What German composer is referenced in “The Waste Land”?
A
Richard Wagner
B
Ludwig van Beethoven
C
Johann Sebastian Bach
D
Franz Schubert
উত্তরের বিবরণ
Wagner–এর Tristan und Isolde থেকে লাইন উদ্ধৃত হয়েছে। অপেরাটি ভালোবাসা ও মৃত্যুর কাহিনি। Eliot এই অপেরা ব্যবহার করেছেন আধুনিক প্রেমের ব্যর্থতা বোঝাতে। রোমান্টিক সঙ্গীত Waste Land–এর শূন্যতার প্রেক্ষিতে ব্যঙ্গাত্মক হয়ে ওঠে। যা "The Waste Land" কবিতার অংশ।

0
Updated: 12 hours ago
What kind of evening atmosphere does Eliot describe with fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
Restless and suffocating
B
Bright and cheerful
C
Cold and festive
D
Calm and clear
হলুদ কুয়াশা শহরের ওপর এমনভাবে ছড়িয়ে পড়ে যে পরিবেশটা অস্থির এবং দমবন্ধ হয়ে আসে। Eliot এর বর্ণনায় দেখা যায় কুয়াশা জানালায় ঘষে, ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে। এই দৃশ্য শহরের দমবন্ধ পরিবেশকে প্রকাশ করে, যেখানে মানুষও মানসিকভাবে চাপে আছে।
Prufrock নিজেকে এমন এক ক্লান্ত পরিবেশের মধ্যে খুঁজে পায়, যা তার ভেতরের হতাশা আর উদ্বেগকে প্রতিফলিত করে।

0
Updated: 1 week ago
What plant image represents renewal and fertility in the poem "The Waste Land"?
Created: 12 hours ago
A
Lilacs
B
Hyacinths
C
Roses
D
Olives
"The Waste Land" কবিতায় Hyacinth ফুলের উল্লেখ আছে, যা প্রেম, মৃত্যু ও পুনর্জন্মের প্রতীক। Hyacinth–এর মাধ্যমে Eliot একদিকে প্রাচীন মিথের রেফারেন্স এনেছেন, অন্যদিকে আধুনিক জীবনের আধ্যাত্মিক তৃষ্ণা প্রকাশ করেছেন। ফুলটি বসন্তের সঙ্গে যুক্ত হলেও Eliot সেটিকে আনন্দের বদলে দুঃখ আর শূন্যতার প্রতীক করেছেন।

0
Updated: 12 hours ago
What body part does Prufrock mention being pinned and wriggling under others’ eyes in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
An insect
B
A fish
C
A mouse
D
A frog
Prufrock নিজেকে তুলনা করে এক ধরনের পতঙ্গের সাথে, যাকে পিন দিয়ে দেয়ালে আটকানো হয়। সে ভাবে, অন্যদের চোখের সামনে সে এমন এক পতঙ্গের মতো কুঁকড়ে থাকবে।
এই চিত্রকল্প আধুনিক মানুষের সামাজিক ভীতি ও অসহায়তাকে প্রকাশ করে। একটি পতঙ্গ যখন আটকে থাকে, তখন তার কোনো স্বাধীনতা থাকে না, কেবল সংগ্রাম করে।
Eliot এই ছবির মাধ্যমে দেখিয়েছেন, Prufrock কেমন করে সমাজের চোখের সামনে নিজেকে অসহায়, লজ্জিত এবং পরাধীন মনে করে। এটি তার আত্ম-সন্দেহের প্রতীক।

0
Updated: 1 week ago