What ancient religion influences Eliot’s view of fire and desire in the poem "The Waste Land"?
A
Buddhism
B
Hinduism
C
Judaism
D
Islam
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় Buddha–র “Fire Sermon” থেকে Eliot অনুপ্রাণিত। সেখানে বলা হয়েছিল, সব ইন্দ্রিয় কামনার আগুনে জ্বলছে। Eliot আধুনিক যৌনতা ও ভোগবাদকে সেই আগুনের প্রতীক করেছেন। Buddhist শিক্ষা তাকে আধ্যাত্মিক বিকল্প দিয়েছে।

0
Updated: 12 hours ago
Which section describes a typist’s mechanical sexual encounter in the poem "The Waste Land"?
Created: 2 days ago
A
The Fire Sermon
B
A Game of Chess
C
What the Thunder Said
D
The Burial of the Dead
“The Fire Sermon”–এ typist আর একজন কেরানির যৌন সম্পর্ক বর্ণনা করা হয়েছে। এটি সম্পূর্ণ যান্ত্রিক, আবেগহীন। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক যৌনতা কেবল মেশিনের মতো কাজ হয়ে দাঁড়িয়েছে, যেখানে ভালোবাসা বা আবেগ নেই। এটি Waste Land–এর মূল প্রতীকী দৃশ্যগুলোর একটি।

0
Updated: 2 days ago
What plant image represents renewal and fertility in the poem "The Waste Land"?
Created: 12 hours ago
A
Lilacs
B
Hyacinths
C
Roses
D
Olives
"The Waste Land" কবিতায় Hyacinth ফুলের উল্লেখ আছে, যা প্রেম, মৃত্যু ও পুনর্জন্মের প্রতীক। Hyacinth–এর মাধ্যমে Eliot একদিকে প্রাচীন মিথের রেফারেন্স এনেছেন, অন্যদিকে আধুনিক জীবনের আধ্যাত্মিক তৃষ্ণা প্রকাশ করেছেন। ফুলটি বসন্তের সঙ্গে যুক্ত হলেও Eliot সেটিকে আনন্দের বদলে দুঃখ আর শূন্যতার প্রতীক করেছেন।

0
Updated: 12 hours ago
What marine image conveys Prufrock’s sense of alienation in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“A pair of ragged claws scuttling across the floors of silent seas”
B
“A school of dolphins rising in silver waves”
C
“A golden fish swimming in clear water”
D
“A pearl hidden deep in the ocean”
Prufrock মনে করে, সে মানুষের মতো জীবন্ত নয়, বরং সমুদ্রের তলায় একা ঘুরে বেড়ানো একটি কাঁকড়ার মতো। কাঁকড়া সাধারণত পিছিয়ে যায়, সামনে এগোয় না। Eliot এই প্রতীক ব্যবহার করে Prufrock–এর পশ্চাৎপদতা, দ্বিধা এবং বিচ্ছিন্নতা বোঝাতে চেয়েছেন। এটি তার সামাজিক ব্যর্থতা এবং আত্ম–সন্দেহের প্রতিফলন।

0
Updated: 1 week ago