আগ্নেয় ও পাললিক শিলা রূপান্তরিত হয়ে নিম্নোক্ত কোন শিলা সৃষ্টি হয়?
A
আদি শিলা
B
স্তরীভূত শিলা
C
অস্তরীভূত শিলা
D
রূপান্তরিত শিলা
উত্তরের বিবরণ
রূপান্তরিত শিলা:
- ভূ-আন্দোলন, অগ্ন্যুৎপাত, ভূমিকম্পসহ অন্যান্য রাসায়নিক ক্রিয়ার ফলে আগ্নেয় ও
পাললিক শিলা অত্যধিক তাপ ও চাপে পরিবর্তিত হয়ে এক নতুন ধরনের শিলার সৃষ্টি করে,
যাকে রূপান্তরিত শিলা বলা হয়।
যেমন-কাঁদা রূপান্তরিত হয়ে স্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিসে পরিণত হয়।

0
Updated: 12 hours ago
"বাসন্ত বিষুব" বলা হয় কোন দিনটিকে?
Created: 2 weeks ago
A
২৩ ডিসেম্বর
B
২১ মার্চ
C
২৩ মার্চ
D
২২ ডিসেম্বর
পৃথিবীর ঋতু ও সূর্যের অবস্থান:
-
২১ মার্চ: দিন-রাত সমান হয়; দিনটি বাসন্ত বিষুব বা মহাবিষুব।
-
২২ ডিসেম্বর: সূর্য মকররেখার উপর লম্বভাবে কিরণ দেয়; উত্তর গোলার্ধে দিন ছোট, রাত বড় → শীতকাল শুরু; দক্ষিণ গোলার্ধে দিন বড়, রাত ছোট → গ্রীষ্মকাল।
-
২৩ সেপ্টেম্বর: দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে দিন বড়, রাত ছোট; উত্তর গোলার্ধে দিন ছোট, রাত বড়।
-
উত্তর গোলার্ধে বসন্তকাল: ২২ ডিসেম্বরের পর ২১ মার্চ পর্যন্ত; দক্ষিণ গোলার্ধে এই সময়ে শরৎকাল।
-
ঋতু পরিবর্তনের সময় দিনের বেলা সূর্যকিরণ ভূপৃষ্ঠ গরম করে, রাতের বেলা তা বিকিরিত হয়ে ঠান্ডা হয়।

0
Updated: 2 weeks ago
স্থানীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও বিবিধ ভৌগোলিক কারণে যে বায়ুপ্রবাহের সৃষ্টি হয় তাকে বলা হয় -
Created: 6 days ago
A
নিয়মিত বায়ুপ্রবাহ
B
স্থানীয় বায়ুপ্রবাহ
C
সাময়িক বায়ুপ্রবাহ
D
অনিয়মিতস্থানীয় বায়ুপ্রবাহ
স্থানীয় বায়ু হলো নির্দিষ্ট অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রাকৃতিক কারণের কারণে সৃষ্ট আঞ্চলিক বায়ুপ্রবাহ।
-
বিভিন্ন দেশের স্থানীয় বায়ুর উদাহরণ:
-
রকি পাহাড়ের চিনুক
-
ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত মিস্ট্রাল
-
আর্জেন্টিনা ও উরুগুয়ের পম্পাস অঞ্চলের উত্তর থেকে প্রবাহিত পাম্পেরু
-
আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে বোরা
-
উত্তর আফ্রিকা ও দক্ষিণ ইতালিতে সিরাক্কা
-
আরব মালভূমির সাইমুম
-
মিসরের খামসিন
-
ভারতীয় উপমহাদেশের লু
-
-
উপত্যকা বায়ু: দিনের বেলা, পর্বতের গা বেয়ে উপরের দিকে প্রবাহিত বায়ু।
-
দিনের সময় পর্বতের পাদদেশের তুলনায় উপত্যকার তলদেশ তুলনামূলকভাবে শীতল থাকে।
-
ফলে পর্বতের পাদদেশে নিম্নচাপ এবং উপত্যকার তলদেশে উচ্চচাপ সৃষ্টি হয়, যা উপত্যকা বায়ু তৈরি করে।
-
-
পার্বত্য বায়ু: রাতের বেলা, তাপ বিকিরণের ফলে পর্বতের গাত্র শীতল হয় এবং উপত্যকা উষ্ণ থাকে।
-
এ সময় ভারী ও শীতল বায়ু পর্বতের গা থেকে উপত্যকার দিকে নেমে আসে, যা পার্বত্য বায়ু নামে পরিচিত।
-
তথ্যসূত্র:

0
Updated: 6 days ago
মেঘনা নদীর উৎপত্তিস্থল কোনটি?
Created: 6 days ago
A
আরাকান পাহাড়
B
সিকিমের পার্বত্য অঞ্চল
C
আসামের লুসাই পাহাড়
D
মানস সরোবর হ্রদ
বাংলাদেশের প্রধান নদীগুলোর উৎপত্তিস্থল দেশের ভূগোল এবং নদী ব্যবস্থা বোঝার জন্য গুরুত্বপূর্ণ।
-
পদ্মা নদী: উৎপত্তিস্থল গঙ্গোত্রী হিমবাহ, হিমালয় পর্বতে গঙ্গা নদী থেকে।
-
মেঘনা নদী: উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়।
-
যমুনা নদী: উৎপত্তিস্থল মানস সরোবর হ্রদ, কৈলাশ শৃঙ্গ, যা ব্রহ্মপুত্র নদীর অংশ।
-
কর্ণফুলী নদী: উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।
-
কর্তোয়া নদী: উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল।
-
সাঙ্গু নদী: উৎপত্তিস্থল আরাকান পাহাড়, মিয়ানমার-বাংলাদেশ সীমানায়।
-
হালদা নদী: উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
-
মহানন্দা নদী: উৎপত্তিস্থল মহালড্রীম, দার্জিলিং।
তথ্যসূত্র:

0
Updated: 6 days ago