর, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া
-
পেশা: ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক
-
নাটক:
-
বসন্তকুমারী
-
জমীদার দর্পণ
-
বেহুলা গীতাভিনয়
-
-
উপন্যাস:
-
বিষাদ সিন্ধু
-
-
আত্মজীবনীমূলক গ্রন্থ:
-
উদাসীন পথিকের মনের কথা
-
গাজী মিয়াঁর বস্তানী
-
আমার জীবনী
-
কুলসুম জীবনী
-
0
Updated: 1 month ago
ড. আশুতোষ ভট্টাচার্য লোককথাকে কয় ভাগে ভাগ করেছেন??
Created: 2 months ago
A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
• লোক কথা বা লোক কাহিনী:
গদ্যের মাধ্যমে কাহিনী বর্ণনা করা হলে তাকে লোক কথা বা লোক কাহিনী বলা হয়ে থাকে।
ড. আশুতোষ ভট্টাচার্য লোককথাকে ৩ ভাগ্যে ভাগ করেছেন।
১। রূপকথা,
২) উপকথা,
৩)ব্রতকথা।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
0
Updated: 2 months ago
'ছড়ার ছন্দ বা লৌকিক ছন্দ' নামে পরিচিত ছন্দ কোনটি?
Created: 1 month ago
A
স্বরবৃত্ত ছন্দ
B
মাত্রাবৃত্ত ছন্দ
C
অক্ষরবৃত্ত ছন্দ
D
অমিত্রাক্ষর ছন্দ
স্বরবৃত্ত ছন্দ
-
অন্য নাম: ছড়ার ছন্দ, লৌকিক ছন্দ, লোকছন্দ, মেয়েলি ছন্দ।
-
সাহিত্যিক ব্যাখ্যা: প্রাকৃত বাংলা ছন্দ হিসাবেও পরিচিত। প্রাচীন বাংলা ছড়াগুলো স্বরবৃত্তে রচিত। রবীন্দ্রনাথ ঠাকুর একে ছড়া ছন্দ বা লোকছন্দ হিসেবে উল্লেখ করেছেন।
-
ভাব: লঘু, চপল এবং তালে দ্রুতগামী।
বৈশিষ্ট্য:
-
দ্রুত লয়ের ছন্দ।
-
মূল বা পূর্ণ পর্ব চার মাত্রাবিশিষ্ট।
-
মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর উভয়েই একমাত্র বিশিষ্ট।
-
প্রতিটি পর্ব ছোট, চার মাত্রা বিশিষ্ট।
0
Updated: 1 month ago