What European city is described as spiritually barren like the desert in the poem "The Waste Land"?
A
London
B
Paris
C
Rome
D
Berlin
উত্তরের বিবরণ
কবিতায় Eliot লন্ডনকে Waste Land–এর প্রতীক করেছেন। যুদ্ধোত্তর লন্ডন তার চোখে প্রাণহীন, মরুভূমির মতো। মানুষ রাস্তায় হাঁটে, কিন্তু তারা মৃতদের মতো। শহরটি সভ্যতার শূন্যতা ও আধ্যাত্মিক সংকটের প্রতিচ্ছবি হয়ে ওঠে।

0
Updated: 12 hours ago
What is the meaning of “Shantih” repeated at the end of the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Peace beyond understanding
B
Eternal fire of desire
C
Endless cycle of war
D
Silence of despair
শেষে Eliot লিখেছেন “Shantih shantih shantih।” এটি উপনিষদ থেকে নেওয়া, যার অর্থ এমন শান্তি যা মানুষের বোঝার বাইরে। Eliot কবিতার শেষে এই শব্দ ব্যবহার করেছেন, যাতে পাঠক আধ্যাত্মিক আশার দিকে তাকাতে পারে। ধ্বংস ও হতাশার মাঝেও শান্তির সম্ভাবনা থেকে যায়।

0
Updated: 1 week ago
What historical event is alluded to in “Unreal City” in the poem "The Waste Land"?
Created: 2 days ago
A
World War I
B
The French Revolution
C
The American Civil War
D
The Russian Revolution
Eliot লন্ডনের বর্ণনায় যুদ্ধ–পরবর্তী ইউরোপের ছবি এঁকেছেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে লাখ লাখ মানুষ মারা যায়, আর শহর ভরে যায় হতাশায়। “Unreal City” আসলে যুদ্ধ–পরবর্তী লন্ডনের প্রতীক।
Eliot দেখিয়েছেন, যুদ্ধ শুধু ধ্বংসই আনে না, মানুষের জীবন থেকেও প্রাণশক্তি কেড়ে নেয়। শহরটা মৃতদের শহরে পরিণত হয়।

0
Updated: 2 days ago
What small, trivial question does Prufrock obsess over about his appearance in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
The parting of his hair
B
The polish of his shoes
C
The size of his hands
D
The color of his coat
Prufrock–এর আত্মবিশ্বাস এতটাই ভেঙে পড়েছে যে সে ক্ষুদ্র বিষয় নিয়েও চিন্তিত হয়। সে ভাবে, লোকেরা হয়তো বলবে — “How his hair is growing thin!” আবার ভাবে, যদি সে তার চুল পেছনে আঁচড়ে রাখে, তাহলে কেমন দেখাবে?
এই ক্ষুদ্র উদ্বেগ আসলে তার বৃহৎ ভয়কে প্রকাশ করে। জীবনের বড় সিদ্ধান্তে সে ব্যর্থ হয়েছে, তাই ছোট ছোট বাহ্যিক বিষয়েও তার মনোযোগ আটকে থাকে।
Eliot দেখিয়েছেন কিভাবে আধুনিক মানুষ তুচ্ছ বাহ্যিকতা নিয়ে ব্যস্ত হয়ে আসল জীবনের প্রশ্ন এড়িয়ে যায়।

0
Updated: 1 week ago