Which myth is evoked in the “Hyacinth Girl” passage in the poem "The Waste Land"?
A
Adonis myth
B
Apollo and Hyacinthus
C
Narcissus myth
D
Demeter and Persephone
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় Hyacinth–এর মিথে বলা হয় Apollo তার প্রেমিক Hyacinthus–কে হারায় এবং তার রক্ত থেকে Hyacinth ফুল জন্মায়। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন মৃত্যু ও পুনর্জন্মের মিশ্র অনুভূতি বোঝাতে। Hyacinth girl অংশে আনন্দ নেই, বরং শূন্যতা ও বিচ্ছিন্নতা আছে।

0
Updated: 12 hours ago
What ancient Roman poet heavily influenced Eliot’s allusions in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Ovid
B
Virgil
C
Horace
D
Catullus
Eliot Metamorphoses–এর গল্প বারবার ব্যবহার করেছেন। Philomela–র ধর্ষণ ও রূপান্তর কাহিনি এসেছে Ovid থেকে। Eliot Ovid–এর মিথ ব্যবহার করে আধুনিক যৌনতার ভাঙন ও মানবীয় কষ্ট প্রকাশ করেছেন।

0
Updated: 1 week ago
What does Prufrock imagine himself compared to, instead of being Hamlet in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
An attendant lord
B
A wandering sailor
C
A retired soldier
D
A nameless prophet
Prufrock স্বীকার করে নেয় যে সে কখনও Hamlet নয়, বরং এক “attendant lord।” এই শব্দগুচ্ছ বোঝায় এক গৌণ চরিত্র, যার আসল নাটকে তেমন কোনো ভূমিকা নেই। সে কেবল পাশের একজন, যার কাজ হলো সামান্য পরামর্শ দেওয়া বা উপস্থিত থাকা। Eliot এর মাধ্যমে Prufrock দেখাতে চেয়েছেন, তার জীবন তুচ্ছ ও অপ্রয়োজনীয় মনে হয়।
সে ভাবে, তার কোনো নায়কোচিত গুরুত্ব নেই, এমনকি Hamlet–এর মতো দেরি করা নায়কের জায়গাতেও সে দাঁড়াতে পারে না। এভাবে তার আত্মবিশ্বাস সম্পূর্ণ ভেঙে পড়ে।

0
Updated: 1 week ago
What eastern river is invoked near the end of the poem "The Waste Land"?
Created: 10 hours ago
A
The Yangtze
B
The Ganges
C
The Indus
D
The Mekong
The Waste Land এর শেষ অংশে গঙ্গার উল্লেখ এসেছে। Eliot উপনিষদ থেকে ধারণা নিয়ে গঙ্গাকে আধ্যাত্মিক শক্তির প্রতীক করেছেন। পশ্চিমা সমাজ যেখানে ধ্বংসে ভরা, পূর্বে এখনো ধর্মীয় শক্তি ও আধ্যাত্মিকতার আশা আছে। গঙ্গা তাই পবিত্রতার প্রতীক।

0
Updated: 10 hours ago