বিশ্বব্যাংক ও UNDP অনুসারে, 'সুশাসনের মাধ্যমে নাগরিকগণ তাদের কী ধরনের আশা-আকাঙ্ক্ষাসমূহ প্রকাশ করতে পারে'?
A
ধর্মীয়
B
আর্থ-সামাজিক
C
আন্তর্জাতিক
D
কোনটি নয়
উত্তরের বিবরণ
• বিশ্বব্যাংক ও সুশাসন:
- 'সুশাসন' ধারণাটি বিশ্ব ব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা।
- ১৯৮৯
খ্রিস্টাব্দে বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম ‘সুশাসন' (Good Governance) প্রত্যয়টি ব্যবহার করা
হয়।
- এতে
উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করা হয় এবং বলা হয় যে, সুশাসনের অভাবেই এরূপ অনুন্নয়ন ঘটেছে।
- বিশ্বব্যাংক ও UNDP-এর মতে, সুশাসনের মাধ্যমেই একটি রাষ্ট্রের নাগরিকগণ তাদের
আর্থ-সামাজিক ও রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষাসমূহকে প্রকাশ করতে পারে এবং তাদের অধিকার
ভোগ করতে পারে।
• এছাড়াও
- একটি
রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে সে রাষ্ট্রে টেকসই উন্নয়ন সাধিত হয়।
- ১৯৯৪
সালে বিশ্ব ব্যাংক প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে যে, ‘সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের
ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গভর্নেন্স।'
- ২০০০
সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে, সুষ্ঠু গভর্নেন্স বা
সুশাসন চারটি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল।

0
Updated: 12 hours ago
নিম্নোক্ত কোনটি নৈতিক অবধারণের ভিত্তি হিসেবে পরিচিত?
Created: 12 hours ago
A
রাজনৈতিক
B
সামাজিক
C
অর্থনৈতিক
D
পারিবারিক
নৈতিক অবধারণের ভিত্তি হল সামাজিক।
নৈতিকতা অবধারণ:
- নৈতিকতা কতগুলো নৈতিক অবধারণের মাধ্যমে প্রকাশ পায়।
- একে অনেকে মূল্যবোধক অবধারণ, আদর্শমূলক অবধারণও বলে থাকেন।
- নৈতিক অবধারণে আমরা নৈতিক আচরণ বা আচরণকারীর ওপর কোন নৈতিক গুণ, বাধ্যবাধকতা,
দায়িত্ব ইত্যাদি অথবা ইত্যাদির অভাব আরোপ করি।
- নৈতিক অবধারণের আর একটি বৈশিষ্ট্য এই যে, এ কিছু নীতি,
আদর্শ বা সদ্গুণের সঙ্গে যুক্ত।
• নৈতিক অবধারণের প্রকার:
- নৈতিক অবধারণ বিভিন্ন প্রকার হতে পারে।
- নৈতিক নীতিগুলো সাধারণ নৈতিক অবধারণ হিসেবে বিশেষভাবে পরিচিত।
- গুরুত্বপূর্ণ যে দু'ধরনের নৈতিক অবধারণ রয়েছে তাদেরকে বলা যেতে পারে: (১)
বাধ্যতামূলক নৈতিক অবধারণ ও (২) মূল্যবোধক নৈতিক অবধারণ।
• বাধ্যতামূলক অবধারণ বলতে বুঝায়, ঐসব অবধারণ
যাতে কোন বিশেষ কাজকে আমরা নৈতিকভাবে যথোচিত, অযথোচিত,
বাধ্যতামূলক, কর্তব্য ইত্যাদি বলে আখ্যায়িত করি; অথবা তা করা
উচিত কি অনুচিত তা বলি।
• নৈতিক মূল্যবোধক অবধারণে আমরা কোন কাজ সম্পর্কে কথা বলি না, বরং কোন
ব্যক্তি অথবা তার প্রেষণা, অভিপ্রায়, চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে কথা বলি এবং আমরা যা
বলি তাতে যে শব্দগুলি ব্যবহার করি তা হচ্ছে নৈতিকভাবে ভাল-মন্দ, সৎ বা অসৎ গুণ
সম্পন্ন, দায়িত্বপূর্ণ, নিন্দাহ, সাধুসুলভ,
ঘৃণ্য ইত্যাদি।

0
Updated: 12 hours ago
নিম্নোক্ত কোনটি গণতন্ত্রের পূর্বশর্ত হিসেবে পরিচিত?
Created: 12 hours ago
A
আইনের শাসন
B
ভ্রাতৃত্ব
C
সাম্য
D
স্বাধীনতা
আইনের শাসন:
- গণতান্ত্রিক
রাষ্ট্রে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
- ব্যক্তি
স্বাধীনতা, সাম্য ও অধিকার রক্ষার
জন্য আইনের শাসন অপরিহার্য।
- আইনের শাসন গণতন্ত্রের পূর্বশর্ত।
- আইনের
শাসন প্রতিষ্ঠিত হলে ব্যক্তি তার-মাজিক মর্যাদা খুঁজে পাবে এবং অধিকার ও কর্তব্য
সম্পর্কে নিশ্চিত হবে।

0
Updated: 12 hours ago
বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে সুশাসনের বড় অন্তরায় নিম্নের কোনটি?
Created: 12 hours ago
A
প্রাকৃতিক সম্পদের অভাব
B
দুর্নীতি
C
আমলাতন্ত্র
D
রাজনীতি
দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা (Failure
to Control Corruption):
- বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে সুশাসনের বড় অন্তরায় হলো দুর্নীতি।
- দুর্নীতির
রাহুগ্রাস এসব রাষ্ট্রের প্রাণশক্তিকে নিঃশেষ করে ফেলছে।
- দুর্নীতির
কারণে সম্পদের অপচয় হয়, বন্টনে অসমতা সৃষ্টি হয়
এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটে।
- UNCAC-এর ভূমিকায় বলা হয়েছে যে,
"দুর্নীতি
সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে বিঘ্নিত করে। কারণ এর মাধ্যমে
ব্যক্তি ও প্রতিষ্ঠানের নৈতিকতা বিনষ্ট হয়, ন্যায়বিচার ও সবার সমান
অধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা হুমকির মুখে পড়ে।"
- অধিকাংশ
রাষ্ট্রেই দুর্নীতি দমন কমিশন বা ব্যুরো নামক প্রতিষ্ঠান থাকলেও সেগুলো স্বাধীন ও
কর্মতৎপর নয়।

0
Updated: 12 hours ago