নিম্নের কোন ধরনের মূল্যবোধ 'ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি' প্রদান করে?
A
ব্যক্তিগত মূল্যবোধ
B
পেশাগত মূল্যবোধ
C
সামাজিক মূল্যবোধ
D
ধর্মীয় মূল্যবোধ
উত্তরের বিবরণ
মূল্যবোধের ধরণ:
- সামাজিক
জীব হিসেবে সাধারণভাবে সমাজ জীবনে মানুষ চার ধরনের মূল্যবোধের মুখোমুখি হয়।
- যথা:
ব্যক্তিগত মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ ও পেশাগত মূল্যবোধ।
• ব্যক্তিগত
মূল্যবোধ:
- ব্যক্তিগত
মূল্যবোধ হচ্ছে ব্যক্তির আচার- আচরণ নিয়ন্ত্রণে তার নিজস্ব কিছু মূল্যবোধ, যা ব্যক্তির রুচি,বিশ্বাস, মনোভাব, ধারণা ও নীতি-নৈতিকতা
থেকে সৃষ্টি হয়।
- ব্যক্তির
ব্যক্তিজীবন তার মূল্যবোধ দ্বারাই প্রভাবিত হয়।
• সামাজিক
মূল্যবোধ:
- বড়দের
সম্মান করা, সহনশীলতা, দানশীল হওয়া, আতিথেয়তা ইত্যাদি হচ্ছে
সামাজিক মূল্যবোধ ।
• ধর্মীয়
মূল্যবোধ:
- ধর্মীয়
অনুশীলন এবং নির্দেশনায় গড়ে ওঠা সামগ্রিক বিশ্বাস, আদর্শ, সমাজ ও মানুষের প্রতি
দৃষ্টিভঙ্গি, দর্শন, রীতি-নীতি ইত্যাদি মিলিয়ে ধর্মীয় মূল্যবোধ তৈরি হয়।
• পেশাগত মূল্যবোধ:
- পেশাগত মূল্যবোধ হলো, ব্যক্তির মূল্য ও
মর্যাদার স্বীকৃতি।
- ব্যক্তিত্বের
ধরন, আগ্রহ ও কাজ- সম্পর্কিত মূল্যবোধ প্রভৃতি একজন
ব্যক্তির পেশাগত মূল্যবোধে প্রভাব বিস্তার করে।
- পেশা
বাছাইয়ের ক্ষেত্রেও এ মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

0
Updated: 12 hours ago
বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে সুশাসনের বড় অন্তরায় নিম্নের কোনটি?
Created: 12 hours ago
A
প্রাকৃতিক সম্পদের অভাব
B
দুর্নীতি
C
আমলাতন্ত্র
D
রাজনীতি
দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা (Failure
to Control Corruption):
- বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে সুশাসনের বড় অন্তরায় হলো দুর্নীতি।
- দুর্নীতির
রাহুগ্রাস এসব রাষ্ট্রের প্রাণশক্তিকে নিঃশেষ করে ফেলছে।
- দুর্নীতির
কারণে সম্পদের অপচয় হয়, বন্টনে অসমতা সৃষ্টি হয়
এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটে।
- UNCAC-এর ভূমিকায় বলা হয়েছে যে,
"দুর্নীতি
সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে বিঘ্নিত করে। কারণ এর মাধ্যমে
ব্যক্তি ও প্রতিষ্ঠানের নৈতিকতা বিনষ্ট হয়, ন্যায়বিচার ও সবার সমান
অধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা হুমকির মুখে পড়ে।"
- অধিকাংশ
রাষ্ট্রেই দুর্নীতি দমন কমিশন বা ব্যুরো নামক প্রতিষ্ঠান থাকলেও সেগুলো স্বাধীন ও
কর্মতৎপর নয়।

0
Updated: 12 hours ago
নিম্নোক্ত কোনটি নৈতিক অবধারণের ভিত্তি হিসেবে পরিচিত?
Created: 12 hours ago
A
রাজনৈতিক
B
সামাজিক
C
অর্থনৈতিক
D
পারিবারিক
নৈতিক অবধারণের ভিত্তি হল সামাজিক।
নৈতিকতা অবধারণ:
- নৈতিকতা কতগুলো নৈতিক অবধারণের মাধ্যমে প্রকাশ পায়।
- একে অনেকে মূল্যবোধক অবধারণ, আদর্শমূলক অবধারণও বলে থাকেন।
- নৈতিক অবধারণে আমরা নৈতিক আচরণ বা আচরণকারীর ওপর কোন নৈতিক গুণ, বাধ্যবাধকতা,
দায়িত্ব ইত্যাদি অথবা ইত্যাদির অভাব আরোপ করি।
- নৈতিক অবধারণের আর একটি বৈশিষ্ট্য এই যে, এ কিছু নীতি,
আদর্শ বা সদ্গুণের সঙ্গে যুক্ত।
• নৈতিক অবধারণের প্রকার:
- নৈতিক অবধারণ বিভিন্ন প্রকার হতে পারে।
- নৈতিক নীতিগুলো সাধারণ নৈতিক অবধারণ হিসেবে বিশেষভাবে পরিচিত।
- গুরুত্বপূর্ণ যে দু'ধরনের নৈতিক অবধারণ রয়েছে তাদেরকে বলা যেতে পারে: (১)
বাধ্যতামূলক নৈতিক অবধারণ ও (২) মূল্যবোধক নৈতিক অবধারণ।
• বাধ্যতামূলক অবধারণ বলতে বুঝায়, ঐসব অবধারণ
যাতে কোন বিশেষ কাজকে আমরা নৈতিকভাবে যথোচিত, অযথোচিত,
বাধ্যতামূলক, কর্তব্য ইত্যাদি বলে আখ্যায়িত করি; অথবা তা করা
উচিত কি অনুচিত তা বলি।
• নৈতিক মূল্যবোধক অবধারণে আমরা কোন কাজ সম্পর্কে কথা বলি না, বরং কোন
ব্যক্তি অথবা তার প্রেষণা, অভিপ্রায়, চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে কথা বলি এবং আমরা যা
বলি তাতে যে শব্দগুলি ব্যবহার করি তা হচ্ছে নৈতিকভাবে ভাল-মন্দ, সৎ বা অসৎ গুণ
সম্পন্ন, দায়িত্বপূর্ণ, নিন্দাহ, সাধুসুলভ,
ঘৃণ্য ইত্যাদি।

0
Updated: 12 hours ago
নিম্নের কোনটি নাগরিকের সামাজিক অধিকার হিসেবে বিবেচিত?
Created: 12 hours ago
A
সরকারি চাকুরি
B
দায়মুক্তি
C
সম্পত্তি ভোগ
D
বিদেশে নিরাপত্তা লাভ
• সামাজিক অধিকার:
- সমাজে
সুন্দরভাবে সুখ-শান্তিতে বসবাসের জন্য নাগরিকগণ যেসব অধিকার ভোগ করে, সেগুলোকে সামাজিক অধিকার ভোগ বলে।
যেমন -
→ জীবন রক্ষা,
→ মত প্রকাশ,
→ চলাফেরা,
→ বিনা বিচারে আটক না হওয়া,
→ সংঘবদ্ধ হওয়া,
→ সভা-সমিতি,
→ চুক্তি স্থাপন,
→ সম্পত্তি ভোগ,
→ আইনের চোখে সমতা লাভ,
→ শিক্ষা লাভ,
→ সংবাদপত্রের স্বাধীনতা,
→ পরিবার গঠন,
→ নিজ-নিজ সংস্কৃতি ও ভাষা চর্চার অধিকার।
- সভ্য
জীবন-যাপনের জন্য এসব অধিকার নাগরিকের জন্য অপরিহার্য।

0
Updated: 12 hours ago