What Greek river of the dead is referenced in “The Waste Land”?
A
Styx
B
Lethe
C
Acheron
D
Cocytus
উত্তরের বিবরণ
মৃত্যুর পর আত্মারা Styx নদী পার হয়ে যেত। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন, যাতে মৃত্যু আর ভাঙা জীবনের চিত্র ফুটে ওঠে। আধুনিক সভ্যতা যেন মৃত্যুর নদীতে ভেসে যাচ্ছে। Styx তাই মৃত্যুর চূড়ান্ত সীমারেখা হয়ে ওঠে "The Waste Land" কবিতায় ।
0
Updated: 1 month ago
Which river goddess is invoked in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The Thames
B
The Rhine
C
The Ganges
D
The Nile
কবিতার শেষ অংশে ভারতীয় উপাদান আসে, যেখানে গঙ্গার উল্লেখ আছে। Eliot সংস্কৃত ও হিন্দু ধর্মগ্রন্থ থেকে প্রভাব নিয়েছিলেন। গঙ্গা এখানে পবিত্রতা, আধ্যাত্মিক শক্তি আর ধ্বংসের পর পুনর্জন্মের প্রতীক।
আধুনিক ইউরোপের Waste Land–এর বিপরীতে গঙ্গা এক ভিন্ন সভ্যতার আধ্যাত্মিক আশা প্রকাশ করে। Eliot দেখিয়েছেন, পূর্বের সংস্কৃতিতে এখনো ধর্মীয় শক্তি আছে।
1
Updated: 1 month ago
What mythological transformation is linked with Tiresias in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Changing from man to woman
B
Rising from death to life
C
Turning into a bird
D
Becoming a river god
Tiresias–এর কাহিনিতে বলা হয়, সে একসময় নারী রূপ ধারণ করেছিল এবং পরে আবার পুরুষ হয়। Eliot এটি ব্যবহার করেছেন লিঙ্গের অভিজ্ঞতা মিলিয়ে দেখাতে।
তাই Tiresias কবিতায় যৌন সম্পর্কের অভিজ্ঞতা বোঝার মূল চরিত্র। তার দ্বৈত পরিচয় আধুনিক সমাজের জটিলতাকে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago
What profession is linked to Mr. Eugenides in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Banker of Frankfurt
B
Merchant of Smyrna
C
Sailor of Marseilles
D
Priest of Rome
Mr. Eugenides একজন বণিক, যিনি Smyrna থেকে এসেছে। সে আধুনিক ভোগবাদী মানসিকতার প্রতীক। Eliot দেখিয়েছেন, ব্যবসা আর প্রলোভনের এই চরিত্র সমাজে আধ্যাত্মিকতার অভাব প্রকাশ করে। বাণিজ্য আর শরীরী আকাঙ্ক্ষাই তার জীবনের কেন্দ্র।
0
Updated: 1 month ago