What German composer is referenced in “The Waste Land”?
A
Richard Wagner
B
Ludwig van Beethoven
C
Johann Sebastian Bach
D
Franz Schubert
উত্তরের বিবরণ
Wagner–এর Tristan und Isolde থেকে লাইন উদ্ধৃত হয়েছে। অপেরাটি ভালোবাসা ও মৃত্যুর কাহিনি। Eliot এই অপেরা ব্যবহার করেছেন আধুনিক প্রেমের ব্যর্থতা বোঝাতে। রোমান্টিক সঙ্গীত Waste Land–এর শূন্যতার প্রেক্ষিতে ব্যঙ্গাত্মক হয়ে ওঠে। যা "The Waste Land" কবিতার অংশ।
0
Updated: 1 month ago
What is the significance of the “yellow fog” in T. S. Eliot’s poem “The Love Song of J. Alfred Prufrock”?
Created: 1 month ago
A
It signifies romantic desire
B
It represents clarity and enlightenment
C
It symbolises urban decay and moral ambiguity
D
It is a literal weather phenomenon
The Love Song of J. Alfred Prufrock কবিতায় “yellow fog” শহরের অবক্ষয়, নৈতিক অস্পষ্টতা এবং আধুনিক জীবনের অস্থিরতা প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
কবি Eliot ধোঁয়ার মাধ্যমে নগরের এক নিঃসঙ্গ এবং বিষণ্ণ পরিবেশ চিত্রিত করেছেন, যা প্রুফ্রকের অস্থিরতা এবং আতঙ্কের সঙ্গে সম্পর্কিত। এই ধোঁয়া তাকে নিজের মানসিক বিভ্রান্তি এবং অনিশ্চয়তার মধ্যে আরও আটকে রাখে।
1
Updated: 1 month ago
What figure asks, “Shall I at least set my lands in order in the poem 'The Waste Land'?”
Created: 1 month ago
A
A dying king
B
A lost sailor
C
A wandering prophet
D
A blind beggar
"The Waste Land" কবিতার শেষে একজন রাজা মৃত্যুর আগে ভাবে — অন্তত তার জমি গোছাবে। এটি Fisher King মিথের প্রতিফলন। Eliot এখানে দেখিয়েছেন, রাজা যেমন মৃত্যুর সামনে অক্ষম, আধুনিক মানুষও জীবনের অর্থ গোছাতে পারে না।
0
Updated: 1 month ago
What nursery rhyme concludes with London Bridge the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
“London Bridge is falling”
B
“Ring a Ring o’ Roses”
C
“Jack and Jill”
D
“Humpty Dumpty”
“The Waste Land” কবিতায় Eliot শেষে শিশুতোষ গান এনেছেন — “London Bridge is falling down।” এখানে শহরের পতন বোঝানো হয়েছে। Nursery rhyme–এর নির্দোষ সুর আধুনিক সভ্যতার পতনের সাথে মিশে ভয়ানক হয়ে ওঠে।
0
Updated: 1 month ago