What phrase from the Upanishads does the thunder first speak in the poem "The Waste Land"?
A
“Datta”
B
“Dayadhvam”
C
“Damyata”
D
“Shantih”
উত্তরের বিবরণ
Thunder–এর প্রথম শিক্ষা হলো Datta — অর্থাৎ “Give” বা দান করা। Eliot এটি ব্যবহার করেছেন আধুনিক মানুষের স্বার্থপরতার বিপরীতে। সমাজে ভোগবাদ বেড়েছে, কিন্তু ত্যাগ ও দান নেই। Eliot দেখাতে চেয়েছেন, মানুষের মুক্তি পেতে হলে প্রথমে দিতে শিখতে হবে।
0
Updated: 1 month ago
Who is the central unifying figure in “The Waste Land”?
Created: 1 month ago
A
Tiresias
B
Hamlet
C
Oedipus
D
Orpheus
Eliot নিজেই লিখেছিলেন যে Tiresias পুরো কবিতার কেন্দ্রীয় চরিত্র। সে অন্ধ ভবিষ্যদ্বক্তা, যিনি পুরুষ ও নারী উভয়ের অভিজ্ঞতা লাভ করেছেন। ফলে সে সব ঘটনার একক সাক্ষী। Eliot তার মাধ্যমে আধুনিক জীবনের হতাশা, যৌনতা আর শূন্যতাকে একত্রে দেখিয়েছেন। Tiresias–এর উপস্থিতি কবিতাকে এক সুতায় বাঁধে।
0
Updated: 1 month ago
What phrase suggests Prufrock’s drowning in reality at the poem’s end in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“Till human voices wake us, and we drown”
B
“Till the morning bells ring, and we rise”
C
“Till the stars fall, and we dream”
D
“Till the silence speaks, and we rest”
শেষে Prufrock স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসে। মানবকণ্ঠ তাকে টেনে আনে, আর সেই বাস্তবেই সে ডুবে যায়। Eliot দেখিয়েছেন, মানুষ স্বপ্ন দেখতে চায়, কিন্তু সমাজের কণ্ঠস্বর তাকে আটকে দেয়। বাস্তব জীবনের শূন্যতা আর হতাশা Prufrock–এর জন্য ডুবে যাওয়ার মতো ভয়াবহ হয়ে ওঠে।
1
Updated: 1 month ago
What does the “Waste Land” symbolise in the poem The Waste Land?
Created: 1 month ago
A
The spiritual and cultural barrenness of modern society
B
A fertile land ready for cultivation
C
A place of joy and abundance
D
A literal desert
The Waste Land কবিতায়, “Wasteland” আধুনিক সমাজের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক শূন্যতার প্রতীক। কবি দেখিয়েছেন যে, যুদ্ধ, অহংকার, এবং সভ্যতার পতনের কারণে মানুষের আধ্যাত্মিক শক্তি ক্ষয় হয়েছে। Wasteland শুধু শারীরিক বা ভূগোলগত নয়, বরং মানসিক ও সামাজিক শূন্যতার প্রতীক।
0
Updated: 1 month ago