Which sound of birds appears in “What the Thunder Said” of the poem "The Waste Land"?
A
The cocks crow
B
The eagle’s scream
C
The sparrow’s chirp
D
The raven’s call
উত্তরের বিবরণ
"The Waste Land" -এ “What the Thunder Said” অংশে মোরগের ডাক এসেছে। মোরগ সাধারণত সকাল বা নতুন দিনের প্রতীক। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন আধ্যাত্মিক জাগরণের সম্ভাবনা বোঝাতে। যদিও Waste Land হতাশাজনক, তবুও মোরগের ডাক আশা আনে।
0
Updated: 1 month ago
What small gesture symbolises Prufrock’s nervous hesitation in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“The dropping of a question on your plate”
B
“The writing of a letter on the wall”
C
“The whispering of a word in the wind”
D
“The waving of a hand in the air”
Prufrock ভাবে, যদি সে কারো সামনে প্রশ্ন রাখে, সেটি হবে যেন কারো প্লেটে হঠাৎ কিছু ফেলে দেওয়ার মতো। এটি তার নার্ভাসনেস ও ভয় প্রকাশ করে। Eliot এই ছোট অঙ্গভঙ্গির মাধ্যমে দেখিয়েছেন, Prufrock–এর দ্বিধা কতটা তীব্র। তার কাছে ভালোবাসার প্রকাশও হয়ে ওঠে এক অস্বস্তিকর অঙ্গভঙ্গি।
0
Updated: 1 month ago
Which literary device dominates The Waste Land?
Created: 1 month ago
A
Simple narrative
B
Traditional rhyme scheme
C
Stream of consciousness and fragmentation
D
Allegorical storytelling
The Waste Land এ Eliot ব্যবহার করেছেন fragmentation এবং stream of consciousness, যা আধুনিকতার বিভ্রান্তি এবং অস্থিরতা প্রতিফলিত করে। গল্পটি রৈখিক নয়; বরং বিভিন্ন চরিত্র, সময় এবং স্থানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এটি পাঠককে আধুনিক জীবনের অস্থিরতা এবং মানসিক বিভ্রান্তির সঙ্গে পরিচয় করায়।
0
Updated: 1 month ago
What German composer is referenced in “The Waste Land”?
Created: 1 month ago
A
Richard Wagner
B
Ludwig van Beethoven
C
Johann Sebastian Bach
D
Franz Schubert
Wagner–এর Tristan und Isolde থেকে লাইন উদ্ধৃত হয়েছে। অপেরাটি ভালোবাসা ও মৃত্যুর কাহিনি। Eliot এই অপেরা ব্যবহার করেছেন আধুনিক প্রেমের ব্যর্থতা বোঝাতে। রোমান্টিক সঙ্গীত Waste Land–এর শূন্যতার প্রেক্ষিতে ব্যঙ্গাত্মক হয়ে ওঠে। যা "The Waste Land" কবিতার অংশ।
0
Updated: 1 month ago