আয়তনের দিক থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ নিম্নের কোনটি?
A
কলম্বিয়া
B
উরুগুয়ে
C
পেরু
D
ব্রাজিল
উত্তরের বিবরণ
দক্ষিণ আমেরিকা মহাদেশ:
- দক্ষিণ
আমেরিকার মহাদেশ ১২ টি দেশ নিয়ে গঠিত।
- দেশগুলো
হচ্ছে - ব্রাজিল, কলম্বিয়া, আর্জেন্টিনা, পেরু, ভেনেজুয়েলা, চিলি, ইকুয়েডর, বলিভিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে, গায়ানা, সুরিনাম।
- স্বাধীন
দেশ - ১২ টি।
- জাতিসংঘভুক্ত
দেশ - ১২ টি
- আয়তনে বৃহত্তম দেশ - ব্রাজিল।
- জনসংখ্যায়
বৃহত্তম দেশ - ব্রাজিল।
- ব্রাজিল, গায়ানা এবং সুরিনাম ছাড়া সবকটিতেই স্প্যানিশ সরকারি
ভাষা।
- ব্রাজিলের
সরকারী ভাষা পর্তুগিজ।

0
Updated: 12 hours ago
বায়ুমণ্ডলে আর্গন ও জলীয়বাষ্পের পরিমাণ কত?
Created: 12 hours ago
A
০.০২ ও ০.৩০ শতাংশ
B
৭৮.০২ ও ০.০৩ শতাংশ
C
২০.৭১ ও ০.৮০ শতাংশ
D
০.৮০ ও ০.৪১ শতাংশ
• বায়ুমন্ডল:
- ভূ-পৃষ্ঠের চারপাশ যে বায়বীয় আবরণ দ্বারা বেষ্টিত রয়েছে তাকেই সহজ ভাষায় বলা
হয় বায়ুমন্ডল।
• বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানসমূহ:
- নাইট্রোজেন : ৭৮.০২ শতাংশ।
- অক্সিজেন : ২০.৭১ শতাংশ।
- আর্গন : ০.৮০ শতাংশ।
- জলীয়বাষ্প ০.৪১ শতাংশ।
- কার্বন ডাই-অক্সাইড ০.০৩ শতাংশ।
- অন্যান্য গ্যাস ০.০২ শতাংশ।
- ধূলিকণা ও কণিকা ০.০১ শতাংশ।

0
Updated: 12 hours ago
মেঘনা নদীর উৎপত্তিস্থল কোনটি?
Created: 6 days ago
A
আরাকান পাহাড়
B
সিকিমের পার্বত্য অঞ্চল
C
আসামের লুসাই পাহাড়
D
মানস সরোবর হ্রদ
বাংলাদেশের প্রধান নদীগুলোর উৎপত্তিস্থল দেশের ভূগোল এবং নদী ব্যবস্থা বোঝার জন্য গুরুত্বপূর্ণ।
-
পদ্মা নদী: উৎপত্তিস্থল গঙ্গোত্রী হিমবাহ, হিমালয় পর্বতে গঙ্গা নদী থেকে।
-
মেঘনা নদী: উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়।
-
যমুনা নদী: উৎপত্তিস্থল মানস সরোবর হ্রদ, কৈলাশ শৃঙ্গ, যা ব্রহ্মপুত্র নদীর অংশ।
-
কর্ণফুলী নদী: উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।
-
কর্তোয়া নদী: উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল।
-
সাঙ্গু নদী: উৎপত্তিস্থল আরাকান পাহাড়, মিয়ানমার-বাংলাদেশ সীমানায়।
-
হালদা নদী: উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
-
মহানন্দা নদী: উৎপত্তিস্থল মহালড্রীম, দার্জিলিং।
তথ্যসূত্র:

0
Updated: 6 days ago
পারস্য উপসাগর কোন মহাসাগরের অংশ?
Created: 6 days ago
A
দক্ষিণ মহাসাগর
B
ভারত মহাসাগর
C
আটলান্টিক মহাসাগর
D
প্রশান্ত মহাসাগর
পারস্য উপসাগর হলো ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ উপসাগর, যা পশ্চিম এশিয়ায় অবস্থিত এবং বাণিজ্য ও ভূগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ।
-
পারস্য উপসাগর ভারত মহাসাগরের অংশ এবং ওমান উপসাগরের একটি সম্প্রসারিত অংশ। এটি পূর্বে হরমুজ প্রণালীর মাধ্যমে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত।
-
পারস্য উপসাগরকে আরব উপসাগর বা ইরান উপসাগরও বলা হয়।
-
এর মোট আয়তন প্রায় ২,৫১,০০০ বর্গকিলোমিটার।
-
সর্বোচ্চ গভীরতা প্রায় ৯০ মিটার, এবং গড় গভীরতা প্রায় ৫০ মিটার।
-
পারস্য উপসাগরকে বিভিন্ন দেশ দ্বারা বেষ্টিত করা হয়েছে:
-
উত্তরে: ইরান
-
উত্তর-পশ্চিমে: বাহরাইন, ইরাক, কুয়েত
-
দক্ষিণে: কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন
-
-
উপকূলরেখার দৈর্ঘ্য প্রায় ৫,১১৭ কিলোমিটার, যার মধ্যে ইরানের উপকূলরেখা ১,৫৩৬ কিলোমিটার দীর্ঘ।
তথ্যসূত্র:

0
Updated: 6 days ago