What type of chess imagery is used in the second section of the poem "The Waste Land"?
A
Women’s sterile luxury
B
Soldiers’ battle strategy
C
Kings’ heroic moves
D
Children’s playful game
উত্তরের বিবরণ
“A Game of Chess” অংশে একজন নারীর বিলাসবহুল সাজঘর বর্ণনা করা হয়েছে। সাজঘরটি জাঁকজমকপূর্ণ হলেও আবেগহীন। Chess এখানে প্রতীক হয়েছে সম্পর্কের কৌশল, যেখানে আবেগ নেই, আছে শুধু হিসাব। Eliot দেখিয়েছেন আধুনিক প্রেম কিভাবে ভোগবাদী ও প্রাণহীন হয়ে উঠেছে।

0
Updated: 12 hours ago
What mythical queen appears in “The Waste Land”?
Created: 2 days ago
A
Dido
B
Helen
C
Cleopatra
D
Penelope
কবিতায় Dido–র উল্লেখ আছে, যিনি প্রেমিক Aeneas–এর দ্বারা প্রতারিত হয়ে আত্মহত্যা করেছিলেন। Eliot এই মিথ ব্যবহার করেছেন প্রেম ও সম্পর্কের ধ্বংসাত্মক দিক বোঝাতে। আধুনিক প্রেমও তার চোখে Dido–র মতো ট্র্যাজিক এবং ব্যর্থ।

0
Updated: 2 days ago
What is the rhyme scheme of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 9 hours ago
A
ABAB
B
AABB
C
ABCB
D
Free verse
“The Lake Isle of Innisfree” কবিতাটির ছন্দ বিন্যাস হলো ABAB rhyme scheme। অর্থাৎ প্রথম ও তৃতীয় লাইন মিলে যায়, এবং দ্বিতীয় ও চতুর্থ লাইন মিলিত হয়। Yeats এই ছন্দ ব্যবহার করেছেন যাতে কবিতার ধ্বনি প্রবাহ শান্ত ও সঙ্গীতধর্মী হয়।
প্রকৃতির বর্ণনা ও শান্তির আকাঙ্ক্ষা এই ছন্দের কারণে আরও ছন্দোময় হয়ে ওঠে। ABAB ছন্দ কবিতার ধ্যানমগ্ন গুণকে বাড়িয়ে দেয়, পাঠককে শান্তির অভিজ্ঞতার মধ্যে নিয়ে যায়। Yeats কেবল বিষয়বস্তু দিয়েই নয়, ছন্দ দিয়েও প্রকৃতির সুষমা ফুটিয়ে তুলেছেন।

0
Updated: 9 hours ago
Which king is connected with the fertility myth of the poem "The Waste Land"?
Created: 10 hours ago
A
Oedipus
B
Fisher King
C
Arthur
D
Lear
"The Waste Land" কবিতায় মুলত Fisher King আহত হয়ে আছে, ফলে তার দেশ শুকিয়ে গেছে। Eliot এই মিথ ব্যবহার করেছেন আধুনিক ইউরোপের প্রতীক হিসেবে। আধ্যাত্মিক আঘাতের কারণে সমাজও উর্বরতা হারিয়েছে। Fisher King–এর সুস্থতা মানে হবে পুনর্জন্ম।

0
Updated: 10 hours ago