নিম্নের কে সর্বপ্রথম আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য নির্দেশ করেন?
A
ইমানুয়েল কান্ট
B
নিকোলো ম্যাকিয়াভেলি
C
এরিস্টটল
D
জেরেমি বেন্থাম
উত্তরের বিবরণ
নিকোলা ম্যাকিয়াভেলি তার ‘দ্য প্রিন্স’ গ্রন্থে সর্বপ্রথম আইন ও নৈতিকতার
মধ্যে পার্থক্য নির্দেশ করেন।
নিকোলো ম্যাকিয়াভেলি:
- নিকোলো
ম্যাকিয়াভেলি ১৪৫৯ সালের ৩ মে ইতালির ফ্লোরেন্সে এক অ্যাটর্নির ঘরে জন্মগ্রহণ
করেন। ১৫২৭ সালে ইতালির ফ্লোরেন্সে তিনি মারা যান।
- ইতালীয়
রাষ্ট্রদার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলিকে 'জাতীয় রাষ্ট্রের' প্রবক্তা বা স্বপ্নদ্রষ্টা বলা হয়।
- আইন ও নৈতিকতার মধ্যে সর্বপ্রথম পার্থক্য নির্ণয় করেন।

0
Updated: 12 hours ago
বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে সুশাসনের বড় অন্তরায় নিম্নের কোনটি?
Created: 12 hours ago
A
প্রাকৃতিক সম্পদের অভাব
B
দুর্নীতি
C
আমলাতন্ত্র
D
রাজনীতি
দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা (Failure
to Control Corruption):
- বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে সুশাসনের বড় অন্তরায় হলো দুর্নীতি।
- দুর্নীতির
রাহুগ্রাস এসব রাষ্ট্রের প্রাণশক্তিকে নিঃশেষ করে ফেলছে।
- দুর্নীতির
কারণে সম্পদের অপচয় হয়, বন্টনে অসমতা সৃষ্টি হয়
এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটে।
- UNCAC-এর ভূমিকায় বলা হয়েছে যে,
"দুর্নীতি
সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে বিঘ্নিত করে। কারণ এর মাধ্যমে
ব্যক্তি ও প্রতিষ্ঠানের নৈতিকতা বিনষ্ট হয়, ন্যায়বিচার ও সবার সমান
অধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা হুমকির মুখে পড়ে।"
- অধিকাংশ
রাষ্ট্রেই দুর্নীতি দমন কমিশন বা ব্যুরো নামক প্রতিষ্ঠান থাকলেও সেগুলো স্বাধীন ও
কর্মতৎপর নয়।

0
Updated: 12 hours ago
নিম্নোক্ত কোনটি গণতন্ত্রের পূর্বশর্ত হিসেবে পরিচিত?
Created: 12 hours ago
A
আইনের শাসন
B
ভ্রাতৃত্ব
C
সাম্য
D
স্বাধীনতা
আইনের শাসন:
- গণতান্ত্রিক
রাষ্ট্রে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
- ব্যক্তি
স্বাধীনতা, সাম্য ও অধিকার রক্ষার
জন্য আইনের শাসন অপরিহার্য।
- আইনের শাসন গণতন্ত্রের পূর্বশর্ত।
- আইনের
শাসন প্রতিষ্ঠিত হলে ব্যক্তি তার-মাজিক মর্যাদা খুঁজে পাবে এবং অধিকার ও কর্তব্য
সম্পর্কে নিশ্চিত হবে।

0
Updated: 12 hours ago
'The Ethics of Ambiguity' বইটি কে লিখেছেন?
Created: 12 hours ago
A
বাট্রান্ড রাসেল
B
এরিস্টটল
C
সিমোন ডি বোভোয়ার
D
ইমানুয়েক কান্ট
সিমোন ডি বোভোয়ার:
- ঔপন্যাসিক, নাট্যকার এবং দার্শনিক সিমোন ডি বোভোয়ার ছিলেন
আধুনিক ফ্রান্সের সবচেয়ে বিশিষ্ট নারী লেখিকা।
- ফরাসি
অস্তিত্ববাদের একজন শীর্ষস্থানীয় প্রবক্তা
- তিনি লিখেছেন - The
Ethics of Ambiguity, The Coming of Age।
এছাড়াও,
বাট্রান্ড রাসেল রচিত
উল্লেখযোগ্য কিছু গ্রন্থ -
• The Elements of Ethics,
• Human Society in Ethics and Politics,
• Moral and others,
• Power: A New Social Analysis,
• Political Ideals,
• Introduction to Mathematical Philosophy etc.
এরিস্টটল রচিত অন্যান্য
বিখ্যাত গ্রন্থসমূহ-
- Eudemian Ethics- নৈতিকতা সম্পর্কিত আরও একটি বই, যা নিকোমেকিয়ান এথিকসের সাথে সম্পর্কিত।
- Politics - গ্রন্থে আদর্শ সমাজব্যবস্থা ও রাজনৈতিক কাঠামো নিয়ে আলোচনা করেন।
- Metaphysica বা Metaphysics- গ্রন্থে বাস্তবতার মূল
স্বভাব এবং সত্তার প্রকৃতি নিয়ে আলোচনা করেন।

0
Updated: 12 hours ago