What is the main theme of the “What the Thunder Said” section in the poem "The Waste Land"?
A
Spiritual renewal after desolation
B
Celebration of material wealth
C
Nostalgia for the past
D
Political revolution
উত্তরের বিবরণ
“What the Thunder Said”–এ মূল প্রতীক হলো পুনর্জন্ম। বজ্রের শব্দ থেকে উপনিষদের শিক্ষা আসে — দান, দয়া ও নিয়ন্ত্রণ। Eliot দেখিয়েছেন, ধ্বংসের পরও আধ্যাত্মিক পুনর্জাগরণের সম্ভাবনা আছে। যদিও Waste Land হতাশাজনক, তবুও Thunder আধ্যাত্মিক পথের আশা আনে।
0
Updated: 1 month ago
What activity does Prufrock imagine as a measure of wasted life in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Measuring out with coffee spoons
B
Counting endless falling leaves
C
Weighing silver and gold coins
D
Reading ancient dusty books
“Measuring out life with coffee spoons” হলো Eliot–এর অন্যতম বিখ্যাত চিত্রকল্প। এখানে বোঝানো হয়েছে, Prufrock–এর জীবন ক্ষুদ্র, একঘেয়ে এবং পুনরাবৃত্তিমূলক। প্রতিদিনের ছোট ছোট রুটিন, যেমন চা খাওয়া, তাই তার জীবন পরিমাপের একক হয়ে দাঁড়িয়েছে।
বড় কোনো কাজ বা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার বদলে, জীবনের হিসাব কফির চামচে আটকে গেছে। Eliot দেখাতে চেয়েছেন, আধুনিক মানুষের জীবন কীভাবে ক্ষুদ্রতায় পরিণত হয়েছে।
0
Updated: 1 month ago
What mythological transformation is linked with Tiresias in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Changing from man to woman
B
Rising from death to life
C
Turning into a bird
D
Becoming a river god
Tiresias–এর কাহিনিতে বলা হয়, সে একসময় নারী রূপ ধারণ করেছিল এবং পরে আবার পুরুষ হয়। Eliot এটি ব্যবহার করেছেন লিঙ্গের অভিজ্ঞতা মিলিয়ে দেখাতে।
তাই Tiresias কবিতায় যৌন সম্পর্কের অভিজ্ঞতা বোঝার মূল চরিত্র। তার দ্বৈত পরিচয় আধুনিক সমাজের জটিলতাকে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago
What phrase describes London as a place of death in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
“Unreal City”
B
“Silent Town”
C
“Empty Street”
D
“Shadowed Land”
Eliot লন্ডনকে বলেছেন “Unreal City।” এখানে তিনি যুদ্ধোত্তর নগরজীবনের যান্ত্রিকতা বোঝাতে চেয়েছেন। মানুষ ভিড় করে রাস্তায় হাঁটছে, কিন্তু তাদের দেখে মনে হয় যেন মৃতদেহ চলছে। শহরটা জীবন্ত নয়, বরং স্বপ্ন বা মায়ার মতো ফাঁপা। এই লাইন আধুনিক সমাজের আত্মাহীনতা ও যুদ্ধের পর ধ্বংসকে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago