What is the third command of the thunder in the poem "The Waste Land"?
A
Damyata
B
Dayadhvam
C
Moksha
D
Dharma
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় তৃতীয় শিক্ষা হলো Damyata — অর্থাৎ আত্মসংযম। Eliot আধুনিক মানুষের ভোগবাদ ও আসক্তির বিপরীতে নিয়ন্ত্রণের শিক্ষা দেন। এটি উপনিষদের আধ্যাত্মিক জ্ঞানের অংশ, যা মানুষের অন্তরের শান্তি আনে।

0
Updated: 12 hours ago
What language is used in the closing prayer of the poem "The Waste Land"?
Created: 10 hours ago
A
Hebrew
B
Greek
C
Sanskrit
D
Latin
"The Waste Land" কবিতার শেষে Eliot লিখেছেন “Shantih shantih shantih।” এটি সংস্কৃত ভাষায়। উপনিষদ থেকে নেওয়া এই শব্দ শান্তির প্রার্থনা। Eliot পশ্চিমের পতনের বিপরীতে পূর্বের আধ্যাত্মিক জ্ঞান ব্যবহার করেছেন।

0
Updated: 10 hours ago
What historical figure is indirectly mentioned through Cleopatra’s imagery in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Elizabeth I
B
Victoria
C
Mary Queen of Scots
D
Catherine the Great
Cleopatra–র মতো বিলাসবহুল সাজঘরের বর্ণনা এসেছে, যা পরোক্ষভাবে Elizabethan যুগের রেফারেন্সও বহন করে। Eliot দেখিয়েছেন, রাজকীয় বিলাসিতা হলেও জীবনের গভীরতায় শূন্যতা থেকে যায়। এই তুলনা আধুনিক নারীর জীবনকে Cleopatra–র চিত্রে প্রতিফলিত করে।

2
Updated: 1 week ago
What bird cry appears at the end of “The Fire Sermon” in the poem "The Waste Land"?
Created: 2 days ago
A
The cock crowing
B
The owl hooting
C
The nightingale singing
D
The raven calling
The Waste Land" কবিতায় শেষে মোরগের ডাক আসে — যা সাধারণত সকাল বা জাগরণের প্রতীক। Eliot এখানে আধ্যাত্মিক জাগরণ বা মুক্তির সম্ভাবনা ইঙ্গিত করেছেন। কিন্তু সেই আশাও Waste Land–এর প্রেক্ষাপটে দুর্বল হয়ে পড়ে। তবু মোরগের ডাক পাঠককে নতুন সূচনার সম্ভাবনা মনে করিয়ে দেয়।

0
Updated: 2 days ago