What Christian figure is briefly alluded to in “What the Thunder Said” in the poem "The Waste Land"?
A
Christ at Emmaus
B
St. Peter
C
St. Augustine
D
Virgin Mary
উত্তরের বিবরণ
Eliot Emmaus–এ যীশুর উপস্থিতির উল্লেখ করেছেন। এটি আশা ও পুনর্জন্মের প্রতীক। যদিও Waste Land হতাশাজনক, খ্রিষ্টের উপস্থিতি মানুষের আধ্যাত্মিক পুনর্জন্মের সম্ভাবনা বোঝায়। Eliot খ্রিষ্টধর্ম ও প্রাচ্য দর্শন একত্রে ব্যবহার করে মুক্তির ইঙ্গিত দিয়েছেন।

0
Updated: 12 hours ago
What is the meaning of “Shantih” repeated at the end of the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Peace beyond understanding
B
Eternal fire of desire
C
Endless cycle of war
D
Silence of despair
শেষে Eliot লিখেছেন “Shantih shantih shantih।” এটি উপনিষদ থেকে নেওয়া, যার অর্থ এমন শান্তি যা মানুষের বোঝার বাইরে। Eliot কবিতার শেষে এই শব্দ ব্যবহার করেছেন, যাতে পাঠক আধ্যাত্মিক আশার দিকে তাকাতে পারে। ধ্বংস ও হতাশার মাঝেও শান্তির সম্ভাবনা থেকে যায়।

0
Updated: 1 week ago
Which poet is known for “The Waste Land”?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson

0
Updated: 1 month ago
What small gesture symbolises Prufrock’s nervous hesitation in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 2 days ago
A
“The dropping of a question on your plate”
B
“The writing of a letter on the wall”
C
“The whispering of a word in the wind”
D
“The waving of a hand in the air”
Prufrock ভাবে, যদি সে কারো সামনে প্রশ্ন রাখে, সেটি হবে যেন কারো প্লেটে হঠাৎ কিছু ফেলে দেওয়ার মতো। এটি তার নার্ভাসনেস ও ভয় প্রকাশ করে। Eliot এই ছোট অঙ্গভঙ্গির মাধ্যমে দেখিয়েছেন, Prufrock–এর দ্বিধা কতটা তীব্র। তার কাছে ভালোবাসার প্রকাশও হয়ে ওঠে এক অস্বস্তিকর অঙ্গভঙ্গি।

0
Updated: 2 days ago