What type of chess imagery is used in the second section of the poem "The Waste Land"?
A
Women’s sterile luxury
B
Soldiers’ battle strategy
C
Kings’ heroic moves
D
Children’s playful game
উত্তরের বিবরণ
“A Game of Chess” অংশে একজন নারীর বিলাসবহুল সাজঘর বর্ণনা করা হয়েছে। সাজঘরটি জাঁকজমকপূর্ণ হলেও আবেগহীন। Chess এখানে প্রতীক হয়েছে সম্পর্কের কৌশল, যেখানে আবেগ নেই, আছে শুধু হিসাব। Eliot দেখিয়েছেন আধুনিক প্রেম কিভাবে ভোগবাদী ও প্রাণহীন হয়ে উঠেছে।
0
Updated: 1 month ago
What historical event is alluded to in “Unreal City” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
World War I
B
The French Revolution
C
The American Civil War
D
The Russian Revolution
Eliot লন্ডনের বর্ণনায় যুদ্ধ–পরবর্তী ইউরোপের ছবি এঁকেছেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে লাখ লাখ মানুষ মারা যায়, আর শহর ভরে যায় হতাশায়। “Unreal City” আসলে যুদ্ধ–পরবর্তী লন্ডনের প্রতীক।
Eliot দেখিয়েছেন, যুদ্ধ শুধু ধ্বংসই আনে না, মানুষের জীবন থেকেও প্রাণশক্তি কেড়ে নেয়। শহরটা মৃতদের শহরে পরিণত হয়।
0
Updated: 1 month ago
In T. S. Eliot’s poem “The Love Song of J. Alfred Prufrock”, what does the repeated question “Do I dare?” symbolise?
Created: 1 month ago
A
Prufrock’s courage to act boldly
B
The inevitability of fate
C
A call to adventure
D
Prufrock’s indecision and fear of judgment
The Love Song of J. Alfred Prufrock কবিতায় “Do I dare?” বারংবার ব্যবহার করা হয়েছে প্রুফ্রকের দ্বিধা, আত্ম-সন্দেহ এবং সামাজিক সমালোচনার ভয় প্রতিফলিত করার জন্য। এই পুনরাবৃত্তি তার একাকীত্ব, আত্মবিশ্বাসের অভাব এবং বাস্তব জীবনের ক্রিয়াকলাপগুলোতে প্রবল অস্থিরতা প্রকাশ করে।
Eliot আধুনিক ব্যক্তির মানসিক দ্বন্দ্ব এবং আত্ম-সীমাবদ্ধতার অভিজ্ঞতা এই বাক্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
1
Updated: 1 month ago
Who is associated with fertility and rebirth in The Waste Land?
Created: 1 month ago
A
Apollo
B
Orpheus
C
Prometheus
D
Adonis
টি. এস. এলিয়টের The Waste Land কবিতায় উর্বরতা ও পুনর্জন্মের প্রতীক হিসেবে Adonis-এর উল্লেখ বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রাচীন মিথ অনুযায়ী, তিনি এক “dying and reviving god” অর্থাৎ মৃত্যু ও পুনর্জন্মের দেবতা, যাঁর কাহিনি প্রকৃতির পুনর্জীবন ও উর্বরতার প্রতীক বহন করে।
Adonis প্রাচীন গ্রীক পুরাণে এমন এক দেবতা যিনি প্রতি বছর মারা যান ও পুনর্জীবিত হন—এই চক্র প্রকৃতির seasonal renewal বা ঋতুচক্রের প্রতীক।
-
The Waste Land-এর “The Burial of the Dead” অংশে তাঁর উল্লেখের মাধ্যমে Eliot আধুনিক সভ্যতার ‘spiritual sterility’ বা আত্মিক বন্ধ্যাত্বের বিপরীতে পুনর্জন্মের আশার ইঙ্গিত দেন।
-
এই প্রতীক দেখায় যে আধুনিক মানুষ প্রকৃতি ও জীবনের পুনর্নবীকরণের প্রাচীন মর্ম হারিয়ে ফেলেছে, যা Eliot পুনরায় স্মরণ করাতে চেয়েছেন Adonis-এর মিথের মাধ্যমে।
0
Updated: 1 month ago