What ancient religion influences Eliot’s view of fire and desire in the poem "The Waste Land"?
A
Buddhism
B
Hinduism
C
Judaism
D
Islam
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় Buddha–র “Fire Sermon” থেকে Eliot অনুপ্রাণিত। সেখানে বলা হয়েছিল, সব ইন্দ্রিয় কামনার আগুনে জ্বলছে। Eliot আধুনিক যৌনতা ও ভোগবাদকে সেই আগুনের প্রতীক করেছেন। Buddhist শিক্ষা তাকে আধ্যাত্মিক বিকল্প দিয়েছে।
0
Updated: 1 month ago
Who is associated with fertility and rebirth in The Waste Land?
Created: 1 month ago
A
Apollo
B
Orpheus
C
Prometheus
D
Adonis
টি. এস. এলিয়টের The Waste Land কবিতায় উর্বরতা ও পুনর্জন্মের প্রতীক হিসেবে Adonis-এর উল্লেখ বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রাচীন মিথ অনুযায়ী, তিনি এক “dying and reviving god” অর্থাৎ মৃত্যু ও পুনর্জন্মের দেবতা, যাঁর কাহিনি প্রকৃতির পুনর্জীবন ও উর্বরতার প্রতীক বহন করে।
Adonis প্রাচীন গ্রীক পুরাণে এমন এক দেবতা যিনি প্রতি বছর মারা যান ও পুনর্জীবিত হন—এই চক্র প্রকৃতির seasonal renewal বা ঋতুচক্রের প্রতীক।
-
The Waste Land-এর “The Burial of the Dead” অংশে তাঁর উল্লেখের মাধ্যমে Eliot আধুনিক সভ্যতার ‘spiritual sterility’ বা আত্মিক বন্ধ্যাত্বের বিপরীতে পুনর্জন্মের আশার ইঙ্গিত দেন।
-
এই প্রতীক দেখায় যে আধুনিক মানুষ প্রকৃতি ও জীবনের পুনর্নবীকরণের প্রাচীন মর্ম হারিয়ে ফেলেছে, যা Eliot পুনরায় স্মরণ করাতে চেয়েছেন Adonis-এর মিথের মাধ্যমে।
0
Updated: 1 month ago
In T. S. Eliot’s poem The Waste Land, what drowned sailor’s fate warns readers of mortality?
Created: 1 month ago
A
Phlebas
B
Hamlet
C
Eugenides
D
Tiresias
"The Waste Land" কবিতায় Phlebas the Phoenician ডুবে মারা যায়। তার মৃত্যু দেখায় যে ধন, যৌবন, ব্যবসা কোনো কিছুই মৃত্যুকে আটকাতে পারে না। Eliot পাঠকদের সতর্ক করেছেন যে সবাইকেই এই ভাগ্যের মুখোমুখি হতে হবে।
0
Updated: 1 month ago
What common London location is described in “The Fire Sermon” of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The Thames River
B
Hyde Park
C
St. Paul’s Cathedral
D
Trafalgar Square
“The Fire Sermon”–এ Thames নদীর বর্ণনা এসেছে। Eliot লিখেছেন, নদী একসময় পবিত্র ও সুন্দর ছিল, কিন্তু এখন তা দূষণ ও নোংরায় ভরে গেছে। এটি আধুনিক সমাজের দূষিত নৈতিকতার প্রতীক। Thames–এর পাশে যৌন সম্পর্কের শূন্যতা ও হতাশা ফুটে ওঠে।
0
Updated: 1 month ago