What line describes the crowd flowing over London Bridge in the poem "The Waste Land"?
A
“I had not thought death had undone so many”
B
“The bridge was crowded with joy and laughter”
C
“The people danced along the narrow path”
D
“The river sang beneath the heavy stone”
উত্তরের বিবরণ
Eliot লন্ডনের ভিড় দেখে Dante–র Inferno থেকে লাইন নিয়েছেন — “I had not thought death had undone so many।” যা "The Waste Land" কবিতার অংশ। মানুষ জীবন্ত হলেও মৃতদের মতো মনে হয়। এই লাইন শহরের যান্ত্রিকতা আর যুদ্ধোত্তর হতাশা ফুটিয়ে তোলে।
0
Updated: 1 month ago
What does the “Waste Land” symbolise in the poem The Waste Land?
Created: 1 month ago
A
The spiritual and cultural barrenness of modern society
B
A fertile land ready for cultivation
C
A place of joy and abundance
D
A literal desert
The Waste Land কবিতায়, “Wasteland” আধুনিক সমাজের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক শূন্যতার প্রতীক। কবি দেখিয়েছেন যে, যুদ্ধ, অহংকার, এবং সভ্যতার পতনের কারণে মানুষের আধ্যাত্মিক শক্তি ক্ষয় হয়েছে। Wasteland শুধু শারীরিক বা ভূগোলগত নয়, বরং মানসিক ও সামাজিক শূন্যতার প্রতীক।
0
Updated: 1 month ago
What kind of evening atmosphere does Eliot describe with fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Restless and suffocating
B
Bright and cheerful
C
Cold and festive
D
Calm and clear
হলুদ কুয়াশা শহরের ওপর এমনভাবে ছড়িয়ে পড়ে যে পরিবেশটা অস্থির এবং দমবন্ধ হয়ে আসে। Eliot এর বর্ণনায় দেখা যায় কুয়াশা জানালায় ঘষে, ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে। এই দৃশ্য শহরের দমবন্ধ পরিবেশকে প্রকাশ করে, যেখানে মানুষও মানসিকভাবে চাপে আছে।
Prufrock নিজেকে এমন এক ক্লান্ত পরিবেশের মধ্যে খুঁজে পায়, যা তার ভেতরের হতাশা আর উদ্বেগকে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago
What myth is evoked through the drowning of Phlebas in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Death and rebirth cycle
B
Creation of the world
C
Descent into Hades
D
Marriage of the gods
Phlebas the Phoenician ডুবে মারা যায়, কিন্তু তার মৃত্যু সময় ও জীবনের চক্রের অংশ। Eliot এই কাহিনি ব্যবহার করেছেন মৃত্যু ও পুনর্জন্মের প্রতীক হিসেবে। যদিও Phlebas ধ্বংস হয়ে গেছে, তার মধ্য দিয়েই বোঝানো হয়েছে যে মৃত্যু আসলে জীবনের অপরিহার্য ধাপ।
0
Updated: 1 month ago