What river is described as polluted with detritus of modern life in the poem "The Waste Land"?
A
The Thames
B
The Rhine
C
The Seine
D
The Nile
উত্তরের বিবরণ
“The Waste Land” কবিতায় Thames নদীকে Eliot দূষিত অবস্থায় বর্ণনা করেছেন। নদীর তীরে ফাঁকা বোতল, স্যান্ডউইচ কাগজ, সিগারেটের বাট পড়ে আছে। এটি আধুনিক জীবনের নৈতিক পতনের প্রতীক। নদী যেমন একসময় পবিত্র ছিল, এখন তা দূষিত। সমাজও তেমনি আধ্যাত্মিকভাবে দূষিত।
0
Updated: 1 month ago
What tone dominates Prufrock’s reflections on social interaction in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Irony and frustration
B
Joy and optimism
C
Rage and rebellion
D
Wonder and excitement
Prufrock মানুষের সাথে মেশার কথা বলতে গিয়ে এক ধরনের ব্যঙ্গ আর হতাশা প্রকাশ করে। সে জানে, সামাজিক অনুষ্ঠানে মানুষ শুধু উপরের দিকের কথাবার্তাই বলে। এ ধরনের আলাপচারিতা তাকে একঘেয়ে এবং ফাঁপা মনে হয়।
Eliot এই ব্যঙ্গাত্মক সুর ব্যবহার করে আধুনিক সমাজের শূন্যতা তুলে ধরেছেন। Prufrock–এর চোখে সামাজিক যোগাযোগ আসলে ব্যর্থতা আর কৃত্রিমতায় ভরা, যা তাকে আরও বিচ্ছিন্ন করে তোলে।
0
Updated: 1 month ago
What is Prufrock’s main emotional conflict in the poem The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 month ago
A
Choosing between two romantic partners
B
Desire for wealth over love
C
Fear of ageing and social judgment
D
Ambition for professional success
The Love Song of J. Alfred Prufrock কবিতায়, প্রুফ্রকের প্রধান মানসিক দ্বন্দ্ব হলো তার বার্ধক্য এবং সামাজিক বিচার নিয়ে উদ্বেগ। সে নিজের জীবন, আবেগ এবং সামাজিক অবস্থান নিয়ে গভীর অনিশ্চয়তা অনুভব করে।
প্রুফ্রক বার্ধক্য, প্রেমের সুযোগ হারানো এবং সমাজের সমালোচনার ভয় নিয়ে ভীত, যা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আত্ম-প্রকাশকে সীমাবদ্ধ করে। কবি Eliot আধুনিক মানুষের আতঙ্ক এবং অন্তর্দ্বন্দ্বের এক চিত্র তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
What ancient religion influences Eliot’s view of fire and desire in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Buddhism
B
Hinduism
C
Judaism
D
Islam
"The Waste Land" কবিতায় Buddha–র “Fire Sermon” থেকে Eliot অনুপ্রাণিত। সেখানে বলা হয়েছিল, সব ইন্দ্রিয় কামনার আগুনে জ্বলছে। Eliot আধুনিক যৌনতা ও ভোগবাদকে সেই আগুনের প্রতীক করেছেন। Buddhist শিক্ষা তাকে আধ্যাত্মিক বিকল্প দিয়েছে।
0
Updated: 1 month ago