Which saint’s confession is paired with Buddha’s Fire Sermon in the poem "The Waste Land"?
A
St. Augustine
B
St. Paul
C
St. Francis
D
St. Jerome
উত্তরের বিবরণ
Eliot “To Carthage then I came” লাইনটি Augustine–এর সাথে Buddha–র Fire Sermon জুড়ে দিয়েছেন "The Waste Land" কবিতায় । দুজনেই কামনা আর ভোগের আগুন নিয়ে কথা বলেছেন। Eliot এই সংযোগ ব্যবহার করে পূর্ব ও পশ্চিমের আধ্যাত্মিক মিল তুলে ধরেছেন।

0
Updated: 12 hours ago
What refrain in a pub scene shows women’s chatter in the poem "The Waste Land"?
Created: 10 hours ago
A
“We shall drink all night”
B
“Bring another glass of wine”
C
“Sing for us loudly again”
D
“Hurry up please it’s time”
"The Waste Land" কবিতায় “A Game of Chess” অংশে মহিলারা পাবের ভেতর বারবার বলে — “Hurry up please it’s time।” এটি কেবল দোকান বন্ধের সময়ের ঘোষণা হলেও Eliot এটিকে প্রতীক করেছেন আধুনিক সমাজের যান্ত্রিক পুনরাবৃত্তির।
জীবনের প্রতিটি মুহূর্ত সময়ের চাপে বেঁধে দেওয়া, কোনো আবেগ নেই। এটি আধুনিক জীবনের শূন্যতা ও ক্লান্তি প্রকাশ করে।

0
Updated: 10 hours ago
What symbol of waste is linked with the Thames in “The Fire Sermon” in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Empty bottles and sandwich papers
B
Rusted swords and shields
C
Dead fish and broken nets
D
Burning wood and ashes
Thames–এর তীরে Eliot আবর্জনার উল্লেখ করেছেন — ফাঁকা বোতল, স্যান্ডউইচের কাগজ ইত্যাদি। এগুলো আধুনিক জীবনের ভোগবাদী অভ্যাসের প্রতীক। যেখানে নদী একসময় পবিত্র ছিল, এখন সেখানে কেবল বর্জ্য জমে আছে। Eliot এখানে নৈতিক অবক্ষয় ও পরিবেশ দূষণকে একসাথে প্রতীকীভাবে তুলে ধরেছেন।

1
Updated: 1 week ago
What phrase shows Prufrock’s lack of heroic aspiration in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 2 days ago
A
“I am no prophet—and here’s no great matter”
B
“I am no warrior—and here’s no great battle”
C
“I am no singer—and here’s no great song”
D
“I am no sailor—and here’s no great sea”
Prufrock নিজের গুরুত্বকে ছোট করে দেখে। সে বলে, সে কোনো নবী নয়, আর তার কথাও কোনো মহান বিষয় নয়। এই লাইন তার আত্ম-অবমূল্যায়ন প্রকাশ করে।
Eliot দেখিয়েছেন, আধুনিক মানুষ নিজেকে বড় করে দেখতে পারে না। সে ভাবে, তার কোনো মহান দায়িত্ব নেই, তাই সে সাহসী কাজও করবে না।

0
Updated: 2 days ago