সুশাসনের ধারণার উত্থানের মূল কারণ হিসেবে নিচের কোনটি বিবেচিত হয়?
A
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা
B
দক্ষিণ আমেরিকা মহাদেশে বিশ্বব্যাংকের ব্যর্থতা
C
বিশ্বব্যাপী মন্দা দূরীকরণে ব্যর্থতা
D
আফ্রিকা মহাদেশে বিশ্বব্যাংকের ব্যর্থতা
উত্তরের বিবরণ
সুশাসন:
- সুশাসন
শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Good
Governance।
- সুশাসন
(Good Governance) অর্থ হচ্ছে নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন।
- বিশ্বব্যাংকের
প্রেসিডেন্ট বারবার কোনাবল প্রথম সুশাসন (Good
Governance) শব্দটি ব্যবহার করেন।
- বিশেষত আফ্রিকা মহাদেশে বিশ্বব্যাংকের উন্নয়ন প্রকল্পসমূহ বারবার ব্যর্থ
হয়েছিল।
- কারণ
ছিল শুধু অর্থনৈতিক সীমাবদ্ধতা নয়, বরং দুর্নীতি, অদক্ষতা, জবাবদিহিতার অভাব, রাজনৈতিক অস্থিরতা এবং দুর্বল প্রশাসনিক কাঠামো।
- সুশাসন
ধারণাটির উদ্ভাবক বিশ্বব্যাংক।
- বিশ্বব্যাংক
১৯৮৯ সালে প্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে।

0
Updated: 12 hours ago
'The Ethics of Ambiguity' বইটি কে লিখেছেন?
Created: 12 hours ago
A
বাট্রান্ড রাসেল
B
এরিস্টটল
C
সিমোন ডি বোভোয়ার
D
ইমানুয়েক কান্ট
সিমোন ডি বোভোয়ার:
- ঔপন্যাসিক, নাট্যকার এবং দার্শনিক সিমোন ডি বোভোয়ার ছিলেন
আধুনিক ফ্রান্সের সবচেয়ে বিশিষ্ট নারী লেখিকা।
- ফরাসি
অস্তিত্ববাদের একজন শীর্ষস্থানীয় প্রবক্তা
- তিনি লিখেছেন - The
Ethics of Ambiguity, The Coming of Age।
এছাড়াও,
বাট্রান্ড রাসেল রচিত
উল্লেখযোগ্য কিছু গ্রন্থ -
• The Elements of Ethics,
• Human Society in Ethics and Politics,
• Moral and others,
• Power: A New Social Analysis,
• Political Ideals,
• Introduction to Mathematical Philosophy etc.
এরিস্টটল রচিত অন্যান্য
বিখ্যাত গ্রন্থসমূহ-
- Eudemian Ethics- নৈতিকতা সম্পর্কিত আরও একটি বই, যা নিকোমেকিয়ান এথিকসের সাথে সম্পর্কিত।
- Politics - গ্রন্থে আদর্শ সমাজব্যবস্থা ও রাজনৈতিক কাঠামো নিয়ে আলোচনা করেন।
- Metaphysica বা Metaphysics- গ্রন্থে বাস্তবতার মূল
স্বভাব এবং সত্তার প্রকৃতি নিয়ে আলোচনা করেন।

0
Updated: 12 hours ago
নিম্নোক্ত কোনটি গণতন্ত্রের পূর্বশর্ত হিসেবে পরিচিত?
Created: 12 hours ago
A
আইনের শাসন
B
ভ্রাতৃত্ব
C
সাম্য
D
স্বাধীনতা
আইনের শাসন:
- গণতান্ত্রিক
রাষ্ট্রে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
- ব্যক্তি
স্বাধীনতা, সাম্য ও অধিকার রক্ষার
জন্য আইনের শাসন অপরিহার্য।
- আইনের শাসন গণতন্ত্রের পূর্বশর্ত।
- আইনের
শাসন প্রতিষ্ঠিত হলে ব্যক্তি তার-মাজিক মর্যাদা খুঁজে পাবে এবং অধিকার ও কর্তব্য
সম্পর্কে নিশ্চিত হবে।

0
Updated: 12 hours ago
নিম্নোক্ত কোনটি নৈতিক অবধারণের ভিত্তি হিসেবে পরিচিত?
Created: 12 hours ago
A
রাজনৈতিক
B
সামাজিক
C
অর্থনৈতিক
D
পারিবারিক
নৈতিক অবধারণের ভিত্তি হল সামাজিক।
নৈতিকতা অবধারণ:
- নৈতিকতা কতগুলো নৈতিক অবধারণের মাধ্যমে প্রকাশ পায়।
- একে অনেকে মূল্যবোধক অবধারণ, আদর্শমূলক অবধারণও বলে থাকেন।
- নৈতিক অবধারণে আমরা নৈতিক আচরণ বা আচরণকারীর ওপর কোন নৈতিক গুণ, বাধ্যবাধকতা,
দায়িত্ব ইত্যাদি অথবা ইত্যাদির অভাব আরোপ করি।
- নৈতিক অবধারণের আর একটি বৈশিষ্ট্য এই যে, এ কিছু নীতি,
আদর্শ বা সদ্গুণের সঙ্গে যুক্ত।
• নৈতিক অবধারণের প্রকার:
- নৈতিক অবধারণ বিভিন্ন প্রকার হতে পারে।
- নৈতিক নীতিগুলো সাধারণ নৈতিক অবধারণ হিসেবে বিশেষভাবে পরিচিত।
- গুরুত্বপূর্ণ যে দু'ধরনের নৈতিক অবধারণ রয়েছে তাদেরকে বলা যেতে পারে: (১)
বাধ্যতামূলক নৈতিক অবধারণ ও (২) মূল্যবোধক নৈতিক অবধারণ।
• বাধ্যতামূলক অবধারণ বলতে বুঝায়, ঐসব অবধারণ
যাতে কোন বিশেষ কাজকে আমরা নৈতিকভাবে যথোচিত, অযথোচিত,
বাধ্যতামূলক, কর্তব্য ইত্যাদি বলে আখ্যায়িত করি; অথবা তা করা
উচিত কি অনুচিত তা বলি।
• নৈতিক মূল্যবোধক অবধারণে আমরা কোন কাজ সম্পর্কে কথা বলি না, বরং কোন
ব্যক্তি অথবা তার প্রেষণা, অভিপ্রায়, চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে কথা বলি এবং আমরা যা
বলি তাতে যে শব্দগুলি ব্যবহার করি তা হচ্ছে নৈতিকভাবে ভাল-মন্দ, সৎ বা অসৎ গুণ
সম্পন্ন, দায়িত্বপূর্ণ, নিন্দাহ, সাধুসুলভ,
ঘৃণ্য ইত্যাদি।

0
Updated: 12 hours ago