বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে সুশাসনের বড় অন্তরায় নিম্নের কোনটি?
A
প্রাকৃতিক সম্পদের অভাব
B
দুর্নীতি
C
আমলাতন্ত্র
D
রাজনীতি
উত্তরের বিবরণ
দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা (Failure
to Control Corruption):
- বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে সুশাসনের বড় অন্তরায় হলো দুর্নীতি।
- দুর্নীতির
রাহুগ্রাস এসব রাষ্ট্রের প্রাণশক্তিকে নিঃশেষ করে ফেলছে।
- দুর্নীতির
কারণে সম্পদের অপচয় হয়, বন্টনে অসমতা সৃষ্টি হয়
এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটে।
- UNCAC-এর ভূমিকায় বলা হয়েছে যে,
"দুর্নীতি
সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে বিঘ্নিত করে। কারণ এর মাধ্যমে
ব্যক্তি ও প্রতিষ্ঠানের নৈতিকতা বিনষ্ট হয়, ন্যায়বিচার ও সবার সমান
অধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা হুমকির মুখে পড়ে।"
- অধিকাংশ
রাষ্ট্রেই দুর্নীতি দমন কমিশন বা ব্যুরো নামক প্রতিষ্ঠান থাকলেও সেগুলো স্বাধীন ও
কর্মতৎপর নয়।

0
Updated: 12 hours ago
নিম্নের কোন ধরনের মূল্যবোধ 'ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি' প্রদান করে?
Created: 12 hours ago
A
ব্যক্তিগত মূল্যবোধ
B
পেশাগত মূল্যবোধ
C
সামাজিক মূল্যবোধ
D
ধর্মীয় মূল্যবোধ
মূল্যবোধের ধরণ:
- সামাজিক
জীব হিসেবে সাধারণভাবে সমাজ জীবনে মানুষ চার ধরনের মূল্যবোধের মুখোমুখি হয়।
- যথা:
ব্যক্তিগত মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ ও পেশাগত মূল্যবোধ।
• ব্যক্তিগত
মূল্যবোধ:
- ব্যক্তিগত
মূল্যবোধ হচ্ছে ব্যক্তির আচার- আচরণ নিয়ন্ত্রণে তার নিজস্ব কিছু মূল্যবোধ, যা ব্যক্তির রুচি,বিশ্বাস, মনোভাব, ধারণা ও নীতি-নৈতিকতা
থেকে সৃষ্টি হয়।
- ব্যক্তির
ব্যক্তিজীবন তার মূল্যবোধ দ্বারাই প্রভাবিত হয়।
• সামাজিক
মূল্যবোধ:
- বড়দের
সম্মান করা, সহনশীলতা, দানশীল হওয়া, আতিথেয়তা ইত্যাদি হচ্ছে
সামাজিক মূল্যবোধ ।
• ধর্মীয়
মূল্যবোধ:
- ধর্মীয়
অনুশীলন এবং নির্দেশনায় গড়ে ওঠা সামগ্রিক বিশ্বাস, আদর্শ, সমাজ ও মানুষের প্রতি
দৃষ্টিভঙ্গি, দর্শন, রীতি-নীতি ইত্যাদি মিলিয়ে ধর্মীয় মূল্যবোধ তৈরি হয়।
• পেশাগত মূল্যবোধ:
- পেশাগত মূল্যবোধ হলো, ব্যক্তির মূল্য ও
মর্যাদার স্বীকৃতি।
- ব্যক্তিত্বের
ধরন, আগ্রহ ও কাজ- সম্পর্কিত মূল্যবোধ প্রভৃতি একজন
ব্যক্তির পেশাগত মূল্যবোধে প্রভাব বিস্তার করে।
- পেশা
বাছাইয়ের ক্ষেত্রেও এ মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

0
Updated: 12 hours ago
'শিক্ষা হল মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ'-উক্তিটি কোন দার্শনিক দিয়েছেন?
Created: 12 hours ago
A
মহাত্মা গান্ধী
B
প্লেটো
C
এরিস্টটল
D
সক্রেটিস
শিক্ষা সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদের মতামত:
- শিক্ষা
শব্দটি অত্যন্ত ব্যাপক ও জটিল।
- বিভিন্ন
যুগে, বিভিন্ন দেশে শিক্ষাবিদ ও দার্শনিকরা আপন আপন
দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষার ব্যাখ্যা প্রদান করেছেন।
সক্রেটিসের
মতে,
- "শিক্ষা হলো মিথ্যার অপনোদন ও সত্যের আবিষ্কার।"
দার্শনিক প্লেটোর (Plato) মতে,
- শিক্ষা
হচ্ছে সেই শক্তি, যার দ্বারা সঠিক সময়ে
আনন্দ ও বেদনা অনুভূতিবোধ জন্মায়।
- এটি
শিক্ষার্থীর দেহে-মনে সকল সুন্দর ও অন্তর্নিহিত শক্তিকে বিকশিত করে তোলে।
দার্শনিক এরিস্টটলের (Aristotle) মতে,
- সুস্থ
দেহে সুস্থ মন তৈরি করাই হচ্ছে শিক্ষা।
- শিক্ষা
দেহ-মনের সুষম এবং পরিপূর্ণ বিকাশের মাধ্যমে ব্যক্তির জীবনের প্রকৃত মাধুর্য ও পরম
সত্য উপলব্ধিতে সহায়তা করে।
মহাত্মা গান্ধী বলেন,
- "শিক্ষা হলো শিশু ও মানুষের দেহ, মন ও আত্মার সবচেয়ে
শ্রেষ্ঠ গুণগুলোর সুসামঞ্জস্যপূর্ণ বিকাশ।
রুশো মন্তব্য করেন,
- "আমরা অভাবের মধ্যে অসহায় অবস্থায় জন্মগ্রহণ করি।
- শিক্ষা
দ্বারা আমাদের অভাব পূরণ হয়।
- প্রকৃতি, বস্তু ও মানুষের নিকট হতে আমরা শিক্ষা লাভ করি।"

0
Updated: 12 hours ago
নিম্নের কে সর্বপ্রথম আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য নির্দেশ করেন?
Created: 12 hours ago
A
ইমানুয়েল কান্ট
B
নিকোলো ম্যাকিয়াভেলি
C
এরিস্টটল
D
জেরেমি বেন্থাম
নিকোলা ম্যাকিয়াভেলি তার ‘দ্য প্রিন্স’ গ্রন্থে সর্বপ্রথম আইন ও নৈতিকতার
মধ্যে পার্থক্য নির্দেশ করেন।
নিকোলো ম্যাকিয়াভেলি:
- নিকোলো
ম্যাকিয়াভেলি ১৪৫৯ সালের ৩ মে ইতালির ফ্লোরেন্সে এক অ্যাটর্নির ঘরে জন্মগ্রহণ
করেন। ১৫২৭ সালে ইতালির ফ্লোরেন্সে তিনি মারা যান।
- ইতালীয়
রাষ্ট্রদার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলিকে 'জাতীয় রাষ্ট্রের' প্রবক্তা বা স্বপ্নদ্রষ্টা বলা হয়।
- আইন ও নৈতিকতার মধ্যে সর্বপ্রথম পার্থক্য নির্ণয় করেন।

0
Updated: 12 hours ago