Which part of the poem "The Waste Land" has the typist and clerk episode?
A
The Fire Sermon
B
A Game of Chess
C
What the Thunder Said
D
The Burial of the Dead
উত্তরের বিবরণ
The Waste Land কবিতায় Typist আর কেরানির যৌন সম্পর্ক “The Fire Sermon”–এ এসেছে। Eliot দেখিয়েছেন এটি সম্পূর্ণ যান্ত্রিক, ভালোবাসাহীন। সম্পর্কগুলোতে আনন্দ নেই, কেবল শারীরিক প্রয়োজন আছে। এটি আধুনিক সম্পর্কের ভয়াবহ পতনের প্রতীক।
0
Updated: 1 month ago
What phrase shows Prufrock’s concern with outward appearance in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“My morning coat, my collar mounting firmly to the chin”
B
“My voice echoing across the hollow night”
C
“My shoes polished bright with silver light”
D
“My hat shading the weary eyes within”
Prufrock তার পোশাক ও সাজসজ্জা নিয়ে অতি সচেতন। সে ভাবে, তার morning coat আর collar মানুষ কীভাবে লক্ষ্য করবে। এই ক্ষুদ্র বাহ্যিকতা নিয়ে তার চিন্তা আসলে তার গভীর অনিশ্চয়তার প্রতীক।
জীবনের বড় প্রশ্ন থেকে দূরে সরে, সে ক্ষুদ্র বাহ্যিকতা নিয়েই ব্যস্ত হয়ে থাকে। Eliot এই চিত্র দিয়ে আধুনিক মানুষের ভেতরের ভঙ্গুরতা ও আত্মবিশ্বাসের অভাব তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
What river is described as polluted with detritus of modern life in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The Thames
B
The Rhine
C
The Seine
D
The Nile
“The Waste Land” কবিতায় Thames নদীকে Eliot দূষিত অবস্থায় বর্ণনা করেছেন। নদীর তীরে ফাঁকা বোতল, স্যান্ডউইচ কাগজ, সিগারেটের বাট পড়ে আছে। এটি আধুনিক জীবনের নৈতিক পতনের প্রতীক। নদী যেমন একসময় পবিত্র ছিল, এখন তা দূষিত। সমাজও তেমনি আধ্যাত্মিকভাবে দূষিত।
0
Updated: 1 month ago
What phrase shows Prufrock’s lack of heroic aspiration in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“I am no prophet—and here’s no great matter”
B
“I am no warrior—and here’s no great battle”
C
“I am no singer—and here’s no great song”
D
“I am no sailor—and here’s no great sea”
Prufrock নিজের গুরুত্বকে ছোট করে দেখে। সে বলে, সে কোনো নবী নয়, আর তার কথাও কোনো মহান বিষয় নয়। এই লাইন তার আত্ম-অবমূল্যায়ন প্রকাশ করে।
Eliot দেখিয়েছেন, আধুনিক মানুষ নিজেকে বড় করে দেখতে পারে না। সে ভাবে, তার কোনো মহান দায়িত্ব নেই, তাই সে সাহসী কাজও করবে না।
0
Updated: 1 month ago