What Greek river of the dead is referenced in “The Waste Land”?
A
Styx
B
Lethe
C
Acheron
D
Cocytus
উত্তরের বিবরণ
মৃত্যুর পর আত্মারা Styx নদী পার হয়ে যেত। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন, যাতে মৃত্যু আর ভাঙা জীবনের চিত্র ফুটে ওঠে। আধুনিক সভ্যতা যেন মৃত্যুর নদীতে ভেসে যাচ্ছে। Styx তাই মৃত্যুর চূড়ান্ত সীমারেখা হয়ে ওঠে "The Waste Land" কবিতায় ।

0
Updated: 12 hours ago
What symbol represents sexual corruption along the Thames in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Prostitutes and river songs
B
Broken nets and dead fish
C
Drunken sailors and loud bells
D
Burning ships and falling stars
Thames নদীর পাশে যৌন দুর্নীতি ও পতিতাবৃত্তির চিত্র Eliot এঁকেছেন। একসময় যেখানে নদী পবিত্র ছিল, এখন সেখানে কেবল ভোগবাদী আচরণ আর গান। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতীক।

1
Updated: 1 week ago
Which natural element is revived by April in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Lilacs
B
Roses
C
Daffodils
D
Violets
প্রথম অংশে বলা হয়েছে — এপ্রিল মৃত জমি থেকে “lilacs” বের করে আনে। Lilac ফুল এখানে পুনর্জন্মের প্রতীক হলেও Eliot এটিকে বেদনাদায়ক করে তুলেছেন। শীতে মানুষ মৃতপ্রায় হয়ে যায়, কিন্তু বসন্তে ফুল ফুটে জীবনের স্মৃতি জাগায়।
Eliot এই প্রতীক দিয়ে দেখিয়েছেন, জীবন যতই পুনর্জন্ম পাক, তাতে আনন্দ নেই, বরং পুরোনো ক্ষত ফিরে আসে। Lilac তাই আশা নয়, বরং যন্ত্রণার প্রতীক হয়ে ওঠে।

1
Updated: 1 week ago
What symbolic element is most absent in The Waste Land?
Created: 10 hours ago
A
Air
B
Water
C
Fire
D
Earth
"The Waste Land" কবিতায় পুরো Waste Land–এর সবচেয়ে বড় সংকট হলো পানি। পানি উর্বরতা আর জীবনের প্রতীক। এর অভাবে জমি শুকিয়ে গেছে, মানুষ মরুভূমির মতো বাঁচছে। Eliot পানি দিয়ে আধ্যাত্মিক শূন্যতাকে প্রতীক করেছেন।

0
Updated: 10 hours ago