মহীভাবক আলোড়নের ফলে নিম্নের কোনটি সৃষ্টি হয়?
A
মরুভূমি
B
সমুদ্র
C
মালভূমি
D
পাহাড়
উত্তরের বিবরণ
মহীভাবক আন্দোলন (Epeirogenic Movement) হলো পৃথিবীর মহাদেশীয় ভূ-পৃষ্ঠে সৃষ্ট লম্বা ধরনের আন্দোলন, যা বিভিন্ন ভূমিরূপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আন্দোলনের ফলে মালভূমি, চ্যুতি, চ্যুতি ভৃগু তট, স্রস্ত উপত্যকা ও স্তূপ পর্বত ইত্যাদি সৃষ্টি হয়।
মহীভাবক আন্দোলনের উদাহরণসমূহ:
-
পূর্ব আফ্রিকা ও জর্ডানের স্রস্ত উপত্যকা
-
রাইন নদীর স্রস্ত উপত্যকা
-
উত্তর আমেরিকার হাডসন উপসাগরের দ্বীপসমূহ, যা মহীভাবক আন্দোলনের ফলে ভূ-ভাগ নিমজ্জিত হয়ে গঠিত হয়েছে।
0
Updated: 1 month ago
ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্তবর্তী অঞ্চল নেই?
Created: 1 month ago
A
মিজোরাম
B
ত্রিপুরা
C
মণিপুর
D
আসাম
বাংলাদেশের সঙ্গে ভারতের কিছু রাজ্যের সীমান্ত সংযোগ রয়েছে, তবে সব রাজ্যের নয়। মণিপুর রাজ্যের সঙ্গে বাংলাদেশ কোনো সীমান্ত সংযোগ নেই।
বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সংযোগযুক্ত রাজ্যসমূহ:
-
পশ্চিমবঙ্গ
-
আসাম
-
মেঘালয়
-
ত্রিপুরা
-
মিজোরাম
সেভেন সিস্টার্সভুক্ত মণিপুর, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড রাজ্যের সঙ্গে বাংলাদেশ কোনো সীমান্ত শেয়ার করে না।
0
Updated: 1 month ago
মেঘনা নদীর উৎপত্তিস্থল কোনটি?
Created: 1 month ago
A
আরাকান পাহাড়
B
সিকিমের পার্বত্য অঞ্চল
C
আসামের লুসাই পাহাড়
D
মানস সরোবর হ্রদ
বাংলাদেশের প্রধান নদীগুলোর উৎপত্তিস্থল দেশের ভূগোল এবং নদী ব্যবস্থা বোঝার জন্য গুরুত্বপূর্ণ।
-
পদ্মা নদী: উৎপত্তিস্থল গঙ্গোত্রী হিমবাহ, হিমালয় পর্বতে গঙ্গা নদী থেকে।
-
মেঘনা নদী: উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়।
-
যমুনা নদী: উৎপত্তিস্থল মানস সরোবর হ্রদ, কৈলাশ শৃঙ্গ, যা ব্রহ্মপুত্র নদীর অংশ।
-
কর্ণফুলী নদী: উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।
-
কর্তোয়া নদী: উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল।
-
সাঙ্গু নদী: উৎপত্তিস্থল আরাকান পাহাড়, মিয়ানমার-বাংলাদেশ সীমানায়।
-
হালদা নদী: উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
-
মহানন্দা নদী: উৎপত্তিস্থল মহালড্রীম, দার্জিলিং।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
নিম্নোক্ত কোন দেশটি মধ্য এশিয়ায় অবস্থিত?
Created: 1 month ago
A
তাইওয়ান
B
হংকং
C
কিরগিজস্তান
D
মঙ্গোলিয়া
মধ্য এশিয়া হলো একটি ভূগোলিক অঞ্চল, যা পাঁচটি দেশ নিয়ে গঠিত।
মধ্য এশিয়ার দেশসমূহ:
-
কাজাখস্তান
-
উজবেকিস্তান
-
তাজিকিস্তান
-
কিরগিজস্তান
-
তুর্কমেনিস্তান
অপরদিকে, হংকং, তাইওয়ান ও মঙ্গোলিয়া পশ্চিম এশিয়ার অন্তর্ভুক্ত নয়।
0
Updated: 1 month ago