নিম্নোক্ত কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়?
A
জীবন, সম্পদ এবং পরিবেশের ক্ষতির পরিমাণ হ্রাস করা
B
দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা
C
ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে ত্রাণ পৌছানো ও পুনর্বাসন নিশ্চিত করা
D
দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্ত জনগণকে শুধু পর্যবেক্ষণ করা
উত্তরের বিবরণ
- 'দুর্যোগ পরবর্তী
ক্ষতিগ্রস্ত জনগণকে শুধু পর্যবেক্ষণ করা' দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়।
• দুর্যোগ
ব্যবস্থাপনা:
- দুর্যোগ
ব্যবস্থাপনা হচ্ছে এরূপ একটি ব্যবহারিক বিজ্ঞান।
- পর্যবেক্ষণ ও
বিশ্লেষণের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রস্তুতি এবং দুর্যোগে সাড়াদান ও পুনরুদ্ধার ইত্যাদি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম।
সার্বিক দুর্যোগ
ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ের কার্যক্রমকে বোঝায়।
• দুর্যোগ
ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো তিনটি :
১। দুর্যোগের
সময় জীবন, সম্পদ এবং
পরিবেশের যে ক্ষতি হয়ে থাকে তা এড়ানো বা ক্ষতির পরিমাণ হ্রাস করা;
২। প্রয়োজন
অনুযায়ী ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে অল্প সময়ে সকল প্রকার ত্রাণ পৌছানো ও
পুনর্বাসন নিশ্চিত করা এবং
৩। দুর্যোগ
পরবর্তী পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা।

0
Updated: 12 hours ago
নিম্নোক্ত কোন দেশটি মধ্য এশিয়ায় অবস্থিত?
Created: 12 hours ago
A
তাইওয়ান
B
হংকং
C
কিরগিজস্তান
D
মঙ্গোলিয়া
• মধ্য এশিয়া:
- মধ্য এশিয়ার দেশ ৫ টি। যথা:
- কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান,
তুর্কমেনিস্তান।
- অপরদিকে,
- হংকং, তাইওয়ান, মঙ্গোলিয়া হচ্ছে পশ্চিম এশিয়ার দেশ।

0
Updated: 12 hours ago
বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
Created: 6 days ago
A
১৭.৪৬%
B
২০.৭১%
C
২৮.৩১%
D
৩১.২৫%
বায়ুমণ্ডল মূলত বিভিন্ন গ্যাস এবং কণিকায় গঠিত, যার প্রতিটি উপাদানের নিজস্ব শতকরা অংশ রয়েছে।
-
নাইট্রোজেন ⇒ ৭৮.০২%
-
অক্সিজেন ⇒ ২০.৭১%
-
আর্গন ⇒ ০.৮০%
-
কার্বন ডাই-অক্সাইড ⇒ ০.০৩%
-
ওজোন ⇒ ০.০০০১%
-
অন্যান্য গ্যাস ⇒ ০.০১৯৯%
-
জলীয়বাষ্প ⇒ ০.৪১%
-
ধূলিকণা ও কণিকা ⇒ ০.০১%
তথ্যসূত্র:

0
Updated: 6 days ago
আয়তনের দিক থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ নিম্নের কোনটি?
Created: 12 hours ago
A
কলম্বিয়া
B
উরুগুয়ে
C
পেরু
D
ব্রাজিল
দক্ষিণ আমেরিকা মহাদেশ:
- দক্ষিণ
আমেরিকার মহাদেশ ১২ টি দেশ নিয়ে গঠিত।
- দেশগুলো
হচ্ছে - ব্রাজিল, কলম্বিয়া, আর্জেন্টিনা, পেরু, ভেনেজুয়েলা, চিলি, ইকুয়েডর, বলিভিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে, গায়ানা, সুরিনাম।
- স্বাধীন
দেশ - ১২ টি।
- জাতিসংঘভুক্ত
দেশ - ১২ টি
- আয়তনে বৃহত্তম দেশ - ব্রাজিল।
- জনসংখ্যায়
বৃহত্তম দেশ - ব্রাজিল।
- ব্রাজিল, গায়ানা এবং সুরিনাম ছাড়া সবকটিতেই স্প্যানিশ সরকারি
ভাষা।
- ব্রাজিলের
সরকারী ভাষা পর্তুগিজ।

0
Updated: 12 hours ago