What is the third command of the thunder in the poem "The Waste Land"?
A
Damyata
B
Dayadhvam
C
Moksha
D
Dharma
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় তৃতীয় শিক্ষা হলো Damyata — অর্থাৎ আত্মসংযম। Eliot আধুনিক মানুষের ভোগবাদ ও আসক্তির বিপরীতে নিয়ন্ত্রণের শিক্ষা দেন। এটি উপনিষদের আধ্যাত্মিক জ্ঞানের অংশ, যা মানুষের অন্তরের শান্তি আনে।
0
Updated: 1 month ago
What type of structure binds the five parts of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Collage of voices and myths
B
Epic unity of one hero
C
Romantic narrative of love
D
Comic satire of society
"The Waste Land" কবিতার কাঠামো হলো একধরনের কোলাজ। বিভিন্ন চরিত্র, মিথ, কণ্ঠ একসাথে মিশে গেছে। কোনো একক নায়ক নেই, বরং ভাঙা অংশগুলো মিলেই কবিতা তৈরি হয়েছে। Eliot এই কৌশল ব্যবহার করেছেন আধুনিকতার বিভক্ত বাস্তব বোঝাতে।
0
Updated: 1 month ago
What final action drowns Prufrock at the close of the poem in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Human voices woke him from a dream
B
Waves of fire burning his soul
C
Falling stars crashing to the earth
D
Empty winds blowing through the night
কবিতার একেবারে শেষে Prufrock স্বপ্ন থেকে বাস্তবে ফিরিয়ে আনা হয় মানবকণ্ঠে। সে কল্পনা করেছিল mermaid–দের গান, কিন্তু বাস্তবে মানবকণ্ঠই তাকে টেনে আনে। বাস্তবে ফেরার সাথে সাথেই সে মনে করে, সে ডুবে যাচ্ছে।
Eliot দেখিয়েছেন, স্বপ্ন আর বাস্তবের দ্বন্দ্ব আধুনিক মানুষকে কিভাবে গ্রাস করে। বাস্তবতার কঠিন কণ্ঠস্বর তার কল্পনার জগতকে ভেঙে দেয়।
0
Updated: 1 month ago
What phrase describes the state of the Earth in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
“A heap of broken images”
B
“A field of golden flowers”
C
“A stream of endless joy”
D
“A garden of eternal spring”
"The Waste Land" কবিতায় Eliot জমিকে বর্ণনা করেছেন — “A heap of broken images।” আধুনিক সভ্যতা জ্ঞানের ভাঙা টুকরোয় ভরে গেছে। ঐক্য নেই, অর্থ নেই। কেবল ভাঙা প্রতীক, ভাঙা স্মৃতি। এই লাইন Waste Land–এর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক শূন্যতাকে গভীরভাবে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago