What is the second command of the thunder in the poem "The Waste Land"?
A
Dayadhvam
B
Damyata
C
Shantih
D
Karma
উত্তরের বিবরণ
Thunder–এর দ্বিতীয় শিক্ষা হলো Dayadhvam — অর্থাৎ “Sympathize।” Eliot এখানে বলছেন, আধুনিক মানুষ কেবল নিজের কথা ভাবে। অন্যের কষ্টে সহানুভূতি নেই। আধ্যাত্মিক পুনর্জন্ম সম্ভব কেবল তখনই, যখন মানুষ পরস্পরের প্রতি দয়া প্রদর্শন করবে।

0
Updated: 12 hours ago
What type of sound contrasts with silence in “The Burial of the Dead” in the poem "The Waste Land"?
Created: 10 hours ago
A
Thunder of spring rain
B
Murmur of children
C
Cry of wild animals
D
Chant of priests
"The Waste Land" কবিতায় Spring rain এলেও Eliot সেটিকে আনন্দিত নয়, বরং দুঃখের প্রতীক করেছেন। বৃষ্টি শিকড়কে জাগায়, কিন্তু তার সাথে পুরোনো স্মৃতি আর আকাঙ্ক্ষা ফিরে আসে। ফলে বৃষ্টি হয়ে ওঠে স্মৃতি আর যন্ত্রণার শব্দ, যা নীরবতার বিপরীতে দাঁড়ায়।

0
Updated: 10 hours ago
Who wrote The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 month ago
A
Alfred Tennyson
B
William Butler Yeats
C
Robert Browning
D
T. S. Eliot

0
Updated: 1 month ago
What image represents the lifelessness of modern love in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
The typist smoothing her hair afterwards
B
The woman lighting a lamp with joy
C
The man singing passionately to her
D
The couple walking under the moon
যৌন সম্পর্ক শেষ হওয়ার পর typist কেবল চুল ঠিক করে নেয়, যেন কিছুই হয়নি। এখানে কোনো আবেগ বা আবেগীয় যোগাযোগ নেই। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন আধুনিক ভালোবাসা নিস্তেজ, যান্ত্রিক আর প্রাণহীন হয়ে গেছে। এই সাধারণ কাজটি আসলে সম্পর্কের শূন্যতাকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলে।

1
Updated: 1 week ago