What is the second command of the thunder in the poem "The Waste Land"?
A
Dayadhvam
B
Damyata
C
Shantih
D
Karma
উত্তরের বিবরণ
Thunder–এর দ্বিতীয় শিক্ষা হলো Dayadhvam — অর্থাৎ “Sympathize।” Eliot এখানে বলছেন, আধুনিক মানুষ কেবল নিজের কথা ভাবে। অন্যের কষ্টে সহানুভূতি নেই। আধ্যাত্মিক পুনর্জন্ম সম্ভব কেবল তখনই, যখন মানুষ পরস্পরের প্রতি দয়া প্রদর্শন করবে।
0
Updated: 1 month ago
Which mythical creatures appear near the poem’s end, symbolizing unattainable desire in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Mermaids
B
Angels
C
Sirens
D
Nymphs
শেষের দিকে Prufrock কল্পনা করে বলে, “I have heard the mermaids singing, each to each. I do not think that they will sing to me.” এখানে mermaid–এর চিত্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রাচীন কাহিনিতে mermaid বা সমুদ্রপরী সৌন্দর্য, প্রলোভন এবং অধরা আকাঙ্ক্ষার প্রতীক। Prufrock মনে করে, এই সৌন্দর্য ও আনন্দের জগৎ তার নাগালের বাইরে। সে জানে, mermaid–রা কখনও তার জন্য গান গাইবে না, কারণ সে নিজের জীবনে সাহসী বা আকর্ষণীয় কোনো ভূমিকা পালন করতে পারেনি।
এই লাইন তার আত্ম-অবিশ্বাসকে আরও গভীরভাবে প্রকাশ করে। Eliot এই প্রতীক ব্যবহার করে দেখিয়েছেন, Prufrock জীবনের সুন্দরতম জিনিসগুলোও তার কাছে দূরের এবং অপ্রাপ্য।
0
Updated: 1 month ago
Which sound of birds appears in “What the Thunder Said” of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The cocks crow
B
The eagle’s scream
C
The sparrow’s chirp
D
The raven’s call
"The Waste Land" -এ “What the Thunder Said” অংশে মোরগের ডাক এসেছে। মোরগ সাধারণত সকাল বা নতুন দিনের প্রতীক। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন আধ্যাত্মিক জাগরণের সম্ভাবনা বোঝাতে। যদিও Waste Land হতাশাজনক, তবুও মোরগের ডাক আশা আনে।
0
Updated: 1 month ago
What image represents the lifelessness of modern love in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The typist smoothing her hair afterwards
B
The woman lighting a lamp with joy
C
The man singing passionately to her
D
The couple walking under the moon
যৌন সম্পর্ক শেষ হওয়ার পর typist কেবল চুল ঠিক করে নেয়, যেন কিছুই হয়নি। এখানে কোনো আবেগ বা আবেগীয় যোগাযোগ নেই। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন আধুনিক ভালোবাসা নিস্তেজ, যান্ত্রিক আর প্রাণহীন হয়ে গেছে। এই সাধারণ কাজটি আসলে সম্পর্কের শূন্যতাকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলে।
1
Updated: 1 month ago