নিম্নোক্ত কোন দেশটি মধ্য এশিয়ায় অবস্থিত?
A
তাইওয়ান
B
হংকং
C
কিরগিজস্তান
D
মঙ্গোলিয়া
উত্তরের বিবরণ
• মধ্য এশিয়া:
- মধ্য এশিয়ার দেশ ৫ টি। যথা:
- কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান,
তুর্কমেনিস্তান।
- অপরদিকে,
- হংকং, তাইওয়ান, মঙ্গোলিয়া হচ্ছে পশ্চিম এশিয়ার দেশ।

0
Updated: 12 hours ago
নিম্নোক্ত কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়?
Created: 12 hours ago
A
জীবন, সম্পদ এবং পরিবেশের ক্ষতির পরিমাণ হ্রাস করা
B
দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা
C
ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে ত্রাণ পৌছানো ও পুনর্বাসন নিশ্চিত করা
D
দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্ত জনগণকে শুধু পর্যবেক্ষণ করা
- 'দুর্যোগ পরবর্তী
ক্ষতিগ্রস্ত জনগণকে শুধু পর্যবেক্ষণ করা' দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়।
• দুর্যোগ
ব্যবস্থাপনা:
- দুর্যোগ
ব্যবস্থাপনা হচ্ছে এরূপ একটি ব্যবহারিক বিজ্ঞান।
- পর্যবেক্ষণ ও
বিশ্লেষণের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রস্তুতি এবং দুর্যোগে সাড়াদান ও পুনরুদ্ধার ইত্যাদি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম।
সার্বিক দুর্যোগ
ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ের কার্যক্রমকে বোঝায়।
• দুর্যোগ
ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো তিনটি :
১। দুর্যোগের
সময় জীবন, সম্পদ এবং
পরিবেশের যে ক্ষতি হয়ে থাকে তা এড়ানো বা ক্ষতির পরিমাণ হ্রাস করা;
২। প্রয়োজন
অনুযায়ী ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে অল্প সময়ে সকল প্রকার ত্রাণ পৌছানো ও
পুনর্বাসন নিশ্চিত করা এবং
৩। দুর্যোগ
পরবর্তী পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা।

0
Updated: 12 hours ago
বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত?
Created: 2 weeks ago
A
কর্ণফুলী
B
হালদা
C
সাঙ্গু
D
মাতামুহুরী
ভূগোল
নদী গবেষণা ইনস্টিটীউট
নদী সম্পর্কিত তথ্য
বিখ্যাত নদ-নদী খাল ও সমুদ্র বন্দর
ভূগোল ও পরিবেশ
ভূগোলের ধারণা
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র:
-
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র: হালদা নদী।
-
উৎপত্তি: খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ; কর্ণফুলীর উপনদী।
-
অবস্থান: চট্টগ্রাম জেলা; মৎস্য গবেষণা ইনস্টিটিউট ঘোষিত মৎস্য অভয়াশ্রম।
-
হালদা নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা।
-
বৈশিষ্ট্য: বিশ্বের একমাত্র জোয়ার-ভাটার নদী এবং এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র; সরাসরি রুই মাছের নিষিক্ত ডিম সংগ্রহ হয়।

0
Updated: 2 weeks ago
সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলা কোনটি?
Created: 6 days ago
A
সুনামগঞ্জ
B
ঢাকা
C
সিলেট
D
বরিশাল
বাংলাদেশের নদী ব্যবস্থা দেশের ভূগোল ও পানি সম্পদের গুরুত্বপূর্ণ অংশ।
-
সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত নদী: পদ্মা
-
জেলার সংখ্যা: ১২টি
-
-
সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী: মেঘনা
-
উপজেলার সংখ্যা: ৩৬টি
-
-
সবচেয়ে বেশি নদী প্রবাহিত বিভাগ: ঢাকা
-
নদীর সংখ্যা: ২২২টি
-
-
সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলা: সুনামগঞ্জ
-
নদীর সংখ্যা: ৯৭টি
-
তথ্যসূত্র:

0
Updated: 6 days ago