What biblical river of forgetfulness is referenced in the poem "The Waste Land"?
A
Lethe
B
Jordan
C
Nile
D
Tiber
উত্তরের বিবরণ
"The Waste Land"- এ Eliot Lethe নদীর উল্লেখ করেছেন, যা গ্রিক পুরাণে ভোলার নদী। মৃত আত্মারা এই নদী পেরোলে তাদের অতীত ভুলে যেত। Waste Land–এ Lethe প্রতীক আধুনিক মানুষের স্মৃতি হারানো এবং নৈতিক ভোলাভাবের। মানুষ অতীতের শিক্ষা ভুলে গেছে।

0
Updated: 12 hours ago
What type of structure binds the five parts of the poem "The Waste Land"?
Created: 9 hours ago
A
Collage of voices and myths
B
Epic unity of one hero
C
Romantic narrative of love
D
Comic satire of society
"The Waste Land" কবিতার কাঠামো হলো একধরনের কোলাজ। বিভিন্ন চরিত্র, মিথ, কণ্ঠ একসাথে মিশে গেছে। কোনো একক নায়ক নেই, বরং ভাঙা অংশগুলো মিলেই কবিতা তৈরি হয়েছে। Eliot এই কৌশল ব্যবহার করেছেন আধুনিকতার বিভক্ত বাস্তব বোঝাতে।

0
Updated: 9 hours ago
What disturbing image does Eliot use to describe the evening spread out against the sky in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
An etherised patient
B
A shattered mirror
C
A bleeding soldier
D
A fallen angel
সন্ধ্যার আকাশকে Eliot তুলনা করেছেন “a patient etherised upon a table”–এর সাথে। এটি একেবারেই অপ্রচলিত উপমা। সাধারণত কবিরা আকাশকে সুন্দর বা রোমান্টিকভাবে বর্ণনা করেন, কিন্তু Eliot ইচ্ছাকৃতভাবে ভয়ানক এবং অস্বস্তিকর চিত্র ব্যবহার করেছেন।
Etherised patient মানে হলো এমন একজন ব্যক্তি যাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে, ফলে সে অচেতন ও নড়াচড়া করতে অক্ষম। এই চিত্রের মাধ্যমে Eliot আধুনিক সভ্যতার অসাড়তা, হতাশা ও প্রাণহীন অবস্থা বোঝাতে চেয়েছেন।
আকাশের মতো মহৎ কিছুকেও তিনি নিস্তেজ রোগীর মতো দেখিয়েছেন, যা এক গভীর অস্তিত্ব সংকটের প্রতীক।

0
Updated: 1 week ago
What poetic technique dominates “The Waste Land”?
Created: 9 hours ago
A
Rhyme and meter
B
Pastoral description
C
Epic invocation
D
Allusion and fragmentation
Eliot "The Waste Land" কবিতায় অসংখ্য সাহিত্য, ধর্ম ও পুরাণের উদ্ধৃতি দিয়েছেন। এগুলো fragment আকারে এসেছে। এতে আধুনিক সভ্যতার ভাঙাচোরা অবস্থা প্রতিফলিত হয়েছে। Allusion এবং fragmentation–ই কবিতার মূল কৌশল।

0
Updated: 9 hours ago