What biblical river of forgetfulness is referenced in the poem "The Waste Land"?
A
Lethe
B
Jordan
C
Nile
D
Tiber
উত্তরের বিবরণ
"The Waste Land"- এ Eliot Lethe নদীর উল্লেখ করেছেন, যা গ্রিক পুরাণে ভোলার নদী। মৃত আত্মারা এই নদী পেরোলে তাদের অতীত ভুলে যেত। Waste Land–এ Lethe প্রতীক আধুনিক মানুষের স্মৃতি হারানো এবং নৈতিক ভোলাভাবের। মানুষ অতীতের শিক্ষা ভুলে গেছে।
0
Updated: 1 month ago
What type of chess imagery is used in the second section of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Women’s sterile luxury
B
Soldiers’ battle strategy
C
Kings’ heroic moves
D
Children’s playful game
“A Game of Chess” অংশে একজন নারীর বিলাসবহুল সাজঘর বর্ণনা করা হয়েছে। সাজঘরটি জাঁকজমকপূর্ণ হলেও আবেগহীন। Chess এখানে প্রতীক হয়েছে সম্পর্কের কৌশল, যেখানে আবেগ নেই, আছে শুধু হিসাব। Eliot দেখিয়েছেন আধুনিক প্রেম কিভাবে ভোগবাদী ও প্রাণহীন হয়ে উঠেছে।
0
Updated: 1 month ago
Which literary device dominates The Waste Land?
Created: 1 month ago
A
Simple narrative
B
Traditional rhyme scheme
C
Stream of consciousness and fragmentation
D
Allegorical storytelling
The Waste Land এ Eliot ব্যবহার করেছেন fragmentation এবং stream of consciousness, যা আধুনিকতার বিভ্রান্তি এবং অস্থিরতা প্রতিফলিত করে। গল্পটি রৈখিক নয়; বরং বিভিন্ন চরিত্র, সময় এবং স্থানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এটি পাঠককে আধুনিক জীবনের অস্থিরতা এবং মানসিক বিভ্রান্তির সঙ্গে পরিচয় করায়।
0
Updated: 1 month ago
Which phrase conveys Prufrock’s sense of wasted time in meaningless talk in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“To prepare a face to meet the faces that you meet”
B
“To chase the winds along the barren street”
C
“To drink the endless wine of sorrow”
D
“To dance beneath the silver moon”
এই লাইনটি Prufrock–এর জীবনের ভণ্ডামি ও নাটকীয়তা বোঝায়। সে প্রতিদিন একটি মুখোশ পরে সমাজে যায়, যাতে অন্যদের সাথে মানিয়ে চলতে পারে। এটি আসল অনুভূতি লুকিয়ে রাখার প্রতীক। আধুনিক মানুষ প্রতিদিন ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন মুখ বানিয়ে নেয়, কিন্তু ভেতরে সে শূন্য থেকে যায়।
Eliot এই লাইন দিয়ে সামাজিক ভণ্ডামি, কৃত্রিমতা এবং অর্থহীন আলাপচারিতার ছবি এঁকেছেন। Prufrock মনে করে, তার পুরো জীবন এই “মুখ বানানো” কাজেই নষ্ট হয়ে গেছে।
0
Updated: 1 month ago