পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Constituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন? 

Edit edit

A

আবুল হাশেম 

B

শেখ মুজিবুর রহমান 

C

ড. মুহাম্মদ শহীদুল্লাহ 

D

ধীরেন্দ্রনাথ দত্ত

উত্তরের বিবরণ

img

গণপরিষদে ভাষা-অধিকার দাবি (২৫ আগস্ট ১৯৪৮)

পাকিস্তান গণপরিষদের অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত দাবি উত্থাপন করেন যেন সভার কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও সংরক্ষিত ও প্রকাশিত হয়। এই প্রস্তাবই পাকিস্তান পর্বে বাংলাভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে একটি ঐতিহাসিক সূচনা হিসেবে বিবেচিত।


ধীরেন্দ্রনাথ দত্ত (১৮৮৬–১৯৭১)

  • পেশাগত পরিচয়: খ্যাতনামা আইনজীবী; পাশাপাশি সমাজসেবক ও সক্রিয় রাজনীতিবিদ।

  • রাজনৈতিক অবস্থান: দেশভাগ-পরবর্তী পাকিস্তান রাজনীতিতে তিনি অসাম্প্রদায়িক ও নীতিবদ্ধ একজন নেতা হিসেবে কাজ করেন।

  • ভাষা দাবি: ২৫ আগস্ট ১৯৪৮ তারিখে পাকিস্তান গণপরিষদে তিনি কার্যবিবরণীতে বাংলা অন্তর্ভুক্তির দাবি জানান, যা পরবর্তী ভাষা-আন্দোলনের প্রেরণাদায়ক ঘটনা।

  • শহীদত্ব: ২৯ মার্চ ১৯৭১ গভীর রাতে তাকে ও তাঁর পুত্র দিলীপকুমার দত্তকে গ্রেপ্তার করে ময়নামতি সেনানিবাসে নিয়ে হত্যা করা হয়।

  • স্মৃতি সংরক্ষণ: কুমিল্লা শহরে তাঁর বাড়ির সামনে দিয়ে যাওয়া সড়কটি তাঁর স্মরণে “ধীরেন্দ্রনাথ দত্ত সড়ক” নামে পরিচিত।


বাংলার রাষ্ট্রভাষার স্বীকৃতি-সংক্রান্ত মাইলফলক

  • ১৬ ফেব্রুয়ারি ১৯৫৬: পাকিস্তানের জাতীয় পরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

  • পাকিস্তান সংবিধান ১৯৫৬: সেই সংবিধানে বাংলার রাষ্ট্রভাষার মর্যাদা আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (নবম-দশম শ্রেণী), ও বাংলাপিডিয়া

Unfavorite

0

Updated: 1 week ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD