What is the main theme of the “What the Thunder Said” section in the poem "The Waste Land"?
A
Spiritual renewal after desolation
B
Celebration of material wealth
C
Nostalgia for the past
D
Political revolution
উত্তরের বিবরণ
“What the Thunder Said”–এ মূল প্রতীক হলো পুনর্জন্ম। বজ্রের শব্দ থেকে উপনিষদের শিক্ষা আসে — দান, দয়া ও নিয়ন্ত্রণ। Eliot দেখিয়েছেন, ধ্বংসের পরও আধ্যাত্মিক পুনর্জাগরণের সম্ভাবনা আছে। যদিও Waste Land হতাশাজনক, তবুও Thunder আধ্যাত্মিক পথের আশা আনে।

0
Updated: 12 hours ago
What final action drowns Prufrock at the close of the poem in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 2 days ago
A
Human voices woke him from a dream
B
Waves of fire burning his soul
C
Falling stars crashing to the earth
D
Empty winds blowing through the night
কবিতার একেবারে শেষে Prufrock স্বপ্ন থেকে বাস্তবে ফিরিয়ে আনা হয় মানবকণ্ঠে। সে কল্পনা করেছিল mermaid–দের গান, কিন্তু বাস্তবে মানবকণ্ঠই তাকে টেনে আনে। বাস্তবে ফেরার সাথে সাথেই সে মনে করে, সে ডুবে যাচ্ছে।
Eliot দেখিয়েছেন, স্বপ্ন আর বাস্তবের দ্বন্দ্ব আধুনিক মানুষকে কিভাবে গ্রাস করে। বাস্তবতার কঠিন কণ্ঠস্বর তার কল্পনার জগতকে ভেঙে দেয়।

0
Updated: 2 days ago
What myth is evoked through the drowning of Phlebas in the poem "The Waste Land"?
Created: 12 hours ago
A
Death and rebirth cycle
B
Creation of the world
C
Descent into Hades
D
Marriage of the gods
Phlebas the Phoenician ডুবে মারা যায়, কিন্তু তার মৃত্যু সময় ও জীবনের চক্রের অংশ। Eliot এই কাহিনি ব্যবহার করেছেন মৃত্যু ও পুনর্জন্মের প্রতীক হিসেবে। যদিও Phlebas ধ্বংস হয়ে গেছে, তার মধ্য দিয়েই বোঝানো হয়েছে যে মৃত্যু আসলে জীবনের অপরিহার্য ধাপ।

0
Updated: 12 hours ago
What does Prufrock fear about others’ gaze in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 2 days ago
A
Being reduced to a phrase
B
Being honoured with praise
C
Being forgotten in silence
D
Being lifted to glory
Prufrock–এর ভয় হলো সমাজের চোখ তাকে এক বাক্যে সীমাবদ্ধ করে ফেলবে। Eliot লিখেছেন, “When I am formulated, sprawling on a pin, When I am pinned and wriggling on the wall, Then how should I
begin?” এখানে বোঝানো হয়েছে, আধুনিক মানুষ অন্যের চোখে কেবল একটি লেবেলে আটকে যায়।
মানুষের আসল সত্তা ধরা পড়ে না; বরং সমাজ তাকে ছোট করে এক লাইনে বেঁধে ফেলে। Prufrock মনে করে, এটাই তার সবচেয়ে বড় অপমান।

0
Updated: 2 days ago