ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্তবর্তী অঞ্চল নেই?
A
মিজোরাম
B
ত্রিপুরা
C
মণিপুর
D
আসাম
উত্তরের বিবরণ
বাংলাদেশের সঙ্গে ভারতের কিছু রাজ্যের সীমান্ত সংযোগ রয়েছে, তবে সব রাজ্যের নয়। মণিপুর রাজ্যের সঙ্গে বাংলাদেশ কোনো সীমান্ত সংযোগ নেই।
বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সংযোগযুক্ত রাজ্যসমূহ:
-
পশ্চিমবঙ্গ
-
আসাম
-
মেঘালয়
-
ত্রিপুরা
-
মিজোরাম
সেভেন সিস্টার্সভুক্ত মণিপুর, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড রাজ্যের সঙ্গে বাংলাদেশ কোনো সীমান্ত শেয়ার করে না।
0
Updated: 1 month ago
কোন প্রণালীকে বঙ্গোপসাগরের প্রবেশপথ বলা হয়?
Created: 1 month ago
A
দার্দানেলিস প্রণালী
B
হরমুজ প্রণালী
C
পক প্রণালী
D
মোজাম্বিকা প্রণালী
পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রণালী সমূহের মধ্যে কিছু প্রধান প্রণালী হল যেগুলো ভূগোলিক এবং নৌপথিক গুরুত্বে উল্লেখযোগ্য।
-
পক প্রণালী: এটি দক্ষিণ-পূর্ব ভারত এবং উত্তর শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত বঙ্গোপসাগরের একটি প্রবেশপথ। প্রণালীর মাধ্যমে ভারত ও শ্রীলঙ্কা পৃথক হয় এবং এটি বঙ্গোপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করে।
-
হরমুজ প্রণালী: পারস্য উপসাগর এবং ওমান সাগরের সংযোগকারী এই চ্যানেলটি ইরানকে আরব উপদ্বীপ ও ওমানের দক্ষিণ অংশ থেকে পৃথক করে।
-
মোজাম্বিকা প্রণালী: ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ প্রণালী যা মোজাম্বিকা এবং মাদাগাস্কারের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে।
-
দার্দানিসিলস প্রণালী: ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগরকে সংযুক্তকারী এই প্রণালীকে দার্দানেলিস প্রণালীও বলা হয়।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
নিচের কোন দুইটিকে পানামা খাল সংযুক্ত করেছে?
Created: 1 month ago
A
ভারত মহাসাগর ও উত্তর মহাসাগর
B
আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
C
ভারত মহাসাগর ও দক্ষিণ মহাসাগর
D
আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর
পানামা খাল বিশ্বের বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচিত।
-
পানামা খাল পানামা প্রজাতন্ত্রের বুক চিরে বয়ে চলা একটি কৃত্রিম খাল, যা জাহাজ চলাচলের জন্য খনন করা হয়।
-
খনন কাজ ১৯০৪ সালে শুরু হয় এবং ১৯১৪ সালে সমাপ্ত হয়।
-
খালের দৈর্ঘ্য প্রায় ৬৫ কিলোমিটার, প্রস্থ ৩০ থেকে ৯০ মিটার পর্যন্ত। গভীর জলভাগ অনুযায়ী এর দৈর্ঘ্য প্রায় ৮২ কিলোমিটার।
-
গভীরতা স্থানভেদে ৪৬ থেকে ৮৫ ফুট।
-
খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে।
-
খাল নির্মাণের ফলে যুক্তরাষ্ট্রে পূর্ব থেকে পশ্চিম উপকূলে চলাচলকারী জাহাজের পথ প্রায় ১৫,০০০ কিলোমিটার হ্রাস পেয়েছে।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর কোনটি?
Created: 1 month ago
A
মেসোমন্ডল
B
এক্সোমন্ডল
C
স্ট্রাটোমন্ডল
D
ট্রপোমন্ডল
ট্রপোমন্ডল হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, যা সরাসরি ভূ-পৃষ্ঠের সঙ্গে সংযুক্ত এবং আবহাওয়া ও জলবাষ্প সম্পর্কিত বিভিন্ন প্রক্রিয়ার মূল কেন্দ্র।
-
ট্রপোমন্ডল বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, যা ভূ-পৃষ্ঠ সংলগ্ন।
-
মেরু অঞ্চলে এর গভীরতা প্রায় ৮ কিলোমিটার, এবং নিরক্ষীয় অঞ্চলে ১৬ থেকে ১৯ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
-
বায়ুর গড় গভীরতা এই স্তরে প্রায় ১৫ কিলোমিটার।
-
স্তরের জলীয়বাষ্প এবং ধূলিকণা মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ প্রভৃতি আবহাওয়া ঘটনা সৃষ্টি করে।
-
ট্রপোমন্ডলকে ক্ষুদ্রমন্ডলও বলা হয়।
-
উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা ক্রমাগত হ্রাস পায়, যার হার প্রতি কিলোমিটারে ৬.৫° সেলসিয়াস, যা স্বাভাবিক তাপ হ্রাস হার (Normal Lapse Rate) নামে পরিচিত।
-
এই স্তরে বায়ুর ঘনত্ব সর্বাধিক।
-
ট্রপোমন্ডলের শেষ সীমাকে ট্রপোবিরতি (Tropopause) বলা হয়।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago