What is the role of Tiresias in observing the typist’s scene in the poem "The Waste Land"?
A
Witness of both genders’ experience
B
Judge of moral righteousness
C
Narrator of historical truth
D
Prophet of divine punishment
উত্তরের বিবরণ
Tiresias–কে Eliot বলেছেন কবিতার কেন্দ্রীয় চরিত্র। সে একইসাথে পুরুষ ও নারীর অভিজ্ঞতা লাভ করেছে। তাই typist আর কেরানির যৌন সম্পর্ক দেখার ক্ষেত্রে সে উভয়ের অনুভূতি বুঝতে পারে।
Eliot Tiresias–এর মাধ্যমে আধুনিক যৌনতার শূন্যতা, আবেগহীনতা ও যান্ত্রিকতাকে তুলে ধরেছেন। Tiresias কেবল দর্শক নয়, বরং অভিজ্ঞতার সাক্ষী, যে সমাজের পতন স্পষ্টভাবে অনুভব করে।
0
Updated: 1 month ago
What Christian figure is briefly alluded to in “What the Thunder Said” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Christ at Emmaus
B
St. Peter
C
St. Augustine
D
Virgin Mary
Eliot Emmaus–এ যীশুর উপস্থিতির উল্লেখ করেছেন। এটি আশা ও পুনর্জন্মের প্রতীক। যদিও Waste Land হতাশাজনক, খ্রিষ্টের উপস্থিতি মানুষের আধ্যাত্মিক পুনর্জন্মের সম্ভাবনা বোঝায়। Eliot খ্রিষ্টধর্ম ও প্রাচ্য দর্শন একত্রে ব্যবহার করে মুক্তির ইঙ্গিত দিয়েছেন।
0
Updated: 1 month ago
Which figure is said to “walk once among you” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Buddha
B
Augustine
C
Christ
D
Ezekiel
"The Waste Land" কবিতার “What the Thunder Said” অংশে যীশুর Emmaus–এর যাত্রার উল্লেখ আছে। এটি আধুনিক হতাশার মাঝে আধ্যাত্মিক আশার প্রতীক। Eliot খ্রিষ্টধর্মকেও মুক্তির সম্ভাবনা হিসেবে ব্যবহার করেছেন।
0
Updated: 1 month ago
What weather condition mixes memory and desire in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Spring rain
B
Autumn wind
C
Winter snow
D
Summer storm
Eliot লিখেছেন, “Mixing memory and desire, stirring dull roots with spring rain.” এখানে বৃষ্টির চিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসন্তের বৃষ্টি মৃত শিকড়কে জাগিয়ে তোলে, কিন্তু সেই জাগরণ আনন্দ আনে না; বরং পুরোনো স্মৃতি ও দমিয়ে রাখা আকাঙ্ক্ষাকে ফিরিয়ে আনে।
Eliot–এর চোখে বসন্ত হলো যন্ত্রণার সময়। প্রকৃতির নবজাগরণ মানুষের ভেতরের ব্যর্থতা আর হতাশাকে আবার মনে করিয়ে দেয়। ফলে বৃষ্টি হয়ে ওঠে মিশ্র অনুভূতির প্রতীক।
0
Updated: 1 month ago