What European city is described as spiritually barren like the desert in the poem "The Waste Land"?
A
London
B
Paris
C
Rome
D
Berlin
উত্তরের বিবরণ
কবিতায় Eliot লন্ডনকে Waste Land–এর প্রতীক করেছেন। যুদ্ধোত্তর লন্ডন তার চোখে প্রাণহীন, মরুভূমির মতো। মানুষ রাস্তায় হাঁটে, কিন্তু তারা মৃতদের মতো। শহরটি সভ্যতার শূন্যতা ও আধ্যাত্মিক সংকটের প্রতিচ্ছবি হয়ে ওঠে।
0
Updated: 1 month ago
What occupation is associated with Mr. Eugenides in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Smyrna merchant
B
German banker
C
French soldier
D
English lawyer
“The Fire Sermon” অংশে Mr. Eugenides নামের একজন ব্যবসায়ীর উল্লেখ আছে, যিনি Smyrna থেকে আসা। সে প্রলোভন আর ব্যবসার প্রতীক। Eliot তাকে ব্যবহার করেছেন আধুনিক জীবনের ভোগবাদ আর বাণিজ্যকেন্দ্রিক মানসিকতা বোঝাতে। সে আর্ট বা আধ্যাত্মিকতার সাথে যুক্ত নয়, বরং শুধু ব্যবসা ও যৌন আকাঙ্ক্ষায় ব্যস্ত।
0
Updated: 1 month ago
What does Prufrock compare the evening sky to in the opening lines of the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
A patient etherised upon a table
B
A painting hanging in a gallery
C
A lion resting in the jungle
D
A candle flickering in the dark
Prufrock কবিতার প্রথম লাইনে সন্ধ্যার আকাশকে তুলনা করেছেন “a patient etherised upon a table” এর সাথে। এই উপমাটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে Eliot চেয়েছেন আধুনিক জীবনের স্থবিরতা, অসহায়তা এবং নিষ্ক্রিয়তার চিত্র তুলে ধরতে।
একজন রোগী যখন অপারেশনের জন্য টেবিলে শুয়ে থাকে, তখন সে কোনো নড়াচড়া করতে পারে না, সম্পূর্ণ অচেতন অবস্থায় থাকে। ঠিক একইভাবে, Prufrock–এর চোখে আধুনিক সমাজও নিস্তেজ এবং প্রাণহীন হয়ে পড়েছে। অন্য অপশনগুলো যেমন “painting in a gallery” বা “lion in the jungle” বা “candle in the dark” — এগুলো কবিতায় নেই, আর এগুলো Eliot–এর উদ্দিষ্ট অচেতন এবং হতাশাজনক মুড তৈরি করতে পারত না।
Eliot ইচ্ছে করেই এমন এক অস্বস্তিকর এবং শকিং চিত্র ব্যবহার করেছেন যাতে পাঠক হঠাৎ থেমে যায় এবং বুঝতে পারে কবিতার বর্ণনা সাধারণ রোমান্টিক নয়।
তাই সঠিক উত্তর হচ্ছে অপশন (a) — এটি আধুনিকতার এক রকম প্রতীক, যা স্থবির, অচেতন, এবং অস্তিত্ব সংকটের সাথে জড়িত।
1
Updated: 1 month ago
Who wrote The Waste Land?
Created: 3 months ago
A
William Butler Yeats
B
T. S. Eliot
C
Samuel Beckett
D
Arthur Miller
0
Updated: 3 months ago