Which myth is evoked in the “Hyacinth Girl” passage in the poem "The Waste Land"?
A
Adonis myth
B
Apollo and Hyacinthus
C
Narcissus myth
D
Demeter and Persephone
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় Hyacinth–এর মিথে বলা হয় Apollo তার প্রেমিক Hyacinthus–কে হারায় এবং তার রক্ত থেকে Hyacinth ফুল জন্মায়। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন মৃত্যু ও পুনর্জন্মের মিশ্র অনুভূতি বোঝাতে। Hyacinth girl অংশে আনন্দ নেই, বরং শূন্যতা ও বিচ্ছিন্নতা আছে।
0
Updated: 1 month ago
"I have measured out my life with coffee spoons." — Who quoted it?
Created: 1 month ago
A
William Butler Yeats
B
T. S. Eliot
C
John Keats
D
William Wordsworth
"I have measured out my life with coffee spoons."—এই বিখ্যাত লাইনটি এসেছে T. S. Eliot-এর কবিতা "The Love Song of J. Alfred Prufrock" থেকে।
The Love Song of J. Alfred Prufrock আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবিতা এবং এটি একটি Dramatic Monologue। কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯১৫ সালে একটি Poetry ম্যাগাজিনে। এতে দেখানো হয়েছে, J. Alfred Prufrock, একজন মধ্যবয়সী ব্যক্তি, অতীতকে স্মরণ করছেন। চাপা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে তিনি তার শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং বুঝতে পারেন যে, তিনি তার যৌবন এবং সুখ দুটোই হারিয়েছেন। এই কবিতার বিখ্যাত লাইন “I have measured out my life with coffee spoons.” এ অনুভূতিকে অত্যন্ত সূক্ষ্মভাবে প্রকাশ করা হয়েছে।
T. S. Eliot এর পুরো নাম Thomas Stearns Eliot। তিনি একজন American-English poet, playwright, literary critic এবং editor। Eliot ছিলেন আধুনিক কবিতার Modernist movement-এর একজন নেতা এবং তাঁর উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে The Waste Land ও Four Quartets। তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
0
Updated: 1 month ago
What mythological hero does Prufrock deny being in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Prince Hamlet
B
Achilles
C
Hercules
D
Odysseus
Prufrock স্বীকার করে নেয় যে সে Hamlet নয়। Hamlet ছিলেন নাটকের কেন্দ্রীয় নায়ক, যিনি দেরি করলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। কিন্তু Prufrock নিজেকে এমন নায়কোচিত চরিত্র মনে করে না। সে ভাবে, সে কেবল এক গৌণ ব্যক্তি, যাকে কেউ মনে রাখবে না। Eliot এভাবে তার আত্মবিশ্বাসহীনতা তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
In T. S. Eliot’s poem “The Love Song of J. Alfred Prufrock”, what does the repeated question “Do I dare?” symbolise?
Created: 1 month ago
A
Prufrock’s courage to act boldly
B
The inevitability of fate
C
A call to adventure
D
Prufrock’s indecision and fear of judgment
The Love Song of J. Alfred Prufrock কবিতায় “Do I dare?” বারংবার ব্যবহার করা হয়েছে প্রুফ্রকের দ্বিধা, আত্ম-সন্দেহ এবং সামাজিক সমালোচনার ভয় প্রতিফলিত করার জন্য। এই পুনরাবৃত্তি তার একাকীত্ব, আত্মবিশ্বাসের অভাব এবং বাস্তব জীবনের ক্রিয়াকলাপগুলোতে প্রবল অস্থিরতা প্রকাশ করে।
Eliot আধুনিক ব্যক্তির মানসিক দ্বন্দ্ব এবং আত্ম-সীমাবদ্ধতার অভিজ্ঞতা এই বাক্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
1
Updated: 1 month ago