What phrase from the Upanishads does the thunder first speak in the poem "The Waste Land"?
A
“Datta”
B
“Dayadhvam”
C
“Damyata”
D
“Shantih”
উত্তরের বিবরণ
Thunder–এর প্রথম শিক্ষা হলো Datta — অর্থাৎ “Give” বা দান করা। Eliot এটি ব্যবহার করেছেন আধুনিক মানুষের স্বার্থপরতার বিপরীতে। সমাজে ভোগবাদ বেড়েছে, কিন্তু ত্যাগ ও দান নেই। Eliot দেখাতে চেয়েছেন, মানুষের মুক্তি পেতে হলে প্রথমে দিতে শিখতে হবে।

0
Updated: 12 hours ago
Which poet is known for “The Waste Land”?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson

0
Updated: 1 month ago
What creature’s singing does Prufrock imagine near the sea in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
Mermaids
B
Sirens
C
Fairies
D
Angels
Prufrock কল্পনা করে mermaid–রা গান করছে। কিন্তু সে ভাবে, তারা তার জন্য গান গাইবে না। Mermaid এখানে সৌন্দর্য ও স্বপ্নের প্রতীক, যা Prufrock–এর কাছে অপ্রাপ্য। Eliot দেখিয়েছেন, আধুনিক মানুষ স্বপ্ন দেখে, কিন্তু তার নাগাল পায় না। Prufrock জানে, সৌন্দর্যের এই জগৎ তার জন্য নয়।

0
Updated: 1 week ago
What phrase represents the desert landscape in the last section of the poem "The Waste Land"?
Created: 10 hours ago
A
“Golden rivers of flowing peace”
B
“Endless spring of joy and love”
C
“Dry sterile thunder without rain”
D
“Bright flowers across the plain”
"The Waste Land" কবিতায় “What the Thunder Said”–এ Eliot লিখেছেন — “Dry sterile thunder without rain।” এখানে বজ্র আছে কিন্তু বৃষ্টি নেই। এটি প্রতীকীভাবে দেখায়, শব্দ আছে কিন্তু মুক্তি নেই। আধুনিক সমাজে আশা আছে, কিন্তু ফল নেই।

0
Updated: 10 hours ago