What myth is evoked through the drowning of Phlebas in the poem "The Waste Land"?
A
Death and rebirth cycle
B
Creation of the world
C
Descent into Hades
D
Marriage of the gods
উত্তরের বিবরণ
Phlebas the Phoenician ডুবে মারা যায়, কিন্তু তার মৃত্যু সময় ও জীবনের চক্রের অংশ। Eliot এই কাহিনি ব্যবহার করেছেন মৃত্যু ও পুনর্জন্মের প্রতীক হিসেবে। যদিও Phlebas ধ্বংস হয়ে গেছে, তার মধ্য দিয়েই বোঝানো হয়েছে যে মৃত্যু আসলে জীবনের অপরিহার্য ধাপ।
0
Updated: 1 month ago
Which prophet is indirectly referenced through the dry bones image in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Ezekiel
B
Isaiah
C
Jeremiah
D
Daniel
Dry bones–এর কাহিনি এসেছে Book of Ezekiel থেকে। ঈশ্বর সেই শুকনো হাড়ে প্রাণ আনেন।
Eliot এই প্রতীক ব্যবহার করেছেন আধুনিক ইউরোপের মৃতপ্রায় অবস্থাকে বোঝাতে। আধ্যাত্মিক শক্তি হারিয়ে মানুষ কেবল হাড়ের মতো পড়ে আছে। পুনর্জন্মের সম্ভাবনা থাকলেও Eliot দেখিয়েছেন সেটি অনিশ্চিত।
0
Updated: 1 month ago
What season is indirectly suggested through fog and smoke imagery in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Autumn
B
Winter
C
Spring
D
Summer
কবিতায় হলুদ কুয়াশা ও ধোঁয়ার উল্লেখ আছে। Eliot এই চিত্রকল্পে শরৎ–ঋতুর পরিবেশ বোঝাতে চেয়েছেন। শরতে শহরের আকাশে কুয়াশা আর ধোঁয়া জমে থাকে, যা একধরনের ক্লান্তি আর অস্পষ্টতা তৈরি করে। Prufrock–এর মনের অবস্থাও ঠিক তেমন — ঝাপসা, অস্থির এবং অন্ধকারাচ্ছন্ন। Eliot ঋতুর এই চিত্র ব্যবহার করে Prufrock–এর মানসিক আবহাওয়া ফুটিয়ে তুলেছেন, যা হতাশা ও অনিশ্চয়তায় ভরা।
0
Updated: 1 month ago
Which king is connected with the fertility myth of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Oedipus
B
Fisher King
C
Arthur
D
Lear
"The Waste Land" কবিতায় মুলত Fisher King আহত হয়ে আছে, ফলে তার দেশ শুকিয়ে গেছে। Eliot এই মিথ ব্যবহার করেছেন আধুনিক ইউরোপের প্রতীক হিসেবে। আধ্যাত্মিক আঘাতের কারণে সমাজও উর্বরতা হারিয়েছে। Fisher King–এর সুস্থতা মানে হবে পুনর্জন্ম।
0
Updated: 1 month ago